ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করুন স্থায়ী ভাবে

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

 

ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করুন স্থায়ী ভাবে।

কিছুদিন আগেও ফেসবুক অ্যাকাউন্ট ডিলেশন এর কোনো সিস্টেম ফেসবুক সেটিংস এ ছিল না। তবে ডিলেট করা যেত। তখন হেল্প সেন্টার থেকে Delete Account Permanently লিখে সার্চ দিলে একটা সার্চ রিজাল্ট দিত যাতে ক্লিক করলে ডিলেট সংক্রান্ত তথ্য দিত ও নিচে লিংক থাকত সেখানে ক্লিক করে পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট ডিলেট হতো। তবে এখন ডিলেট করা খুব সহজ।

ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট পদ্ধতি
১. SETTINGS এ যান।
২. তারপর ACCOUNT OWNSHIP AND CONTROL
৩. এরপর DEACTIVATION AND DELETION এ ক্লিক করুন।
৪. DELETE ACCOUNT এ ক্লিক করলে অন্য পেজে DELETE ACCOUNT এর বাটন আসবে।
৫. বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড দিতে বলবে তাই পাসওয়ার্ড বসিয়ে CONTINUE করুন।
৬. এবার চুড়ান্ত DELETE ACCOUNT বাটন এসেছে। বাটনে যাস্ট একটা ক্লিক করুন।

বলে রাখি, অ্যাকাউন্ট ডিলেটের ১৪ দিনের মধ্যে যদি লগইন করে CANCEL DELETION করেন তবে অ্যাকাউন্ট ডিলেট হবে না। নয়ত ১৪ দিন পর অ্যাকাউন্ট আর থাকবে না।

আপনাদের জন্য এই টিউটরিয়াল :-

ভালো লাগলে চ্যানেলটি সাবসক্রাইব করুন।
আমাদের চ্যানেল টিতে অটোলাইক, অটোলাইক নিতে ফেসবুক সেটিংস ও ট্রিক্স দ্বারা দ্রুত গেমের লেভেল পার হওয়ার টিউটরিয়াল আছে। চাইলে দেখতে পারেন।
আমার ব্লগ: http://nahidhe.blogspot.com
ব্লগটি ঘুরে আসার আমন্ত্রন রইল।
#ByeByeFacebook

Level 1

আমি নাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস