রেজার খোলা চিঠি…আবেগ, অনুভুতি আর ফেলে আসা মধুর স্মৃতি

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি৷ কেমন আছেন সবাই। টেকটিউনসের এই সুদীর্ঘ পথ চলার সাথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা রাখি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারব ইনশ-আল্লাহ। কারন এমন কিছু টিউনার আছে আমার মনে হয় যাদের জন্ম হয়েছে শুধুমাত্র মানুষের উপকার করার জন্য। কৃতজ্ঞ সেইসব মানুষ সাদা মনের মানুষদের কাছে।

টেকটিউনসের প্রতি কৃতজ্ঞতার কথা লিখে শেষ করা যাবে না... আমার প্রত্যহিক জীবনের পথ চলার সাথে টেকটিউনেস অবদান অপরিসীম।

করুণা করেও হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।
- মহাদেব সাহা

প্রযুক্তি আমাদের জীবনকে করেছে সহজ ও গতিময়, বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের মোটোয়...। তত্ব্য প্রযুক্তির এই যুগে আমারা নিমিষেই পেয়ে যাচ্ছি খবরা খবর...। মোবাইল ফোনতো জীবনের ধারাটাকেই বদলে দিয়েছে...

কিন্তু একবার ও ভেবে দেখেছেন কি অতীতের সেই সব দিনের মধুর দিনগুলোর কথা, যখন আমাদের হাতে ছিল না ফোন, ইনটারনেট ...। তখন কি আমাদের জীবন থেমে ছিল ? না, জীবন কখনো থেমে থাকে না...। তখন আমাদের অনুভুতি  ছিল আবেগময়। প্রবাসে থাকা মায়ের একমাত্র ছেলের একটি চিঠির মূল্যযে অনেক বেশি। একটি চিঠির অপেক্ষায় দিনের পর দিন প্রহর গোন্তো মমতা ময়ী মা...কখন ডাকপিওয়ন আসবে, কখন বলবে আপনার ছেলের চিঠি এসেছে...। এই একটি চিঠির মধ্যে যে কতনা আবেগ,ভালবাসা জড়িয়ে থাকতো, তা কি আপনি এখন একটি এসএমএস এর মধ্যে পাবেন ? হলফ করে বলতে পারি পাবেন না।

একজন প্রেমিকার কাছে প্রেমিকের চিঠি মূল্য হাজার এসএমএস বা মেইল দিয়েও দিতে পারবেন না, জীবনের প্রথম চিঠির মূল্যর কথা নাই বা বললাম...

এখন মূলকথায় আসি। মূলকথা হলো, চিঠি লেখাকে বাঁচিয়ে রাখতে হবে। একটা ছোট গোষ্ঠীর মাঝে হলেও চিঠি লেখাকে বাঁচিয়ে রাখতে হবে। এই কয়েকজনার মঝেই চিঠির আদানপ্রদান হোক, তবু চিঠি বেঁচে থাক। একদিন হয়ত এদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে চিঠি লিখবে প্রেমিক-প্রেমিকাকে সারারাত ফোনালাপের পরও, মাকে চিঠি লিখবে আদরের ছেলেটি, অকারণেই লিখুক। সাহিত্য কিংবা বেঁচে থাকার কোন কারণ লাগে না।

আর এই প্রয়াসে আমি ফেইসবুকে একটি পেইজ খুলেছি যেখানে আপলোড করা হবে আমার হাতে আপনার হাতে থাকা পুরনো সব চিঠি।

যা করতে হবে আপনাকে -

> প্রথমে আপনাকে পেইজ এ লাইক করতে হবে।

> আপনার হাতে যদি পরনো কোন চিঠি থাকে (প্রকাশ করার মত) তাহলে আমাকে ইন-বক্স করে দিতে পারেন, আমি রিভিও করে প্রকাশ করার মত হলে  তা পেইজ এ প্রকাশ করবো। অথবা নতুন করে কোন চিঠি লিখলে (অবশ্যয় মার্জিত ভাষায়)

>পেইজ এর প্রচারের জন্য প্রতিটি টিউন বারবার শেয়ার করতে হবে।

> ফ্রেন্ডলিষ্টের সবাইকে ফেইজ এ আমন্ত্রন জানাতে হবে।

রেজার খোলা চিঠি

আশা করি আমার এই উদ্যেগের সাথে আপনাদের সবাইকে পাশে পাব ইনশ-আল্লাহ

ফেইসবুকে আমি

আমার ফেন পেজ

আগের টিউন

      আগামীতে আপনারা যদি চান তাহলে অনলাইনে আয়ের(সহজ ও কম সময়ে কি ভাবে আয় করা যায়) উপর ধারাবাহিক টিউন করতেপারি।

ভাল থাকুন, সুখে থাকুন, নিজের ভূবনে নিজের মত করে থাকুন।

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা কোনো টিউন হইলো??