ফেসবুকের নতুন ফটো শেয়ারিং অ্যাপস “Moments”

হ্যালো টেকটিউনস কমিউনিটি, প্রথমেই পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেকটিউনস এ আমার ১৫ তম টিউন।

আপনি কি সেলফি তোলার সাথে
সাথে ফেসবুকে আপলোড মারেন?
অথবা সোশ্যাল মিডিয়াতে
নিজের ও বন্ধুদের ছবি
আপলোড করতে ভালো লাগে।
আপনাদের মতো ছবি পোকাদের জন্য ফেসবুক নিয়ে আসলো
নতুন একটি অ্যাপস “Moments”

ফেসবুকে ছবি আপলোডে একটু
ঝামেলা আছে। সেটি হল আপনি
নিজের টাইমলাইনে ছবি
আপলোড করেন এবং সেটি
কিছুদিন পড়ে পুরনো হয়ে যায়
এবং সবার চোখের আড়ালে চলে যায়।

Moments আপনাকে এই সমস্যা
থেকে চিরতরে মুক্তি দিবে।
আপনি নিজের ইচ্ছা মতো ছবি
আপলোড করবেন। আর সে
নিজেই ফেস রিকনজেসনের
মাধমে আপনার বদ্ধুকে চিনে নিবে। শেয়ার বা ভিউ করবে তার
লিস্টে থাকা বন্ধুদের সাথে।

এছাড়াও Moments আপনার
ফটো গ্যালারি সার্চ করবে এবং
সেখান থাকা সকল ছবি সিন্স
করে রাখবে। সর্বোপরি ট্যাগ
মারার মতো বিরক্তিকর
ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। আর আর আপনার ফটো
গ্যালারি ম্যনেজ করার জন্য
এখন ফেসবুক একাই যথেষ্ট।

অ্যাপসটি সম্পর্কে আরও
বিস্তারিত জানতে দেখতে
পারেন এই ছোট্ট ভিডিওটি-

নতুন অ্যাপটি গত ১৫তারিক
ইউএসতে মুক্তি পেয়েছে। এবং
আগামী কিছুদিনের ভেতরে
প্রায় সব দেশের জন্যই উন্মুক্ত
করা হবে।

আপনাদের মতো আমি নিজেও
অপেক্ষা করছি নতুন Moments
এর জন্য। আর জেহুতু ফেসবুক
অ্যাপসটি নিয়ে এসেছে, সেহুতু
এটি দুর্দান্ত কিছুই হবে এটা
আমরা সবাই জানি।

আজ এ পর্যন্তই।সবাই ভালো থাকবেন।খোদা হাফেজ।

Level 2

আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস