
আমি যদিও পুরোনো মেম্বার কিন্তু টিউন করার তেমন সময় পাইনা তাই করা হয় না। বহুদিন থেকে এই টিউনটা করব ভাবছিলাম। আজ লিখতে বসেই গেলাম।
আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি আমাদের সবা্রি কমবেশি ফেসবুক পেজ আছে কিন্তু ফেসবুজ পেজের এডমিন পেনেন কন্টোল করতে পারি না। তাই আজ আপনাদের এডমিন পেনেল কন্টোল তথা: এডমিন এড এডিট এবং রিমোভ করা শিখাবে।
চলুন শুরুকরি,
প্রথমেই আপনার ফেসবুক প্রোপা্ইলে প্রবেশ করুন:
তারপর উপরে লেখা Pages এ ক্লিক করুন:

যে পেজের এডমিন পেনেলে যাবেন সেটিতে ক্লক করুন:

এবার More এ ক্লিক করুন:

এখন Edit Settings এ ক্লিক করুন:

নিচের Page Roles এ ক্লিক করুন:

+ চিহ্ন দেওয়া Ad person to page এ ক্লিক করুন:

যাকে এডমিন বা এডিটর বা এনালিটিক বা এডবাইসর বানাতে চান তার নাম লিখেসার্চ দিন। সে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে।

তারপর Set as Admin এ ক্লিক করুন: এবার পাসওয়ার্ড চাইবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিন:

এবার সেই লোকটার ছবি সহ তার এডমিন পাওয়ার লিষ্ট আসবে যে পাওয়ার দিতে চান সেটিতে ক্লিক করে Add দিন।

ব্যাস হয়ে গেল নিউ এডমিন।

এভাবে Edit এ ক্লিক করে আপনি আরো বিস্তারিত কাজ করতে পারবেন। এডমিনদের কন্ট্রোল করতে পারবেন। ডিলিট করতে পারবেন।
আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী টিউনে।
ফেসবুকে আমি: fb.com/sanjitf
আমি সঞ্জিত দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks ,