
বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।
আমার জন্য দোয়া করবেন।রমজান মাসে সবাইকে আল্লাহ রহমত দান করুক।
আমার ২৪ তম টিউন এ শুভেচ্ছা।
আপনি যদি এই টিউন জানেন তবে পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে টিউমেন্ট করবেন না প্লিজ।
এডমিন ভাইও বলে
জানলে জানাও না, জানলে জানো।
তাই খারাপ টিউমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ টিউমেন্ট একজন টিউনার এর পরবর্তি টিউন করার আগ্রহ কমিয়ে দেয়।
fb ফলো কি?
ফেসবুকে ১৮ বছর বয়স হলে যে কেউ আপনার ফ্রেন্ড না হয়েও আপনার টিউন দেখতে পারবে,লাইক,টিউমেন্ট শেয়ার করতে পারবে।
যে আপনাকে ফলো করবে সে আপনার ফলোয়ার,
আর আপনি হলো সেই ব্যক্তির ফলোয়িং।
fb তে ১৮ বছর বয়স হয়ে গেলে
আপ্নাকে কেউ রিকুয়েস্ট দিলেও আপনার ফলোয়ার বেড়ে যাবে।তাছাড়া রিকুয়েস্ট ব্যাতিত ফলো বাটন যোগ হবে।
কিন্তু সমস্যা হলো অনেকেরই ১৮ বছর বয়স হয়ে গেছে,কিন্তু ফলো অপশন জানে না,চালু করে নি,চালু করতে পারে না।
তবে এটা অন রাখা ভালো।
এমনকি অটোলাইক নিতে গেলেও এটা অন করতে হয়,
যাদের বয়স ১৮ কিনু ফলো অফ করা তাদের
ফলোয়ার অপশন চালু করতে এই লিংক এ যান।
Turn On follow তে ক্লিক করলেই হবে।
চালু করেছে কিন্তু কিভাবে কি করবে,
কতজন ফলোয়ার হয়েছে তা দেখতে পাচ্ছে না।
আমার ও সমস্যাটা হইছিলো
যে আমার গতকাল ১৮ বছর পূর্তি হলো ফেসবুকে
কিন্তু আমি দেখি ফলোয়ার অপশন অটো ভাবেই অন হয়ে গেছে।কিন্তু ফলোয়ার নেই।
ঘাটাঘাটি করে দেখলাম। তারপর সমাধান খুজে পেলাম।
ফেসবুক এপ্স দিয়ে কাজটা করা সবচেয়ে সুবিধাজনক এবং সহজ।
আমার মনে হয় ফেসবুক লাইট দিয়ে করা যায় না। (আমি লাইট দিয়ে চালাই না,তাই শিউর হচ্ছিনা)
১)প্রথমেই Facebook এপ্স টা নামাই/ওপেন করি এবং লগিন করি।
২)প্রোফাইল এ যাই
৩)Edit details এ ক্লিক করি
৪)তারপর সবার নিচে যাই।এবং followed by people এটা টিক দিয়ে অন করি। (যা যা ভিও করবো তা টিক দেই)
৫)save করে বেড়িয়ে আসুন।
৬) পেজ রিফ্রেশ দিয়ে দেখুন।
দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।
আমিও আপনাদের দলভুক্ত মানুষ। ভুল ত্রুটি থাকলে স্নেহের স্বরূপ ক্ষমা করবেন।
ভালো থাকবেন
আল্লাহ হাফিজ
আস সালামু আলাইকুম
আমি ADDA BAZZI। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।