কিভাবে খুব সহজে আপনার সাইটকে ফ্রীব্যাসিক্সে (Freebasics) যুক্ত করবেন?

আসসালামুয়ালাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি সাধারণত টেকটিউনস এর একজন পাঠক। কিন্তু আজ একটু লিখতে মন চাইল তাই লিখে ফেললাম। যাক কথা না বলে কাজের কথায় আসি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সাইটকে খুব সহজে 0.freebasics.com -এ অথবা 0.internet.org এড করবেন। যদিও আমি এর জন্য ভিডিও দেখতে বলব তবুও কিছু কথা লিখে বলব।

  • আপনার সাইট FreeBasics.Com এ যোগ করতে প্রথম কাজ হচ্ছে আপনার সাইট টাকে এমনভাবে রেডি করা যাতে পুরানো জামানার ব্রাউজার দিয়েও আপনার সাইট সহজেই ভিসিট করা যায়।
  • এইটা হয়ে গেলে আসল কাজ।
  • এবার প্রথমেই এই লিঙ্ক এ যান Click Here এবং New Site Submission এ ক্লিক করুন।
  • তারপর ঐখান সব কিছু সঠিক ভাবে পূরণ করুন Company Name এ আপনার নাম অথবা যে কোন নাম দিতে পারেন।
  • তারপর নিচে দেখবেন Site Information এ দুইটা ছবি Upload করতে বলছে। Banner এ যেকোন ছবি দিতে পারেন তবে Resulation (720 x 352) হতে হবে আর Thumbnail (114 x 114) এ আপনার সাইট এর Thumbnail দিতে হবে।
  • তারপর নিছে Add Url এ আপনার সাইট এর ঠিকানা দিতে হবে।
    যেমন: TechTunes.com.bd এবং Language Select করে সব Description সঠিক ভাবে দিতে হবে।
  • সব শেষে Acknowledgement এ টিক দিয়ে Submit করতে হবে কাজ শেষ।

আর আরো ভালো করে দেখার জন্য নিচে ভিডিওতো দেয়াই আছে। 🙂

তো টিউন টি কেমন লাগল জানাতে ভুলবেন না। আর ভুল হলে ক্ষমা করেন দিবেন। সবশেষে আবারো সালাম দিয়ে আজকের টিউন এখানেই শেষ করলাম। আসসালামুয়ালাইকুম

ধন্যবাদ। ওহ চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আপনার ইচ্ছা।

Level 0

আমি এম ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a simple boy. My site is http://SimOffer.ga


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। টিউমেন্টের জন্য।

ভাই আমি মোবাইল থেকে এজ ব্রাউজার দিয়ে https://0.freebasics.com/utils/?ref=home_link&from_service_id=849824921721473 এই লিংকটি ব্রাউজ করতে পারছি না। সমাধান দিন।

@আবু সাঈদ ভাই এটা কিসের লিংক।?

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।