মাত্র এক মিনিটে ফেসবুকের ফ্রেন্ড লিস্টের ডিসেবল হয়ে থাকা আইডিগুলকে বিদায় করে দিন!!!

মাত্র_এক_মিনিটে_ফেসবুকের_ফ্রেন্ড -লিস্টের ডিসেবল হয়ে থাকা আইডিগুলকে বিদায় করে দাও!!!
.
ফেসবুক ফ্রেন্ডলিস্টে এমন অসংখ্য আইডি আছে, যেগুলা ডিসেবল, ফটোভেরিফাই, নেমভেরিফাই সহ অনেক কারনে ব্লক হয়ে পরে আছে।
.
কিন্তু সহজেই এইসকল আইডি
ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করা
যায়না।
.
যার কারনে ইনএকটিভ ফ্রেন্ডের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে।
.
মুলকথাঃ অনেক সময় দেখেন আপনার ফেরেন্ড ৪০০০ কিন্তু ফেরেন্ড গুলো একটা একটা করে গুনে দেখলেন মাএ ৩০০০ ফেরেন্ড দেখাচ্ছে।
.
ঐ বাকি ১০০০ হলো ডিএকটিভ আইডি, যেগুলো অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে।
.
আজ আমি আপনাদেরকে শেখাবো, কিভাবে
খুব সহজে আর কম সময়ে ব্লক হয়ে থাকা ফ্রেন্ডগুলাকে ফেসবুক থেকে বিদায় করা যায়।
.
এর জন্য অবশ্যই কম্পিউটার প্রয়োজন। প্রথমে Chrome Browser ওপেন করো।
.
Browser এর উপরে ডান পাশে সেটিং এ ক্লিক কর, more tools নামে একটা অপশন আছে।
.
ওখান থেকে extensions এ ক্লিক করলেই এখানে একবারে নীচে Get more extensions আসবে।
.
উপরে Search the store এখান থেকে টাইপ কর, “Facebook disabled friends removal”
.
সার্চে রেজাল্ট আসলেই Add to
chrome এ ক্লিক করে এড করে
নাও।
.
এরপর Chrome Browser
থেকে একবারে বের হয়ে যাও।
.
তারপর আবার অপেন করে, তোমার ফেসবুকে লগিন করে Friends লিস্টে যাও।
.
এখন তোমার Chrome Browser এর উপরে ডান পাশে মানুষের ছবির মতো একটা Icon দেখতে পাবে, ওটাতে যাও।
.
নতুন একটা লেখা আসবে। ”Remove Disabled Accounts” এই লেখার উপর ক্লিক করে ১ মিনিট ওয়েট কর।
.
সব ধরনের ব্লক হয়ে থাকা আইডিগুলো ফ্রেন্ডলিস্ট থেকে
ডিলেট হয়ে যাবে এবং কতগুলো আইডি রিমুভ হয়েছে সেটাও দেখা যাবে।

Any problem contact me on FB; Click here to find on Facebook

Level 1

আমি মিনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ei extention chorm store a ni bro.

Ase vi kosto kore dekhe nin. Prothome jeyta ase oytay add kore nin kaj hobe