এবার এক ক্লিকেই ডিলিট করুন ফেসবুকের সব মেসেজ

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। জ্বি আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।

এক নজরে আমার লেটেস্ট টিউন গুলো দেখতে পারেন  🙂

এক ক্লিকে আনফ্রেন্ড করুন আপনার ফেসবুকের সকল ফেন্ড কে

ইউটিউব ভিডিওর ট্যাগ বের করুন খুব সহজে

ফেসবুক অটোলাইক,টিউমেন্ট ও ফলোয়ার ব্যবহারের ঝুঁকি। (অটোলাইকাররা অবশ্যই দেখবেন)

খুব সহজেই আপনার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল এড করুন

আপনার ব্লগার ব্লগে ইউটিউব ভিডিও প্লেয়ার এড করুন খুব সহজেই

আজকের ফেসবুক টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে এক ক্লিকে ফেসবুক একাউন্টের সব মেসেজ ডিলিট করা যায়।

তাও আবার শুধু মাত্র একটা এক্সটেনশান এর মাধ্যমে।

এই এক্সটেনশান টি  শুধু মজিল্লা ফায়ারফক্স এবং  গূগোল ক্রমে কাজ করবে। তাহলে শুরু করা যাক।

প্রথমে নিচের লিংক হতে আপনার ওয়েব ব্রাউজার অনুযায়ী এক্সটেনশান টি ডাউনলোড করে ব্রাউজারে ইন্সটল করে নিন।

অথবা

ব্রাউজারে  ইন্সটল করার পর আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন। এখন এক্সটেনশান টি তে ক্লিক করুন। (নিচের ছবি তে দেখতে পারেন)

 

 

এক্সটেনশান এ ক্লিক করার পর আপনার মেসেজ গুলো লোড হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর ডিলিট করার জন্য  কনফার্ম  করুন।

 

এবার দেখুন ম্যাজিক  :mrgreen:  ২০ থেকে ২৫ সেকেন্ডের মধ্যেই আপনার সব মেসেজ ডিলিট হয়ে যাবে।

এই ২০ সেকেন্ড আপনি নাকে তেল ঘুমান।  :mrgreen:   :mrgreen:

 

ভাল লাগা গ্যারেন্টেড  😆

 

ধন্যবাদ সবাইকে। ফেসবুকের সব লেটেস্ট টিপস এবং ট্রিক্স পেতে  ঘুরে আসতে পারেন আমার  আমার সাদামাটা ব্লগ  থেকে।

ফেবুতে  , টুইটার,  ইন্সট্রাগ্রামে  আমি।

Level 0

আমি Rakibul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস