জেনে নিন ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়। :)

বিসমিল্লাহি রহমানির রাহিম।

আসসালামুআলাইকুম। আশা করি প্রিয় ভাইয়েরা আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ্‌র রহমতে ভালো আছি।আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই টিউন।।এটা আমার TT  তে ২য় লেখা। তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

 

কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে ‘মিউচুয়াল ফ্রেন্ডস’-দের তালিকা। তার মানে আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা আপনার কাছ থেকে আড়াল করে রেখেছেন। তবে এখন চাইলেই আপনি আপনার `ফেসবুক ফ্রেন্ড’র বন্ধুদের সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। যারা আপনার বন্ধুর তালিকায় নেই তাদের সঙ্গে কারা বন্ধুত্ব করেছেন ফেসবুকে সেটাও চলে আসতে পারে আপনার নখদর্পনে।

কিভাবে করবেন:
সম্প্রতি ‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) নামে একটি বিনামূল্যের ক্রোম এক্সটেনশন নিয়ে এসেছে গুগল। যেটি আপনাকে জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা বন্ধুদের তালিকা।

‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) এর ক্রোম এক্সটেনশন "Link."

বন্ধু তালিকা জানতে প্রথমে চলে যান গুগল ক্রোমের ওয়েব স্টোরে। ইনস্টল করুন Facebook Friends Mapper extension। যে বন্ধুর গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন। এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন `Reveal Friends` অপশনটি।

এবার ক্লিক করুন তাতে। ব্যাস, বন্ধুর গোপন করা ফ্রেন্ড লিস্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায় না থাকলেও কিছু যাবে আসবে না।

তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই হবে। সম্প্রতি এসেছে এই অপশনটি। ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়ার আগেই আপনি একবার পরখ করে দেখতে পারেন।

 

** এই ধরনের টিউন আগেও প্রকাশিত হতে পারে। সেজন্য দুঃখিত **

আর কোন সমস‍্যা হলে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি  A B Aman Bappy

Level 0

আমি আব্দুল্লাহ বিন আমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে নিজে বলা টা ঠিক হবে না। তাই বললাম না।। :P :P :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রেন্ডস ট্যাব কথায় ??? আর `Reveal Friends` অপশনটিই বা কথায় ?? খুঁজে পাচ্ছি না ত 🙁

    @ আমিতাভ ভাই, Facebook Friends Mapper- এর ক্রোম এক্সটেনশন টা ইন্সটল করেছেন?? না করলে লিঙ্কে গিয়ে ক্রোম এক্সটেনশনটি দিন।এরপর যার ফ্রেন্ডলিস্ট দেখতে চান, তার প্রোফাইল এ যান। এবার দেখুন friends option এর পাশে “(Reveal Friends)” এই রকম লেখা আছে।এবার (Reveal Friends) এ ক্লিক করুন আর মজা নিতে থাকুন।। 🙂 😀 😛

    লুকানো আছে

amr kaj hocche na

@মো আরিফ ভাই, একটু একটু করে বুঝে আগাতে থাকেন। ইনশাল্লাহ পারবেন।। আর তবুও না বুঝলে ০১৭৪০৪০৬৪০১- এই নাম্বারে কল দিয়েন।তবে ভাই, আজাইরা ক্ল/মিসডকল দিবেন না প্লিজ।
ধন্যবাদ 🙂

dhonnobad share korar jonno..

Vai click korla kisu to hoi na ?

ভাই আমার আইডি টা প্রায় সময় ফটো ভেরিফাই করতে বলে, ২বার জাপানী ip ব্যাবহার করে ঠিক করেছি, এখন আর জাপানী ip দিলেও ফটো ভেরিফাই করতে বলে, ট্রাস্ট ফ্রেন্ড দেওয়া আছে ৫জন, তার পরেও কয়েক বার ফটো ভেরিফাই করলাম, এইটা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে কি যেইটা ১০০% কাজ করবে, প্লিজ জানা থাকলে বইলেন

vhai kaj hoy na