কিভাবে ফেসবুকের টিউন ইমেজ/ পিকচার আকারে সেভ করা যায় তার পদ্ধতি।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি । আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি, আমরা সবাই জানি ফেসবুকে প্রতিনিয়তই বিভিন্ন লেখা টিউন শেয়ার করা হয়। এমন আনেক সময় হয় যে কোন একটি টিউন আমাদের পছন্দ হয়েছে কিন্তু কিভাবে সেটা সেভ / সংরক্ষন করব সো আমরা খুজে পাই না। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেবুকের পছন্দের টিউন গুলো ইমেজ/পিকচার আকারে সংরক্ষন করা যায়।
এই কাজটি করার জন্য আমরা গুগল ক্রোম এর একটি এক্সটেনশান ব্যবহার করব। এক্সটেনশান টার নাম হচ্ছে Open screenshot . এটি ব্রাউজার এ এড করে নিতে হবে। তারপর ব্রাউজার এর কর্নারে একটি আইকন দেখা যাবে। এক্সটেনশান এর কাজ শেষ।
এবার যে টিউন টি পছন্দ হয় সেটা ডিসপ্লেতে এনে ওই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আনেক গুলো আপশন পাওয়া যাবে।আপশন থেকে সিলেক্ট আপশন এ ক্লিক করে টিউন টি সিলেক্ট করতে হবে। এর পর সেভ আইকনে কিøক করলে সেভ লোকেশান চাইবে। লোকেশান সিলেক্ট করে সেভ দিলেই পিকচার / ইমেজ আকারে সেভ হবে।
এই পদ্ধতিতে সহজেই যাতে সবাই ব্যবহার করতে পারে এজন্য আমি একটি ভিডিও তৈরি করছি। ভিডিও দেখে যে কেই ব্যবহার করতে পারবে। ভিডিও টি দেখার জন্য এখানে ক্লিক করুন।
এটি আমার ৩য় টিউন তাই কোন ভুল ত্রুটি হলে আসাকরি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আর দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে নুতন নুতন কিছু নিয়ে হাজির হতে পারি।

Level 3

আমি মো মনজুর মোরশেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস