অল ইন ওয়ান ফেসবুক টিপস প্যাক (ইচ্ছে হলে দেখতে পারেন)

আসাসালামুলাইকুম সবাই কেমন আছেন? এখন বলতে পারবনা যে আশা করি সবাই ভালো আছেন কারন আপনারা সবাই আছেন বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি প্লাটফরম টেকটিউনস এর সাথে আছেন। কারন টিটির বর্তমান যা অবস্তা টিউন করাই বাদ দিয়েছি। টিটি এখন স্পামিং এর রাজ্য হয়ে উঠেছে যে যেভাবে পাচ্ছে স্পামিং করছে। এখন আমার জানা মতে টিটি আর কোন ভালো রাইটার নাই (টিটি যাদের টাকা দিয়ে রাখে তাআরা বাদে)। কারন একজন লেখকের মুল প্রেরনা হচ্ছে তার ভক্ত সমাজ। আর বর্তমানে টিটিতে যে অবস্তা চারিদিকে শুধু স্পামার। আপনারা ২-৩ বছর আগের টিউন গুলো দেখবেন সেখানে একটি নরমাল টিউনেও ২০-২৫ টা টিউন্মেন্ট আছে আর বর্তমানে একটা প্রফেশনাল টিউন করলেও ২-৩ টা টিউন্মেন্ট পরেনা। লেখকদের অনুপ্রানিত না করলে তারা লেখার সাহস কথায় থেকে পাবে। যাই হোক এক বিষয় নিয়ে লিখতে এসে অন্য বিসয় নিয়ে আলোচনা শুরু করেছি এজন্য ক্ষমা চাচ্ছি।

আজকে ফেসবুকের কিছু ট্রিক্স ও জানা অজানা অনেক কিছু নিয়ে এসেছি। পুরটা আমার লেখা নয়। কিছু ইংরেজি ব্লগ থেকে ধারনা নিয়ে লেখা বাকিটা অন্য কিছু বাংলা ব্লগ থেকে নেয়া। আশা করি এগুলা সবার কাজে আসবে। আমি আগেই বলেছি এখানে জানা অজানা অনেক কিছু আছে তাই এখানকার বেশিরভাগ জিনিসই আপনার জানা হতে পারে তাই বলে আমাকে গালি-গালাছ করে যারা জানেনা তাদের জানার সুযোগ করে দিন।

 

যেভাবে ফেসবুকে নির্দিষ্ট টাইপের কোন গ্রুপ (পাবলিক / ক্লোসড) সার্চ করবেন।

আমার আজকের লিখার বিষয় হলোঃ কিভাবে ফেসবুকে নির্দিষ্ট টাইপের কোন গ্রুপ সার্চ করবেন (পাবলিক / ক্লোসড)
সাধারণত আমরা যখন ফেসবুকে কোন গ্রুপ এর জন্য সার্চ দেই তখন এলোমেলো করে অনেক গ্রুপ চলে আসে।
তার মধ্যে পাবলিক গ্রুপ আর ক্লোসড গ্রুপের মিক্সিং। যেমনটি নিচের ছবিটিতেঃ
এখন যদি আপনার শুধু পাবলিক গ্রুপ গুলোর দরকার হয় অথবা শুধু ক্লোসড গ্রুপ গুলোর দরকার হয় তাহলে আপনার চোখ ছানাবড়া  😯 হওয়াটাই স্বাভাবিক। কারন একটি একটি করে গ্রুপ বের করা অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ। 😯
কিন্তু আপনার কাজটা যদি নিচের ছবিটার মতো হয়, তাহলে কেমন হয়
এটাই আজকের টিউনের প্রধান বিষয়। খুব সহজেই আপনি খুজে পাবেন একই নামের সব পাবলিক গ্রুপ অথবা ক্লোসড গ্রুপ। 😀
সেটাও আবার খুবই সহজ একটা ট্রিকস দিয়েঃ 😆

https://www.facebook.com/search/open/groups-privacy/str/career%20source/groups-named/intersect

এটা পাবলিক / ওপেন গ্রুপ সার্চের ট্রিকস। লিংক টায় open এর জায়গাতে closed লিখে দিলে সে ক্লোসড গ্রুপের লিস্ট নিয়ে হাজির হবে। আর যেখানে career%20source লিখাটি আছে সেখানে আপনার কাংখিত গ্রুপটির নাম লিখে দিতে হবে। নামে মধ্যে স্পেস বা ফাকা জায়গা থাকলে সেটির পরিবর্তে %২০ লিখতে হবে। যেমনঃ গ্রুপের নামঃ career source তাহলে লিখতে হবে career%20source। ব্যাস হয়ে গেল কঠিন কাজটি পানির মতো সহজ।

ফেসবুকের ভিডিও গুলো কি অটো প্লে হয়ে যাচ্ছে, নিয়ে নিন সমাধানঃ

স্টেপ ১) প্রথম ফেসবুকে লগ ইন করুন। এরপরে Setting অপশনে যান।

স্টেপ ২) এরপর ডানে Videos অপশনে ক্লিক করুন।

স্টেপ ৩) এর পরে auto-play videos অপশন থেকে off - এ  ক্লিক করুন।

ব্যস বন্ধ হয়ে গেল ফেসবুকে আপনার অটো প্লে ভিডিও।

ফেসবুকের স্ট্যাটাস কিভাবে স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করাবেন টুইটারে।

আমাদের দেশে প্রতি ১২ সেকেন্ডে ১ টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। আর বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। সে তুলনায় টুইটার ব্যবহারকারীর সংখা অনেক কম। একেবারে ব্যবহার করেনা তেমন ও না। যারা ব্যবহার করে তারা চাইলে খুব সহজে ফেসবুকে পাবলিশ করা টিউন টুইটারে স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করাতে পারেন। এজন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
চলুন শুরু করা যাক।
স্টেপ ১) প্রথমে টুইটারে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
স্টেপ ২) এরপরে ডানে প্রোফাইল ছবির উপর ক্লিক করে নিচে সেটিং অপশনে আসুন।
স্টেপ ৩) তারপরে বামে App অপশনে ক্লিক করুন।
স্টেপ ৪) এরপর Connect to Facebook অপশনে ক্লিক করুন।
স্টেপ ৫) আপনি যদি আগে থেকে ফেসবুক লগ ইন থাকেন তাহলে একটি ইন্টারফেস আসবে। আর যদি না থাকেন তাহলে ফেসবুকের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন,তারপর Ok বাটনে ক্লিক করুন।
স্টেপ ৬) তারপরে একটি ইন্টারফেস আসবে এখানে চারটি অপশন থেকে আপনার পছন্দমত একটি সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।
ব্যস হয়ে গেল ফেসবুক-টু-টুইটার কানেক্ট। এরপর থেকে আপনি যতগুলি ফেসবুকে স্ট্যাটাস দিবেন তা স্বয়ংক্রিয়ভাবে টুইটারে প্রকাশ পাবে। আশা করি যাদের টুইটারে অ্যাকাউন্ট নেই তারা খুলে নিবেন এবং প্রযুক্তির এই সুবিধা গ্রহন করবেন।

ফেসবুকের শর্টকাট কি গুলো জানা আছেতো?

জেনে রাখুন কিছু Facebook Shortcuts Key, আমাদের দেশে ইন্টারনেট ইউজার এর মধ্য বড় একটা অংশ হল ফেসবুক ইউজার। প্রতিদিন ফেসবুকে আমরা অনেক সময় ব্যয় করি। তাই Facebook Shortcuts Key ইউজ করে আমরা অনেক মূল্যবান সময় বাঁচাতে পারি। এবার জেনে নিন Google Chrome, Firefox and Internet Explorer এর কিছু Facebook Shortcuts Key।
Facebook এর জন্য Google Chrome Shortcuts:-
Alt+1: New Feed দেখার জন্য।
Alt+2: নিজের Profile দেখার জন্য।
Alt+3: Friend Requests এর pop-up দেখার জন্য।
Alt+4: Messages এর pop-up দেখার জন্য।
Alt+5: Notifications এর pop-up দেখার জন্য।
Alt+6: Account Setting দেখার জন্য।
Alt+7: Privacy Setting দেখার জন্য।
Alt+8: Facebook এ নিজের Profile দেখার জন্য।
Alt+9: Read latest terms of service agreement
Alt+?: Search করার জন্য।
Alt+M: নতুন Message লিখার জন্য।
আপনি যদি Firefox Browser ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য নিচের Short Cuts গুলো। উপরের Google Chrome এর Shortcuts এর সাথে শুধু Shift Press করলেই হবে।
Shift+Alt+1: New Feed দেখার জন্য।
Shift+Alt+2: নিজের Profile দেখার জন্য।
Shift+Alt+3: Friend Requests এর pop-up দেখার জন্য।
Shift+Alt+4: Messages এর pop-up দেখার জন্য।
Shift+Alt+5: Notifications এর pop-up দেখার জন্য।
Shift+Alt+6: Account Setting দেখার জন্য।
Shift+Alt+7: Privacy Setting দেখার জন্য।
Shift+Alt+8: Facebook এ নিজের Profile দেখার জন্য।
Shift+Alt+9: Read latest terms of service agreement
Shift+Alt+?: Search করার জন্য।
Shift+Alt+M: নতুন Message লিখার জন্য।
আর যদি আপনি Internet Explorer ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত একটা কাজ করতে হবে। তাহল Google Chrome এর Short Cuts দেওয়ার পর Enter Press করতে হবে

 

ফেইসবুকে Via নিজের নামে স্টাটাস আপডেট করতে পারেন?

আপনারা অনেকে লক্ষ করেন
যে ফেসবুকে আপনার বন্ধুরা স্ট্যাটাস
দিলে অনেক সময় তার নিচে লেখা থাকে Via
Mobile, Via Android, আরো বিভিন্ন নাম।
এমন যদি হয় আপনি স্ট্যাটাস আপডেট করবেন
এবং তার নিচে লিখা থাকবে "Via আপনার
নাম"।

এটা সম্ভব এবং সিম্পল ৩
টা স্টেপে মোবাইল দিয়েও করা যায়। স্টেপ
গুলা সহজই।

১. প্রথমে Opera Mini দিয়ে https://
developers.facebook.com/apps
এখানে গিয়ে আপনি Create New App
দিয়ে আপনার নামে একটা App Create
করেন।
সেখানে Security Check (Captcha)
টা সঠিক ভাবে পূরন করবেন।

২. তারপরে আপনি আপনার Application এর
একটা API (Application Programming
Interface) নাম্বার পাবেন।

৩. তারপরে আপনি https://
http://www.facebook.com/dialog/feed?
_path=feed&app_id=0000&&redirect_uri=https
%3A%2F
%2Fwww.facebook.com&display=touch&to&from_login=1&_rdr& refd=12

এর মধ্যের 0000 গুলোর জায়গায় আপনার
Application এর API
নাম্বারটা বসিয়ে দিন এবং Browse করেন।
ব্যাস এবার আপনি আপনার স্টাটুসের পর
দেখতে পারবেন লিখা Via আপনার নাম।

 

খুব সহজেই ফেসবুকের ফ্রেন্ডলিষ্টের সব মেয়ে আইডি এক সাথে খুঁজে বের করুন। [শুধুমাত্র পিসি ইউজার]

ফেসবুকের আমরা অনেক সময় ফ্রেন্ড লিষ্টের ছেলে বা মেয়ে আইডি খুঁজে থাকি। কিন্তু ফ্রেন্ড লিষ্টের হাজার খানেক ফ্রেন্ড থেকে একটা একটা করে মেয়ে আইডি বা ছেলে আইডি খুঁজে বের করা অনেক কষ্ট সাধ্যে আর বিরক্তিকর। সব ফ্রেন্ডস ফিল্টারিং করার কোন অপশন দেয়া নেই ফেবু তে।
একটা সহজ পদ্ধতি অবলম্বন করলে আমরা সহজেই আইডি গুলো খুঁজে পেতে পারি। সেটিংস এ যান -
আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এ সেট করুন English (US)এবার সার্চ বক্সে টাইপ করুন my friend who are female

পিপল ট্যাবে যান, এখানে আপনি আপনার মেয়ে ফ্রেন্ডস দের তালিকা খুঁজে পাবেন।
সার্চ বক্সে কপি পেষ্ট করলে কাজ হবে না। টাইপ করলে সবচেয়ে ভালো হবে, ফেবু নিজে থেকেই সাজেষ্ট করে দেবে।
সব ফ্রেন্ডস শো নাও করতে পারে। কী-ওয়ার্ড টি একটু ভিন্নভাবে লিখে সার্চ করতে পারেন। যেমন  my female friends
এভাবে যারা সিংগেল, ইন এ রিলেশনশীপ, বা ম্যারিড আছে তাদেরকেও একসাথে খুঁজে বের করতে পারেন।
মোবাইলের ব্রাউজারে সার্চ করলে কিছুই শো করে না। তবে এন্ড্রয়েড ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়ে ট্ট্রাই করতে পারেন। ডিফল্ট ব্রাওজারে www ফেবু সাপোর্ট করে।

 দিবেন নাকি নীল রঙের ফেসবুক স্ট্যাটাস?

