✔✔এবার নিজে নিজে Facebook Name Verify খুলে পেলুনে।☻

আস্সালামুআলাইকুম, 

বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুপ্রিয় টিউনবাসী সবাইকে আমার আন্তরিক প্রীতি,সম্মান,শুভেচ্ছাও ভালোবাস জ্ঞাপন করছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।  টেকটিউনস আবার নিয়ে এলাম ফেবু নাম ভ্যারিফাই কিভাবে করবে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টিউনি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লেখা।

 

 🙂 Name Verification:::

নাম ভেরিফাই দুইভাবে হয়ে থাকে>> নরমালী যেটা হয়, যদি দেখেন যে আপনার আইডি লগ আউট হয়ে গেছে আবার লগিন করতে গিয়ে দেখবেন নতুন নাম আপডেট দেওয়ার জন্য বলবে সেখানে শুধু মাত্র ৩ টা ঘর আসবে First name>>Middle name>>Last name তাহলে আপনি এই তিনটা ঘর পূরণ করলে আপনার শখের আইডি ফেরত পাবেন,

তয় শর্ত আপনার আইডির আগের যে নাম ছিলো সেটা যদি আবার দেন তাহলে আপনার আইডি লক হয়ে যাবে যা এরপর কার্ড  সাবমিট করা ছাড়া খুলবেনা  তাই এইরকম ৩ টা ঘর আসলে নামটা পরিবর্তন করে আরেকটা দিবেন বা আগে যেমন ছিলো তেমন দিলেও হবে শুধু একটা Letter পরিবর্তন করে দিলে হবে।

দ্বিতীয় সিস্টেম>>
এইটা একটু কঠিন যেটার সমস্যায় অনেকে ভুগতেছেন>> আপনার আইডি লগিন করলে দেখা যাবে যে আপনার নাম আপডেট দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেখানে ৩ টা ঘর ছাড়া এক্সট্রা একটা অপশন থাকবে সেটা হচ্ছে আইডি কার্ড আপলোড দেওয়ার জন্য, আর এইটা এমন একটা সমস্যা যে আইডি কার্ড যদি ফেইসবুক কর্তৃপক্ষের কাছে রিয়েল মনে না হয় তাহলে আপনার আইডি ব্যাক দিবেনা।

তাই এই সিস্টেম এ আইডি কার্ড আপলোড দিতে হবে এবং গ্রুহনযোগ্য হতে হবে।তাই নাম ভেরিফাই খোলার জন্য আপনারা ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইবিং লাইন্সে, এই তিনটা কার্ড ব্যবহার করতে পারেন তয় সবচেয়ে বেশী কাজ করে Passport। যদি আপনার ফেবুর নামের সাথে ন্যাশনাল কার্ড বা পাসপোর্টের মিল না থাকে তাহলে ঐগুলোর একটাকে ফটোশপ দিয়ে এডিট করে আইডির নামে বানিয়ে সাবমিট দিবেন আশা করি ৩ দিনের মধ্যে আইডি ব্যাক পাবে, কিছু আইডি আসতে সময় লাগতে পারে তাই ধৈর্য্য ধরুন।

কোন প্রকার প্রশ্ন থাকলে টিউমেন্ট বক্সে জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে।

ফেইসবুকে আমি 

Level 0

আমি Zia Uddin Bablu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am verry simple


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরতন বিষয়

আমার আইডিও (আপনি তুমি এবং তুই) ফেবু লক করেছিলো নাম ভেরিফাই করার জন্য ,অবশ্য ৭ দিন সময় দিয়েছিলো । ডিএকটিভ করে রাখছিলাম, আর চায় নাই, এরপরে হঠাত করেই একেবারে লক করে দিছে , ৩/৪ বার ভুয়া আইডি বানায়া দিছিলাম, কাজ হয় নাই। পরে কাজিনের রিয়েল আইডি সাবমিট করেছি, সাথে সাথে লক খুলে ফটোভেরিফাই দিছে, ফটোভেরিকরে এখন আইডি মুক্ত। কিন্তু এখন কাজিনের নামে চালাইতে হইতাছে, 🙁

    ফেইক কার্ড বানালে হতো সেই নামে

Good job……..

It’s really tough to find someone on Facebook. Because Facebook is used by 1.44 billion people around the world. It’s really a big number. There has so many people with similar named. And it is almost impossible to find someone by name. Use Facebook People Search.