ফেইসবুক এর ব্লু টিক মার্ক ভেরিফিকেশন এর কিছু কথা

ফেইসবুক ব্লু টিক মার্ক ভেরিফিকেশন নিয়ে আসল কথা জেনে নেওয়া ভাল। আমি আগে অন্ধকারে ছিলাম, আসেন কিছু কথা জানি।

ফেইসবুক এর ভেরিফিকেশন বলতে অনেকে ব্লু টিক মার্ক কে বুঝান। আসলে ফেইসবুক আপনার একাউন্ট ভেরিফাই করেই আপনার ইউজার আইডি দেয়। ইমেইল আর মোবাইল নাম্বার ভেরিফিকেশন সবার ক্ষেত্রেই করা লাগে। কিন্তু ছবি আর আইডি দিয়ে ভেরিফাই করা দরকার হয় না। আপনি চাইলে আমার মত ছবি আর আইডি দিয়ে ও ভেরিফাই করতে পারেন। এর মাধ্যমে আপনি কিন্তু ব্লু টিক মার্ক পাবেন না।নিচের লিঙ্ক এ আমার লেখা পড়ে নিন।

https://www.techtunes.io/facebook/tune-id/355752

মূল প্যাঁচালঃ

১। ফেইসবুক ভেরিফাইড পেইজ / প্রোফাইল /ব্লু মার্ক ভেরিফিকেশনঃ

গুগুল এ হাজার ও বিদ্যা আছে, চেষ্টা করতে পারেন, কাজ হলে আমাকে জানাবেন। কিন্তু আমার কাজ হয় নাই। তাই যতক্ষণ আমি সফল হতে পারছি না, কোন বিদ্যা শেয়ার করব না। আগে নিজে চেষ্টা করি, অন্যের সময় নষ্ট করে কি লাভ।

তবে কিছু কথা জেনে নি। ফেইসবুক এরকম কথা ই বলে, আমি অপেক্ষায় আছি, দেখি এগুলো কতটা সত্য।

  • আপনার ফেইসবুক একাউন্ট অথবা পেইজ টি Public Figure or Celebrity or Global Brand or Business -এসব ক্যাটাগরি তে ওপেন করুন।
  • আপনি নাম করা কোন কোম্পানির CEO or CTO or Higher Offical - হলেও একটা চান্স থাকতে পারে।
  • আপনার পেইজ অথবা প্রোফাইল এর এবাউট সেকশন -এ সব ইনফরমেশন সুন্দর ভাবে উপস্থাপন করুন। প্রয়োজন এ কোন ভেরিফাইড পেজ থেকে দেখে নিতে পারেন।
  • যদি অফিসিয়াল ওয়েবসাইট থাকে, তাহলে সেখানে আপনার পেজ এর লিঙ্ক দিয়ে দিন অথবা লাইক বক্স দিতে পারেন।
  • আপনার প্রোফাইল এর ফলোয়ার খুব বেশি না হলে ও চলবে, অথবা খুব বেশি ফ্যান না থাকলে ও চলবে।
  • এবার দুইটা কাজ করতে পারেন, অপেক্ষা অথবা নিজেই মাতব্বরি করে এপ্লাই করা। আমি মাতব্বর, তাই এপ্ললাই করেছি। নিচের লিঙ্ক এ এপ্লাই করতে পারবেন।

https://www.facebook.com/help/contact/1448613808726619

  • অপেক্ষা করুন। কথায় আছে, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আমার হলে মিষ্টি খাওয়াব কথা দিলাম।

আজাইরা প্যাঁচালঃ

সবাইকে আমার প্রথম টিউনটা  পড়ার জন্য ধন্যবাদ। আমি অনেক গর্বিত, টেকটিউনস এর একজন সামান্য মেম্বার হতে পেরে।যারা আমার টিউন এ টিউনমেন্ট করেছেন তাদেরকে ধন্ন্যবাদ, তাদের জন্য লেখা থাকবে খুব শিগ্রি।

আমার ফেইসবুক পেইজ এ লাইক দিন যদি টিউনটা ভাল লাগে।

https://www.facebook.com/mohammad.akteruzzaman.official

Level New

আমি মোহাম্মদ আক্তারুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello everyone, I am Mohammad Akteruzzaman born in Noakhali, Bangladesh. I am a Telecom professional and citizen of the Peoples Republic of Bangladesh. I am Responsible | Creative | Innovative | Sharing.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ share করার জন্য।

ধন্যবাদ। এরকম একটি পোষ্ট খুঁজছিলাম। অবশ্যই আপডেট জানাবেন।