আপনি হয়ত দেখে থাকবেন আপনার অনেক ফ্রেড নীল কালার এর স্ট্যাটাস দিয়ে থাকে, আপনি ইচ্ছা করলে দিতে পারেন এই নীল কালার এর স্ট্যাটাস। খুবই সহজ একটি ট্রিক্স, প্রথমে এই কোড টি কপি করুন এবং আপনার ফেসবুকের স্ট্যাটাস বক্স এ পেস্ট করুনঃ      @[1:] @@[1:[0:1: write here ]] 

এইবার write here লিখাটি রিপ্লেস করে আপনার স্ট্যাটাস টি লিখুন। তারপরে টিউন করে দিন, এখন দেখুন আপনার টিউন টি নীল রঙের দেখাচ্ছে

 

মন চায় নাকি একটি ব্রাউজার দিয়ে অনেক গুলো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে তাও আবার একই সময়ে?

আপনার হয়ত অনেক গুলো ফেসবুক অ্যাকাউন্ট  আছে। এখন আপনি চাইলে একটি ব্রাউজার এ সবগুলো অ্যাকাউন্ট এ লগ ইন করতে পারবেন। এই জন্য আপনাকে Google chrome ব্রাউজার ব্যবহার করতে হবে। আপনার ব্রাউজার ওপেন করুন এবং ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন। এইবার সেটিংস থেকে Add new user এ ক্লিক করুন তাহলে একটি নতুন Window ওপেন হবে। এই নতুন Window  তে অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করুন এবং দুটি একসাথে ব্যবহার করুন। এভাবে আপনি অনেক গুলো অ্যাকাউন্ট একসাথে লগ ইন করতে পারবেন।

 

ফেসবুকের Default theme আর ভালো লাগেনা, এখনি পরিবর্তন করে ফেলুনঃ

ফেসবুকের সেই পুরনো নীল সাদা Theme দেখে দেখে আর ভাল লাগেনা, আপনাদেরও নিশ্চয় একই অবস্থা। তাহলে চলুন পাল্টে ফেলি প্রাচিন Theme টি। আপনি কালার এবং পুরো লুক পরিবর্তন করতে পারবেন। এজন্য একটি Facebook Theme Creator Extension ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড For Firefox : Link (search here)
এখানে Facebook theme ক্লিক করুন এবং খুঁজে নিন আপনার মনের মত পছন্দের Theme টি। পছন্দ হচ্ছে না ? কোন সমস্যা নাই, আপনি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মত Theme বানিয়ে নিতে পারেন নিজের ছবি দিয়ে। তাহলে এখনি বেচে দিন আপনার পুরনো ফেসবুক Theme বিক্রয় ডট কম এ আর লাগিয়ে নিন নতুন নতুন Theme.

 

