নিয়ে নিন কিছুক্ষণ পর পর ফেসবুক থেকে লগ আউট হওয়ার সমাধান

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কিছু দিন যাবৎ অনেকে এই সমস্যা নিয়ে টিউন করতেছে এবং আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যত ভাইয়েরা আছে তারা আমার কাছ থেকে সমাধান জানতে চাইল, আমি ভাবছিলাম এটার সমাধান হয়ে গেছে মনে হয়। কিন্তু খোজ নিয়ে দেখলাম এখনও হয় নি। এখানে আমার আগে কেহ টিউন করেছে কিনা যানি না। যদি করে থাকে তবে তার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম। এবার আসি মূল পর্বে।

অনেকেরই একটা সমস্যা হচ্ছে যে, ফেসবুক থেকে কিছুক্ষণ পর পর নাকি নিজে নিজে লগ আউট হয়ে যাচ্ছে। আবার অনেকে ভয় করতেছে যেন সাধের আইডি টা নষ্ট না হয়ে যায়।

নিচের স্টেপগুলো ফলো করুন আশা করি আর এ সমস্যা হবে নাঃ

## প্রথমে আপনার আইডিতে লগ ইন করে সেটিং এ গিয়ে সিকুরিটি থেকে Recognized Devices ও Active Sessions সবগুলো রিমুভ করে দিন।

## তারপর সেটিং আবার গিয়ে এপস অপশন থেকে সব এপস রিমুব করে। এবার আপনার ব্রাউজারের সেটিং অপশন থেকে প্রভাইসিতে গিয়ে   history, cookies অল ডিলিট করে দেন।

এবার ফেসবুকে লগ ইন করে আরামসে চালান। দেখুন আর লগ আউট হবে না। আর যদি তারপরেও ঠিক না হয় তবে আপনার ইন্টারনেট ব্রাউজারটি আপডেট দিয়ে নিন। অথবা mbasic. facebook.com এই এড্রেসে গিয়ে ফেসবুকে লগ ইন করে নির্ভয়ে চালাতে পারেন।

 

এই সমস্যাটি মুলত ওপেরা ব্রাউজার ইউজারদের হচ্ছে। ভয়ের কিছু নাই। ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।

ফেসবুক সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি ফেসবুকে

Level 1

আমি মোঃ সাদাব মুনতাসির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমার একবারও হয়নি

এই টিউন টিই খুজছিলাম আমি, ধন্যবাদ আপনাকে

আমি তো ফেসবুকে দেখলাম জৈনেক ভদ্রলোক নাকি কোন ‘বিশ্বস্ত সূত্র’ থেকে জানতে পেরেছেন, এটা নাকি হ্যাকারদের কাজ! আইডি হ্যাক হয়ে যেতে পারে!

লেখার জন্য ধন্যবাদ

ভাই আমার আইডি টা প্রায় সময় ফটো ভেরিফাই করতে বলে, ২বার জাপানী ip ব্যাবহার করে ঠিক করেছি, এখন আর জাপানী ip দিলেও ফটো ভেরিফাই করতে বলে, ট্রাস্ট ফ্রেন্ড দেওয়া আছে ৫জন, তার পরেও কয়েক বার ফটো ভেরিফাই করলাম, এইটা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে কি যেইটা ১০০% কাজ করবে, প্লিজ জানা থাকলে বইলেন