ফেসবুক চ্যাট বট এখন হাতের ময়লা [পর্ব-০১] :: চ্যাট বট কি, কেন প্রয়োজন, কিভাবে ব্যবহার করবেন?

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

ফেসবুক চ্যাট বট এখন হাতের ময়লা

আসসালামুয়ালাইকুম।

টেকবাসিরা আশা করি সকলেই ভাল আছেন। অনেক অনেক বছর পর আবার টেকটিউনসে এলাম টিউন করতে। বর্তবান সময়ের অত্যান্ত গুরুত্বপুর্ন টেক বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই। সেদিন আর খুব বেশি দূরে নেই যখন ইন্টারনেটের সকল প্রয়োজনই কর্ম সম্পাদন করবে এই আই সম্পুর্ন বট। এরি মাঝে এর রকম অনেক উদাহরন আমরা দেখতে পাচ্ছি। খুব সহজ করে যদি বলি যে, আপনি আপনার বিজনেস এর জন্য ফেসবুকে বিজনেস পেইজ মেইন্টেইন করেন।

প্রতিদিন অনেক অনেক প্রশ্ন আসে ইনবক্সে যার উত্তর দিতে দিতে হাপিয়ে যাচ্ছেন আপনি। যদি এই উত্তর গুলো আপনার হয়ে একটি ফেসবুক মেসেঞ্জার বট যদি সব উত্তর দিয়ে দেয় তাহলে কেমন হয়? নিশ্চয় ভাল। শুধু প্রশ্নের উত্তর না আপনার পেইজের কোন টিউনে যদি কেই কোন মন্তব্য করে তাহলে সেখানেও আপনার হয়ে সেই বট রিপ্লাই দিয়ে দিবে এবং সাথে সাথে তার ইনবক্সে অই রিলেটেড আরো তথ্য পাঠিয়ে দিবে। ধরুন আপনার ইনবক্সে ২০ হাজার মানুষ আছে।

আপনি চান সবাইকে ঈদের শুভেচ্চা পাঠাতে কিম্বা আপনার নতুন প্রডাক্টের তথ্য সকলে ইনবক্সে পাঠাতে, এটার সম্ভব করে দেবে আপনার সেই চাট বট। আপনি চাইলে আপনার ভিজিটরের সাথে চ্যাট বট বাংলায় কথা বলবে। হা এ সব কিছুই এখন হবে হাতের তুরিতে  সেটাও আবার ফ্রিতে। আপনার কোন প্রকার কোডিং স্কিল দরকার নাই। আপনি শুধু প্লান করবেন কতটা সুন্দর করে আপনার বট কে তৈরি করবেন আপনার ভিজিটরের জন্য। চলুন এবার বাস্তবে নিয়ে যাই চ্যাট বটের দুনিয়ায়।

চলুন তার আগে আপনাদের একটু আলোচনা করি বাংলা চ্যাট বট এর ফিচার সম্পর্কে

বাংলা চ্যাট বট ডট কম

বাংলা চ্যাট বট ডট কম হল বাংলাদেশ এর প্রথম কমপ্লিট চ্যাটবট সার্ভিস যা বাংলাদেশ থেকেই সার্ভিস দেয়া হয় এবং সম্পুর্ন বাংলায় চ্যাট বট বানানো যায়। আপনি নিজে নিজেই আপনার পেইজের জন্য চ্যাট বট বানিয়ে নিতে পারবেন। আপনার কণ প্রকার কোডিং স্কিল থাকার দরকার নাই। খুব সহজ সরল ভাবে আপনি নিজেই চ্যাট বট বানাতে পারবেন। বাংলা চ্যাট বট আপনার পেইজের ইনবক্সে ভিজিটরের উত্তর দিতে পারে, পেইজের যেকোন টিউনের টিউমেন্টের রিপ্লাই দিত এপারে, একাধিক ফেসবুক গ্রুপ ও পেইজে টিউন করতে পারে। বিভিন্য সোশ্যাল সাইটে টিউন করতে পারে। এমনকি সকল কে সেন্ড মেসেজ করতে পারবেন সকল ইউজার কে। শুধু তাইনা আপনি ইনবক্সেই ইকমার্স সার্ভিস দিতে পারবে মানে ইনবক্সেই আপনার পোডাক্ট সেল করতে পারেন। আপনি আপনার পেইজের জন্য বেসিক একটি চ্যাট বট বানানোর জন্য এখনি এই লিংকে ক্লিক করুন।

খুব সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে কমপ্লিট চ্যাট বট সলুশন। আপনি চাইলে আপনার পেইজের জন্য সম্পুর্ন বিনা মুল্যে ব্যবহার করতে পারেন চ্যাট বট।

প্রথমে এই লিংকে গিয়ে আপনার নাম রেজিশট্রেশন করুন

তারপর এই লিংকে গিয়ে আপনার ফেসবুক পেইজ ইম্পোর্ট করুন

আপনার পেইজ ইম্পোর্ট হয়ে গেলে আপনার পেইজে বট এনেবল করুন।

বট সফল ভাবে এনেবল  হয়ে গেলে আপনার পেইজের বট চালউ হয়ে যাবে অটোমেটিকভাবে।

বিস্তারিত ভিডিওতে দেখুন

আজ এই পর্যন্ত। কিভাবে পেইজের মেসেজ অপশনের Get Started বাটনে কাষ্টমাইজ টেক্সট যুক্ত করবেন?

আপনার যেকোন প্রশ্ন থাকলে আমাকে মন্তব্যের ঘড়ে জিজ্ঞাসা করুন আমি চেষ্টা করব উত্তর দিতে।

চ্যাট বটের বিভিন্য ফিচার ও আপডেট জানতে ব্যাংলা চ্যাট বটের ফেসবুক পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।

ইউটিউবে বাংলা চ্যাট বটের অন্যান্য টিউটোরিয়াল দেখতে বাংলা চ্যাট বটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

ধন্যবাদ

আসসালামুয়ালাইকুম

Level 3

আমি হাসান তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু। এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। আপনি টেকটিউনস টিউন গাইলাইন এর নিয়ম মেনে চেইন টিউনের ৫টি পর্ব প্রকাশ করলে টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    ইনশাল্লাহ এর পর থেকে নিউম মেনে টিউন করব । আচ্ছা পোষ্টের মাঝে ভিডিও কিভাবে দেখাবো। যেমন্টা আপনি আমার পোষ্ট এডিট করে করে দিয়েছেন। অগ্রিম ধন্যবাদ

      https://www.techtunes.io/faq এর

      ৪.৩ টেকটিউনসে কিভাবে টিউনে ইউটিউব সহ বিভিন্ন ভিডিও যোগ করতে পারব?

      অংশ দেখুন।

ধন্যবাদ। এর পর থেকে নিয়ম মেনে টিউন করব।