আজকে আর কিছু নাই নিচে কিছু তথ্য দিলাম দেখতে পারেন।

ফেসবুকে আপনি -
(১) সর্বোচ্চ ৬০০০ গ্রুপের মেম্বার হতে
পারবেন।
(২) সর্বোচ্চ ৫০০০ ফ্রেন্ড অ্যাড করতে
পারবেন।
(৩) সর্বোচ্চ ৫০০০ পেজ লাইক করতে পারবেন।
(৪) একটি ছবিতে সর্বোচ্চ ৫০ জন ব্যক্তি বা
পেজকে ট্যাগ করতে পারবেন।
(৫) সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে চ্যাট গ্রুপ তৈরী
করতে পারবেন।
(৬) লাইক দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন সীমা
নেই। তবে প্রতি ৭ মিনিট পরপর একবারে ৪০ টি
করে লাইক দিলে ব্লক হবেন না।সারাদিন ধরে করা
যাবে।
(৭) ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর নির্দিষ্ট
কোন সীমা নেই।এটা নির্ভর করে একসেপ্ট
করার পারসেন্টেজের উপর।মনে করেন আপনি
৫০০ রিকোয়েস্ট পাঠালেন। সেই ৫০০
রিকোয়েস্টই একসেপ্ট করলো।তাহলে কোন
সমস্যা হবে না।আবার ৫০ জনকে রিকোয়েস্ট
পাঠালেন ৫০ জনই রিজেক্ট করলো। তখন আপনি
ব্লক হবেন।তবে এটা ১০০% হতে হবে তেমন
নয়।বলা যায় ৮০% হলেই হয়।
(৮) আপনি কোন কিছুতে ব্লক হলে যেমন
লাইক,টিউমেন্ট,মেসেজ, রিকোয়েস্ট
পাঠানো,গ্রুপে ফ্রেন্ড অ্যাড ইত্যাদি ক্ষেত্রে।
সেই ব্লকের মেয়াদ কতদিন বাকি আছে জানতে
Setting > বামে নিচে support inbox এ ক্লিক করুন।
(৯) কাউকে ক্লোজফ্রেন্ড লিস্টে রাখতে
মোবাইল থেকে timeline > একেবারে
নীচে see friend list > close friend বক্সে
টিক দিয়ে done করুন।
(১০) একটি আইডি থেকে আপনি আনলিমিটেড
পেজ role/manage করতে পারবেন।
(১১) 60 দিনের আগে নাম চেন্জ করতে Setting> General > Name edit > নীচের দিকে নীল
রঙের Learn more > আবারও নীচে learn
more > let us know > যে নাম দিতে চান বক্সে
লিখুন। 1st এবং last name অবশ্যই লিখতে হবে।
middle name না লিখলেও হবে > Reason for
this change > Legal Name Change >Choose এ
ক্লিক করে যেকোনো একটি ফটো
আপলোড করে send করে দিন।৭২ঘন্টার ভিতর নাম
চেঞ্জের অপশন আসবে।তখন চেন্জ করতে
পারবেন।
(১২) মোবাইল থেকে পেজের অ্যাডমিন করতে
প্রথমে page এ যান > ডানে more > edit setting
> page roles > add person to page > বক্সে
নাম সার্চ করে সিলেক্ট করুন > set as admin >
ফেসবুক পাসওয়ার্ড দিয়ে continue > অপশনগুলো
থেকে যেটা করতে চান সিলেক্ট করে add এ
ক্লিক করুন।
(১৩) পিসি থেকে auto video play অফ করতে
settings & privacy > বাম পাশে নীচে Videos >
auto play videos > default করা আছে off করে
দিন। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ
দিয়েও করা যায়।
(১৪) আপনার মৃত্যুর পর Real ID বাঁচিয়ে রাখতে
উত্তরাধিকার সূত্রে কাউকে উইল করতে settings
> security > নীচে legacy contact > নাম সার্চ
করে সিলেক্ট করে দিন।
(১৫) পিসিতে একবারে ১০ টি করে ট্যাগ রিমুভ
করতে timeline > view activity log > বামে
নিচে photos > photos of you > টিক দিয়ে ১০ টি
ট্যাগ সিলেক্ট করুন।ডানে উপরে লক্ষ্য করুন
report/remove tags > I want the photos
untagged > Untag photos এ ক্লিক। এটা
মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা
যায়।
(১৬) অন্য কারো পিসি বা মোবাইল থেকে আপনার
আইডিতে লগইন করলেন।কিন্তু লগআউট করতে
ভুলে গেলেন!এক্ষেত্রেঅন্যকেউ আপনার
আইডিতে ঢুকে ঝামেলা করতে পারে। করণীয়
হলো Settings > security > active sessions >
last accessed এর বক্সে টিক দিয়ে remove
selected করে দিন।লগ আউট হয়ে যাবে।
(১৭) যে সেটিংগুলো করতে ডেক্সটপ
প্রয়োজন সেগুলো মোবাইলে Mozilla,
Chrome ব্রাউজার ইনস্টল দিয়ে request desktop
site অপশন সিলেক্ট করে করা যায়।

 

 

Level 0

আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অজানা জিনিস জানলাম।

awesome tune.

এটা কিসের লিংক দিলেন ভাই?

ভাই ট্যাগ সম্পর্কে একটু জানতে চাই