আপনার পিসিতে যেকোন ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চান?তাহোলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য।

 😎 আসসালামুয়ালাইকুম।প্রিয় টেক্টিউন বাসি    ।নিচ্চয় সবাই ভাল আছেন  /    আমার এইটা টেক্টিউন্স এ প্রথম টিউন    জানি না কেমন হয়েছে        কিন্তু কোথাও কোনো problem হলে জানাতে ভুল্বেন্না কিন্তু   

আজকে techtunes e search দিলাম but  এই ধরনের কোনো টিউন পেলাম না জা পেলাম তাও না পাওয়ার মতোন    তাই আমার এই টিউন টি লেখা    ।তাই কোথাও ভুল হলে আগেই মাফ চেয়ে নিচ্চি।।

  • বর্তমানে  ইউটিউব,টুইটার ইত্যাদির মত ফেচবুকও ভিডিও দেখা জায়  ।নিউজ ফিডে একটু  ডু দিলেই মাঝে মাঝেই চোখে পড়ে কিছু ভিডিও।মন চায় ডাউনলোড করতে।।কারণ অনলাইনেই ভিডিও দেখার স্পিড আমাদের কপালে নেই। আজ দেখাবো কিকরে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয়।ফেসবুক ও ইউটিউব দুইটি ওয়েবসাইট থেকে ভিডিওই ডাউনলোড করার দু ধরনের পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো কোন সফটওয়্যার বা টুলসের মাধ্যমে। আর দ্বিতীয় পদ্ধতি হলো ম্যানুয়ালি কিছু ট্রিকস আছে। আজ শেয়ার করছি ফেসবুকের ভিডিও ডাউনলোডের ম্যানুয়াল ট্রিকস। অর্থাৎ সফটওয়্যার বা টুলসের সাহায্য ছাড়াই দেখাবো কিভাবে আপনার পিসিতে ডাউনলোড করবেন ফেসবুক ভিডিও। নিচের ধাপগুলো অনুসরণ করে ডাউনলোড করতে পারেন ফেসবুক ভিডিও খুব সহজেই।প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন।

               আপনারা চাইলে এই ভিডিও টি দেখতে পারেন এখানে ক্লিক করুন।

 

  • ভিডিওর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Copy Link Address অপশনটি ক্লিক করুন।
  • এবার কপি করা লিংকটি ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করুন। দাড়ান   আগেই এন্টার করে ভিজিট করবেন না। লিংকটা দেখতে অনেকটা এরকম হবেঃ                                                           https://web.facebook.com/mehedishuvokhan/videos/1616460871949250/
  • এবার নতুন এক্তা ট্যাব খুলেন ও সেখানে লিখেন
  • http://fbdown.net      এবং search den
  • এবার আপনার copy kora link ti ওই খানে দিয়ে ডাউনলোড এ ক্লিক করুন তার পরে নিচে দেখা জাবে  ।লেখা আছে  low quality download     and   high quality download এবার এইখান থেকে জেকোন একটি ডাউনলোড করে নিন

 

                           বুজতে কোন প্রব্লেম হলে এখানে ক্লিক করুন।।

                              আমায় পাবেন ফেসবুক এ এখানে ক্লিক করুন।।

                                          যাই হোক আশা করি বুজতে পারছেন।     তারপরও কোনো প্রব্লেম হলে টিউমেন্ট করে জানাতে ভুল্বেন না         ধন্যবাদ।

                              বুজতে কোন প্রব্লেম হলে এখানে ক্লিক করুন।।

                              আমায় পাবেন ফেসবুক এ এখানে ক্লিক করুন।।

  যাই হোক আশা করি বুজতে পারছেন।     তারপরও কোনো প্রব্লেম হলে টিউমেন্ট করে জানাতে ভুল্বেন না         ধন্যবাদ।

Level 0

আমি মেহেদি হাসান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I AM A STUDENT OF BARISAL POLYTECHNIC INSTITUTE I STUDY IS COMPUTER .........I LIKE THIS WEBSITE BECAUSE IT IS A NICE SIDE TO ALL DEPARTMENT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মাফ করবেন, পড়তে পারলাম না। বানান শুদ্ধ করে তারপর টিউন করবেন, আর বাংলিশ না ব্যবহার করলেই না?

ok vaiya at first to tai ki lekbo bujtacilam na….doa korben next time jeno aro valo kore dite pari

ধন্যবাদ। আমার কাজে লাগবে।