ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপস থেকে লগ আউট করবেন যেভাবে

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

ফেসবুকে বার্তা আদান প্রদান জন্য জনপ্রিয় অ্যাপস ম্যাসেঞ্জার। একটু ভালো ভাবে লক্ষ্য করলে দেখবেন ফেসবুক এর ম্যাসেঞ্জার আপসে লগ আউট এর কোন ব্যবস্থা নেই।
তবে একটু অন্য রকম ভাবে ম্যাসেঞ্জার থেকে লগ আউট করা যায়।

প্রথমে ফোনের “Settings” অপশনে যেতে হবে। যেখান থেকে “apps” অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেইজ চালু হবে। সেখানে ফোনে ইন্সটল থাকা সব অ্যাপের তালিকা দেখা যাবে। সেখান থেকে ক্রল করে “messenger” অ্যাপটি খুঁজে বের করে এতে ক্লিক করতে হবে। তারপর “storage” অপশনে ক্লিক করে “clear data” বাটনে চাপতে হবে। পরবর্তী ধাপে “delete app data” নামে একটা পপআপ আসবে। সেখানে থাকা “ok” বাটনে ক্লিক করতে হবে।

বিষয়টা একটু জটিল মনে হলেও নিজের গোপনীয় রক্ষা বা বন্ধুর ফোন ম্যাসেঞ্জার জরুরি প্রয়োজনে লগইন করে ফেললে এই পদ্ধতি ব্যবহার করে লগ আউট করে নিতে পারবেন।

Level 1

আমি তৌফিক হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসসালামুআলাইকু, ভাি আপনার সাথে আমার কিছু কথা আছে