ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করুন মোবাইল ফোন দিয়ে।

অনেকে হয়তো ভাবছেন ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করার জন্য এর আগে অনেক টিউন বা টিউন তো আছেই। তাহলে এটা নতুন করে আবার কেন দেওয়া হচ্ছে। হাঁ, এটা আপনার পিসির জন্য না, একমাত্র মোবাইল ফোনের জন্য।

গতকাল আমার একটি ফেসবুক আইডি মোবাইল ফোন থেকে ডিলেট করার জন্য অনেক চেষ্টা করলাম (www.facebook.com/help/delete_account) এ লিংক দিয়ে কিন্তু কোন ভাবে কাজ হয় না। পরে আমার বন্ধুর ফোন দিয়ে ও লিংক দিয়ে চেষ্টা করলাম কিন্তু কাজ হল না। তখন বুঝতে পারলাম এ লিংক শুধু মাত্র পিসি দিয়ে কাজ হয় এবং আমার পিসি দিয়ে যখন ডিলিট করলাম তখন কাজ হল। পরে মোবাইল ফোনের জন্য নিজে নিজে কিছু করার চেষ্টা করলাম। যদিও সহজ পদ্ধতি বা হয়তো আপনারা অনেকে জানেন তারপরও দেওয়া হল।

প্রথমে আপনার যে ফেসবুক আইডি ডিলেট করবেন সে আইডি টি login করুন। সাধারনত পেজের নিচে কয়েকটি অপশন থাকে তার ভিতর (Help) অপশনটি বাছাই করতে হবে। সেখানে অনেক গুলো Help তালিকা সহ একটা search box থাকবে ঐ search box এ 'delete account' লিখে search দিন। নিচে 'Delete Account' একটা অপশন আসবে, এখানে অনেকগুলো লেখা আসবে তার ভিতর দুটি লিংক থাকবে ১ম টি ’download a copy...’ আর ২য় টি 'let us know'। এখন আপনি ২য় ’let us know’ লিংকটিতে প্রবেশ করলেই একটি পেজ আসবে ও password চাইবে। password দিয়ে submit করলেই আপনার ফেসবুক আইডি ডিলেট হয়ে যাবে।

বি:দ্র: আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট হতে ১৪ দিন সময় নিবে। এ ১৪ দিনের ভিতর আপনি লগইন করে আপনার আইডি ফিরে পেতে পারেন। আর ফিরে পেতে না চাইলে আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। ১৪ দিন পরে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে।

 

সবার সুস্বাস্থ্য আর শুভকামনা দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Level New

আমি ইউসুফ ইউনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লিখেছেন।যারা এই পোস্ট পড়ে বুজতে পারেন নি তারা নিচের পোস্ট পড়তে পারেন।সহজে বোঝানো হয়েছে স্কিনশটসহ
ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করুন খুব সহজে মোবাইল ফোন দিয়ে