আপনি কি ফেসবুকে সিঙ্গেল নাম করতে চান তাহলে দেখে নিন কিভাবে খুব সহজ নিয়মে ফেসবুক নাম সিঙ্গেল করবেন? রুট আনরুট সবাই পারবেন!!

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।যদিও এই ট্রিক টি বেশ পুরোনো কিন্তু এখনো অনেকেই আছেন যারা ফেসবুকে সিঙ্গেল নেম করতে চান কিন্তু পারছেন না বা আগের ট্রিক কাজ করছেনা তাদের জন্যই আজকের এই টিউন!!

অন্যসব ট্রিকের মত এই ট্রিকে ঝামেলা নেই এন্ড কোন রিস্ক ও নেই।খুব সহজেই এমনকি অপেরা মিনি দিয়েও আপনার ফেসবুকের নাম সিঙ্গেল করতে পারবেন।সেজন্য প্রথমেই নিচ থেকে মাত্র ৩ এম্বির প্রিমিয়াম One Click Vpn টা ডাউনলোড করে নিন।

*One Click Vpn: Click Here

এবার অপেরা মিনি দিয়ে আপনার ফেসবুকে লগিন করে সেটিং এ গিয়ে Language এ যান দেন Show Facebook in this Language থেকে Bhasa Indonesia সিলেক্ট করুন।

এখন One Click ইন্সটল দিয়ে Indonesia সার্ভার এ টিক দিয়ে দিন। Indonesia আইপি কয়েক টা আছে একটি কানেক্ট না হলে আরেকটা দিয়ে কানেক্ট করবেন।

এখন ফেসবুকে যান, ইন্দোনেশিয়া ভাষা সমস্যা হলে ফেসবুকের একদম নিচে Pengaturan & Privasi লেখায় ক্লিক করুন দেন Umum অপশনে যান আর এবার আপনার নাম সিঙ্গেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিন।ব্যাস! হয়ে গেলো আপনার সিঙ্গেল নাম!

আশা করি টিউন টি আপনাদের বেশ উপকারে আসবে। ভালোলাগলে শেয়ার করতে ভুলবেন না। আর কোন রকম সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Techtunes.Com.bd এর সাথেই থাকুন।

Level 0

আমি পলাশ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুই ভাষায় নাম লেখা কি সম্ভব হবে? যেমন “আমি বাঙাল (Ami Bangal)”

পিসি দিয়ে কিভাবে নাম বদলাবো
যদি একটু বলতেন?

এটা কিসের লিংক দিলেন ভাই?