ফেসবুকের ফটো ভেরিফাই থেকে চিরমুক্তি নিন – leave from fb photo verify

আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহর অশেষ
রহমতে ভাল আছেন সবাই।

আজ আপনাদের কাছে হাজির হয়েছি অসাধারণ ১টি ট্রিকস
নিয়ে। যা অনুসরণ করলে আপনার ফেসবুক আইডি
ইনশাআল্লাহ আর কোন দিন ফটো ভেরিফিকেশন চাইবেনা।
তো চলুন আর কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।

শর্ত সমূহ

১. আপনার আইডিটি নতুন হতে হবে, অথবা ফ্রেন্ডলিস্ট এ কোন ফ্রেন্ড থাকা যাবেনা।

২. আপনার আইডিতে ব্যবহৃত জন্ম তারিখ এবং সাল মনে রাখতে হবে।

৩. আইডি যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন, তাহলে ঐ নাম্বারে মেসেজ আসবে, তাই ঐ নাম্বারটি খোলা থাকতে হবে।

৪. প্রোফাইল পিকচার থাকতে হবে।[br][br]

মূল কাজ

আমি ধরে নিলাম আপনার আইডিটি নতুন। এবং আপনার
ফ্রেন্ডলিস্ট এ কেউ নেই, কোন ফ্রেন্ড রিকোয়েস্ট ও নেই।

এখন আপনি আপনার প্রোফাইল পিকচার এ যান, এবং
নিচের লিংকটি কপি করে আপনার প্রোফাইল পিকচার এ
টিউমেন্ট করুন লিংকটি শেয়ার করার আগে জানিয়ে রাখি, এটি ১টি
ব্লকড লিংক, যা আপনার প্রোফাইল পিকচারে টিউমেন্ট করার
সাথে সাথে আপনার ফেসবুক আইডিটি লকড হয়ে যাবে।

টেনশন করার দরকার নেই, আপনি আপনার জন্ম তারিখ ও
সাল দিয়েই আপনার আইডিটি পুনরায় সক্রিয় করতে
পারবেন। যদি ফোন নম্বর দিয়ে আইডি খুলে থাকেন তাহলে
ফোনে ভেরিফিকেশন কোড আসবে তা দিয়ে আইডিটি
আনলক করতে পারবেন।

http://34255353309

উপরের লিংকটি আপনার প্রোফাইল পিকচার টিউমেন্ট এ
টিউন করার আগে মনে রাখবেন যেন ফ্রেন্ডলিস্ট এ কোন
ফ্রেন্ড না থাকে।

ফেসবুক ফটো ভেরিফিকেশন

এখন তাহলে টিউমেন্ট বক্সে লিংকটি লিখুন & Post এ ক্লিক
করুন। তাহলে অটোমেটিক লগ আউট হয়ে যাবেন এবং
পরবর্তিতে লগিন করলে আইডি লকড দেখাবে এবং আইডিটি
ভেরিফাই করতে বলবে।

নির্দিষ্ট বক্সে কোড লিখে পরবর্তি স্টেপ এ যান। এখন,
যদি আপনি নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি খুলে
থাকেন তাহলে আপনার নাম্বার এ ভেরিফিকেশন কোড
যাবে, ঐ কোডটি নির্দিষ্ট বক্সে লিখে ওকে দিলেই
আপনার আইডিটি ভেরিফাই হয়ে যাবে।

আর যদি ইমেইল দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন তাহলে,
ভেরিফাই করতে আপনার জন্ম তারিখ ও সাল চাইবে। তথ্য
গুলো নির্দিষ্ট স্থানে বাসিয়ে ওকে ক্লিক করলেই
আইডিটি ভেরিফাই হয়ে যাবে।

এরপর থেকে আপনার আইডি আর কোন দিন ফটো
ভেরিফিকেশন চাইবেনা ইনশাআল্লাহ। বিশ্বাস না হলে ঐ
লিংকটি আবারও লিখুন আপনার প্রোফাইল পিকচারের
টিউমেন্ট এ, দেখবেন আর ভেরিফিকেশন চাচ্ছেনা।

এই ট্রিকসটি আশাকরি সবার উপকারে আসবে। কোন
সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।

ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা টিউমেন্টে বলবেন

আমার সাইট </a
ধন্যবাদ

Level New

আমি ইকবাল সিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রেন্ডস থাকলে কি সমস্যা হবে?

সিস্টেম টা জানা ছিল ।তবুও ধন্যবাদ

Level New

eta korleo chaibe……fb r ager moto nai….

ফটো ভেরিফাই করতে বলে কেন কেউ কি জানেন? জানলে আমাকে বলেন প্লিজ, আমার অনেক ফ্রেন্ড আছে যাদের ৪-৫বসরে একবারও ভেরিফাই করতে হয়নাই, কিন্তু আমার আইডি টা মনে হয় ৫-৬ বার করে ফেলেছি, প্লিজ এইটা হয় কেন কেউ জানলে বল আমাকে

Level 0

আমার ফেসবুক অ্যাকাউন্ট ২ বার ফটো ভেরিফিকেশন চেয়েছে। আমার ফ্রেন্ড লিস্ট এ ১২০+ ফ্রেন্ড আছে। সবাই পরিচিত তাই ছবি দেখে চিন্তে পেরেছি এবং ভেরিফাই করেছি। সুতরাং ১ বার ভেরিফাই করলেও আবার ভেরিফিকেশন চাইতে পারে।

I tested this some days ago ,but it did not work as I had to face photo verification then