রিলিজ হয়েছে ফেসবুকের গেমিং অ্যাপ

মার্চেই ফেসবুক তাদের অ্যাপে যোগ করেছে নতুন গেমিং ট্যাব। এখন তারা নতুন গেমিং অ্যাপ ও লঞ্চ করেছে। এতে বেশ কিছু সোশ্যাল ফিচার থাকলেও এর মূল লক্ষ্য হবে গেমিং এবং স্ট্রিমিং। মূলত টুইচ এবং ইউটিউব গেমিং এর মতো বড়-বড় গেমিং প্লাটফর্ম কে টেক্কা দিতে  ডেডিকেটেড গেমিং অ্যাপ বাজারে এনেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।

২০ এপ্রিল গ্লোবালি রোলআউট সরু হয়েছে ফেসবুকের এই গেমিং অ্যাপটি। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্যই রিলিজ হয়েছে অ্যাপটি। শীগ্রই আইওএস এর জন্যও রিলিজ হবে ফেসবুক গেমিং অ্যাপ। তবে প্লে স্টোরে অ্যাপটি পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে আগ্রহী ইউজাররা এখনই এই ঠিকানায় ক্লিক করে প্রি-রেজিস্টার ককরতে পারবেন অ্যাপটি।

মূলত ইউজাররা ফেসবুকের বিভিন্ন পেইজের গেম স্ট্রিমারদের লাইভ স্ট্রিমউপভোগ অর্থে পারবেন অ্যাপটিতে। টিউমেন্ট করা, রিয়্যাকশন দেওয়া, ডোনেট করা ইত্যাদি সবকিছুই করা যাবে এই অ্যাপটির সাহায্যে। ইউটিউব গেমিং এবং টুইচের মতোই মনেটাইজেশনের সুযোগও করে দিয়েছে ফেসবুক। মাত্র দুই বছরের টুইচ তাদের গেমিং সাম্রাজ্য স্থাপনা করে ফেলেছে। গত বছরে সংস্থাটি মাত্র বিজ্ঞাপণ থেকে ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

বর্তমান সময়ে বিশ্বজুড়ে করোনাভাইরাস প্যানডেমিকের কারণে ফেইসবুক অ্যাপটির লঞ্চ ডেট এগিয়ে এনেছে। অ্যাপটির লঞ্চ হবার কথা ছিলো এ বছরের জুনে! ইতোমধ্যে ফেসবুক বেশ কিছু জনপ্রিয় গেমার এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখন দেখার বিষয় টুইচের মত ফেসবুক গেমিং ও কি সমান জনপ্রিয়তা অর্জন করতে পারবে?

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!

আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!

Level 2

আমি শাহ্‌নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস