ফেইসবুকে অটো ফলোয়ার বাড়াবেন-Facebook Auto Follower

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

পার্ট ১ঃ সাধারন বিষয়
হ্যালো আসসালামুয়ালাইকুম। অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে, ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে বাড়ানো যায়। সেই বিষয় নিয়ে একটা টিউন তৈরি করার জন্য। তাই ফাইনালি আজকের টিউনে আমি আলোচনা করতেই যাচ্ছি যে অটো ফলোয়ার কি। আর অটো ফলোয়ার কি আমাদের একাউন্ট বা পেজের জন্য কোন প্রবলেম ক্রিয়েট করে কিনা সেই সব নিয়ে আজকের এই টিউনে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক।

পার্ট ২ঃ ফলোয়ার এর বিষয় বস্তু 
বর্তমানে ম্যাক্সিমাম মানুষেরা ফেসবুক এ অটো ফলোয়ার গুলো নিয়ে থাকে বিভিন্ন ধরনের অ্যাপস বা সাইট থেকে। আর এসব ধরনের সাইট থেকে যখন আপনি ফোন দিয়ে আপনার পেজে ফলোয়ার বা আপনার একাউন্টে ফলোয়ার বাড়িয়ে নেন, ফলে তখন সাময়িক ভাবে কিছু সময়ের জন্য আপনার ফলোয়ার বাড়ে কিন্তু এটা পার্মানেন্টলি বাড়ে না। আটো ফলোয়ার আপনার একাউন্ট কে ডেমেজ করে দিতে পারে। যদি এটা একটা পেইজ এর জন্য হয় তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একেবারেই কম বা নেই বল্লেই ছলে। যদি মনিটাইজেশন কোন রকম পেয়েও যান তবু্ও ফেসবুকের যে রোবট রয়েছে যারা এই গুলোকে আইডেন্টিফাই করে থাকে। তারা কিন্তু একসময় না একসময় ঠিকই বুঝে যায় যে এইগুলা হচ্ছে অটো ফলোয়ার থেকে নেওয়া। মানে এগুলা কোন একটিভিটিস থাকবে না। এক্টিভিটিস যদি না থাকে তাহলে আপনি তাইলেতো আপনার তেমন কোনো লাভ হচ্ছে না। আর ইন ফিউচার আপনি যদি পেইজের জন্য নিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু মনিটাইজেশন পাবেন না। এবং যে কোন সময় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। হয়তো ইনস্ট্যান্ট অনেকেরই বন্ধ হয় না আর বন্ধ না হলেও কিন্তু আপনার এই অটো ফলোয়ার দিয়ে কোন কাজ হবে না। আপনি যে জন্য নিচ্ছেন ধরেন আপনার রিয়েল ফলোয়ার হচ্ছে ৫০ জন। তাই শুধু এই ৫০ জনেরি এক্টিভিটিস থাকবে আর যেগুলো আপনি অটো নিচ্ছেন তাদের এক্টিভিটিস কিন্তু একদমই থাকবে না। এক্ষেত্রে রোবট কিন্তু বুঝে যাবে আর আপনি যদি পার্সোনাল একাউন্ট এর জন্য নেন হলো তাহলে সেটাও কিন্তু আপনার খুব একটা কাজে লাগছে না। কারণ ইন ফিউচার এই  একাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। ফেসবুক এবং ইউটিউব আমি দুইটা প্লাটফর্মেরি কথাই বলছি দুইটার রোবট খুবই শক্তিশালী এবং তাদেরকে আমরা ইনস্ট্যান্ট বা সামরিকভাবে হয়তোবা ফাঁকি দিতে পারে লংটাইম কিন্তু আমরা ফাঁকি দিতে পারি না। এর মূল কারণ হচ্ছে আমার প্রায় দীর্ঘ সময় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করাতে আমি এই এক্সপিরেন্জ টুকু পেয়েছি যে, আসলে সাময়িক সময়ের জন্য আমরা তাদের কাছ থেকে হয়তো বা কিছুটা সুবিধা আদায় করে নিতে পারি বাট লংরানে আমরা কিন্তু পারিনা।

পার্ট ৩ঃ অটো ফলোয়ার বাড়ানো কি উচিত তার কিছু বিষয় 
আমি আপনাকে বলবো যে এই অটো ফলোয়ার বাড়ানোর চিন্তা করছেন বা টাকা দিয়ে ফলোয়ার কিনবেন চিন্তা করছেন তারা অবশ্যই এই কাজ থেকে বিরত থাকবেন। আর অনেক কে দেখবেন যে ফলোয়ার্স বিক্রি করে বলে যে এত টাকা দিলে আমি আপনাকে এতোটা ফলো করে দিব। আসলে দেশে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সে হয়তো আপনাকে ফলোয়ার দিতে পারবেন কিন্তু সেটা অথেন্টিক নয়। অথেন্টিক যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ইন ফিউচার আপনি অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। আর এগুলার কোন একটিভিটিস থাকবে না। তাই আমি আপনাদেরকে ফাইনালি একটা কথা বলব অবশ্যই অটো ফলোয়ার নিবেন না। এটা আপনার পেইজের জন্য  অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারেন। এই ছিল আমার আজকের টিউনে যেটা বলার আমি আপনাদেরকে বলেছি এবার আপনি ফাইনাল ডিসিশন নিবেন যে এই ভাবে ফলোয়ার বাড়াবেন কিনা। কিন্তু এর ফলে আপনার কোন লাভ হবে না।

Level 1

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice post, Thank You.