
আজ আমি আপনাদের যে ট্রিক শেয়ার করতে যাচ্ছি তা দিয়ে আপনি অতি সহজেই হাজার হাজার বাংলাদেশী লাইক পেয়ে যাবেন।
এরকিছু সুবিধা হলঃ
১. আপনার টোকেন প্রতিদিন আটো রিমুভহয়ে যায়।
২. আপনার আইডি থেকে অন্য কারো টিউন, ভিডিও এবং ফটো তে আটোমেটিক লাইক যাবে না।
৩. আরো অনেক সুইধা আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
নিচে সম্পূর্ণ টিউটোরিয়াল দিয়ে দিলাম যদি বুঝতে না পারেন এই সাইট এর হেল্প পেজে গিয়ে দেখতে পারেন।
হেল্পপেজ ভিজিট করেতে হলে এখানে ক্লিক করুন।
সম্পূর্ণ টিউটোরিয়াল :
১.) অটো লাইক নিতে হলে প্রথমে আপনার স্ট্যাটাস পাবলিক করতে হবে। বিঃদ্রঃ আপনার স্ট্যাটাস পাবলিক করতে হলে আপনার বয়স ১৮ হতে হবে। এবং আপনার ফলোয়ার অপশন অন করতে হবে।

২.) নিচের লিংকে যান এবং নিচের ছবির মতন দেখতে পারবেন → http://morelike.ml/

৩.) Pc এবং Mobile ব্যবহারকারীরা Step 1 এ CLICK HERE বাটনে ক্লিক করুন এবং App টিকে Allow Permission করুন এবং এক্সেস টকেন সংগ্রহ করুন। এরপর Step 2 অনুযায়ী URL থেকে টকেন সংগ্রহ করুন।
http://account.nokia.com/acct/account/morelike?#access_token=CAABxa8wsKgMBAHCiJeqOjglaJEKGjgglBah3INEvZBZB2OMzCBR98ZAMhleG9luRLx2qMfFQEm2SbM0eQV1mzuawgZDZD&expires_in=3865
বোল্ড লেখা অংশটি এক্সেস টকেন
৪.) এবার এক্সেস টকেন হোম পেজ এর বক্সে পেস্ট করে ‘Submit Your Access Token’ বাটনে ক্লিক করুন। পরের নত্যন পেজে নিচের মতন দেখতে পারবেন।

৫.) Your Status/Pic/Video Post ID বক্সে আপনার ফেসবুক এর লেটেস্ট টিউন এর কোড দেখতে পারবেন। এর উপরে আপনার ফেসবুক এর লেটেস্ট টিউন দেখতে পারবেন। লেটেস্ট টিউন এ লাইক নিতে চাইলে ‘LIKE MY THIS ID STATUS’ বাটনে ক্লিক করুন। Processing পেজ আসলে ১ মিনিট অপেক্ষা করুন।

৬.) ১ মিনিট পর Processing শেষ হলে নিচের মতন Success পেজ দেখতে পারবেন।

৭.) এবার ফেসবুকে গিয়ে আপনার টিউনে দেখুন লাইক বেড়ে গেছে।
কাজ শেষ।টিউনটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভাল থাকবেন।
টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।
আমি নাফিজ উর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।