এবার ফেসবুক দিয়ে ফ্রী যেকোন কিছু ফ্রী-তে আপলোড ও ডাউনলোড করুন।

Thumbnail (1)
Thumbnail
আমরা সবাই জানি যে গ্রামীণফোন, বাংলালিংক আর রবি ফেসবুক ফ্রী করে দিয়েছে। বাংলালিংকে *২২২*১*৪৪# ডায়াল করে ৪ জিবি, *৫০১০# ডায়াল করে গ্রামীণফোনে ১ জিবি আর *৮৪৪৪*০# ডায়াল করে রবিতে ১ জিবি ১ মাস মেয়াদের ফেসবুক প্যাক ফ্রীতে পাবেন। ফেসবুকের সাহায্যে হোয়াটসএপের মতো যেকোন ফাইল শেয়ার করা যায়। তবে শেয়ার করার জন্য এন্ড্রয়েডে ফেসবুক এপ বা ফেসবুক মেসেঞ্জার এপ লাগবে।

যা যা লাগবে-
ES File Explorer
Wasend Pro
Facebook App

যেভাবে শেয়ার করবেন-
১. যদি ফোনে হোয়াটসএপ ইনস্টল করা না থাকে তাহলে মেমোরিকার্ডে এরকম ফোল্ডার তৈরি করুন-
Whatsapp > Media > Whatsapp Video

২. Wasend এপে ঢুকে Add এ গিয়ে যেই ফাইলটা শেয়ার করতে চান সেই ফাইলটা শেয়ার করুন। ফাইলটা যেন ১৫০ মেগাবাইটের বড় না হয়। বড় হলে Droid Splitter and join এপ দিয়ে ফাইলটাকে ভাগ করে সেই ভাগ করা ফাইলগুলো একটার পর একটা আপলোড করতে হবে।

৩. Wasend মিনিমাইজ করে এবার ES File Explorer এ যান। ওখানে গিয়ে নেভিগেশন প্যানেলের হোম বাটনের বাম পাশে যে বাটনটা আছে সেটা টাচ করুন। এরপর স্ক্রিনে কিছু অপশন আসবে। Settings এ যান। Display Settings এ গিয়ে Show hidden files এ টিক করে বেড়িয়ে আসুন। এরপর ES File Explorer এ গিয়ে মেমোরিকার্ডের Wasend ফোল্ডারে গিয়ে .cache ফোল্ডারে গিয়ে দেখুন এক বা একাধিক ভিডিও আছে। সেই ভিডিও / ভিডিওগুলো Cut করে মেমোরিকার্ডের কোন জায়গায় নতুন ফোল্ডার বানিয়ে সেখানে রাখুন।

৪. এবার ফেসবুক এপ বা ফেসবুক মেসেঞ্জারে যেখানে শেয়ার করতে চান সেখানে গিয়ে Video/Images শেয়ার করার অপশনে যান। গ্যালারীতে Wasend লেখা একটা বা কিছু ভিডিও দেখবেন। ভিডিও বা ভিডিওগুলো সিলেক্ট করে আপলোড করুন।

যেভাবে ডাউনলোড করে ডিকোড করবেন-
১. ডাউনলোডের জন্য এপের প্রয়োজন নেই। অপেরা মিনি দিয়ে ফেসবুকে ঢুকে যেখানে ফাইল বা ফাইলগুলো শেয়ার করা হয়েছে সেখানে যান।
২. ভিডিও গুলো একটা একটা করে টাচ করে ডাউনলোড শুরু করুন। অন্য ব্রাউজার দিয়ে করলে ভিডিওগুলো প্লে হবে কিন্তু ডাউনলোড হবেনা। কিন্তু অপেরা মিনিতে ভিডিওর উপর টাচ করলে ডাউনলোড হবে।
৩. ডাউনলোড করা Wasend এর ভিডিওগুলো মেমোরিকার্ডের Download / download ফোল্ডার থেকে cut করে Whatsapp > Media > Whatsapp Video এই ফোল্ডারে পেস্ট করে নিন।
৪. এবার Wasend এপে যান। এরপর Inbox এ গেলে আপনার ডাউনলোড করা ফাইলটা বা ফাইলগুলোর নাম দেখা যাবে। সেগুলো একেকটা সিঙ্গেল সিঙ্গেল করে ডিকোড করুন। ডিকোড করা ফাইলগুলো মেমোরিকার্ডের Wasend ফোল্ডারে পাবেন।
সএ:ITBDSOFT

Level 0

আমি Toriqul Islam Tusher। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

windows 10 lagbe vaia, prai 4gb, oto net to nai vaia, kono poth ase kina bolun evabe ki windows 10 ta apni dite parben?

ধন্যবাদ শেয়ার করার জন্য

প্রিয়তে রাখলাম ।কাজে লাগবে ।আপনাকে ধন্যবাদ 🙂

Level 2

আরে ভাই বাংলালিংক এ ১সিমে ২বার পাবে । জানেন না?