ফেসবুকে অশ্লীল ভাইরাস না আসার জন্য করনীয় উপায়সমুহ

সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

আশা করি সবাই ভালোই আছেন।আমিও আছি কোনরকমে। যায় হোক,কথা না বাড়িয়ে আসল জায়গাতে আসি।

অনেকেই ইনবক্সে জানিয়েছেন যে ক্লিক করা ছাড়াই তাদের ওয়ালে অশ্লীল সব ভাইরাস আসছে। যাই হোক, এখানে আমি সবাইকে ছোট একটা পরামর্শ দিতে চাই। 
-
ফেসবুকের উপরে একেবারে ডানপাশে যেখানে Log Out করেন তার উপরে Settings-এ ক্লিক করুন।

 এরপর বাম পাশে Timeline and Tagging অপশনে ক্লিক করুন।

এরপর Who can add things to my timeline? অপশনে Who Can post on Your Timeline-এ Only Me সিলেক্ট করুন।

 

   এখন আশা করা যায় আপনি নিরাপদ। 

সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে থাকুন।

বিঃ দ্রঃ লেখার মাঝের ভুল-ত্রুটিগুলো, দয়াকরে ক্ষমার চোখে দেখবেন।

 

প্রথম প্রকাশিত এখানে

আর কোন সমস‍্যা হলে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি  A B Aman Bappy

সময় পেলে আমার ব্লগটা দয়াকরে একটু ঘুরে দেখেন।

টিউনটা পাবলিশ করতে গিয়ে দেখি টিউনটা পাবলিশ হচ্ছে না।লেখা দেখায় - টিউনের বিষয়বস্তু খুব অল্প (টিউনের বিষয়বস্তু কমপক্ষে 200 শব্দের হতে হবে, টিউনটিতে আছে _ টি)। তাই শেষের অংশটুকু ২ বার দিলাম। 🙁

প্রথম প্রকাশিত এখানে

আর কোন সমস‍্যা হলে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি  A B Aman Bappy

সময় পেলে আমার ব্লগটা দয়াকরে একটু ঘুরে দেখেন।

Level 0

আমি আব্দুল্লাহ বিন আমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে নিজে বলা টা ঠিক হবে না। তাই বললাম না।। :P :P :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা আমার কাজে লাগলো, ধন্যবাদ শেয়ার করার জন্য

ফেসবুক ব্যবহারে অনেক সচেতন হওয়া উচিত।

অনেক অনেক ধন্যবাদ উপকারি টিউনের জন্য
এই কারণে একবার আমার গুরুত্বপূর্ণ ফেইসবুক আইডি পার্মানেন্টলি ডিএকটিভেট করতে হয়েছিল 😀 😀

ভাই আমার আইডি টা প্রায় সময় ফটো ভেরিফাই করতে বলে, ২বার জাপানী ip ব্যাবহার করে ঠিক করেছি, এখন আর জাপানী ip দিলেও ফটো ভেরিফাই করতে বলে, ট্রাস্ট ফ্রেন্ড দেওয়া আছে ৫জন, তার পরেও কয়েক বার ফটো ভেরিফাই করলাম, এইটা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে কি যেইটা ১০০% কাজ করবে, প্লিজ জানা থাকলে বইলেন