ফেইসবুকে আপনার নাম পরিবর্তন করুন যে কোন সময়

আপনার ফেইসবুক আইডি ওপেন করার সময় আপনি যে নামটি ব্যবহার করেছেন সেটি যদি ভুল হয়ে থাকে তাহলে কি করবেন ভাবছেন!!

যে কোন সময় সেটা শুধরে নিন। তবে মনে রাখবেন, আপনার নাম যেন ভেরিফিকেশন করা যায়।

            - এ লিঙ্ক এ ক্লিক করুন।
ধাপ ২।  যে পেইজটি ওপেন হল, সেখানে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখুন।
            সতর্কতা ঃঅবশ্যই আপনার যে নাম টি ব্যবহার করবেন তা ভেরিফাই করা নিশ্ছিত করুন।
ধাপ ৩। নাম পরিবর্তন এর কারন উল্ল্যেখ করুন।
ধাপ ৪। আপনার ফটো আইডি, যাতে আপনার আবেদন করা নাম উল্ল্যেখ আছে, সেটি আপলোড করুন। যে সকল আইডি ফেইসবুক আমলে নিবে সেগুলো এই পেইজে ই দেওয়া আছে।
ধাপ ৫। সেন্ড বাঁটন চাপুন।
ধাপ ৬। অপেক্ষা করুন, ফেইসবুক আপনার সাথে যোগাযোগ করবে খুব শিগ্রই। ফেইসবুক যদি মনে করে আপনি যে ফটো আইডি শেয়ার করেছেন তা প্রমান করে আপনি আপনার আবেদন করা নাম টি পেতে পারেন, তাহলে আপনি সফল।
আমি আমার প্রফাইলের নাম একইভাবে ই পরিবর্তন করেছি। আপনি ও সফল হবেন ইনশাল্লাহ!
এই টিউনটি আমার প্রথম টিউন, আপনাদের মতামত, পরামর্শ, উপদেশ জানান। আর যদি লেখা টি ভাল লাগে ও কাজে লাগে তাহলে প্লিজ লাইক করুন - https://www.facebook.com/mohammad.akteruzzaman.official
আর আপডেটেড থাকুন আমার সাথে।

 

Level New

আমি মোহাম্মদ আক্তারুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello everyone, I am Mohammad Akteruzzaman born in Noakhali, Bangladesh. I am a Telecom professional and citizen of the Peoples Republic of Bangladesh. I am Responsible | Creative | Innovative | Sharing.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এর মাধ্যমে কি আমার প্রোফাইল ভেরিফাই হবে ?? এই ভাবে করলে কি সবুজ টিক মার্ক দেওয়া থাকবে ???

    সুজন ভাই, ধন্যবাদ আপনাকে আপনার কোয়েরির জন্য। হ্যা, এর মাধ্যমে আপনার প্রোফাইল ভেরিফাই হবে, কিন্তু না আপনি কোন সবুজ টিক মার্ক পাবেন না। ফেইসবুক ভেরিফাইড প্রোফাইল অথবা পেইজ পেতে হলে আপনাকে কি করতে হবে তা আমি চেষ্টা করব আমার পরবর্তী টিউনগুলতে তুলে ধরতে। আমি যে কোন জিনিষ শেয়ার করার আগে চেশ্ষ্টা করি নিজে সেটা করে দেখতে, সফল হলে তবেই আপনাদের জানাব। আমার সাথে থাকুন আর থাকুন সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক এর সাথে।

অনেক ধন্যবাদ। কাজে লাগবে।

ইউজারনেম সম্পর্কে কিছু বলতে পারবেন?

আমার ইউজারনেম সেট করাছিল কিন্তু হটাত দেখি ইউজারনেম নেই!
আবার সেটও করতে পারছি না!

age Ami koyek bar ei vabe chng Kore … ekn keno jab I hocce na .

age Ami koyek bar ei vabe chng Korechi … ekn keno jab I hocce na .

Level 0

https://www.techtunes.io/facebook/tune-id/362437
ami ay tune dekhe amr fb name change korsi bt fb r change korte disse na. bolse amr id er sathe information thik nay.
amr 5 yr er old id. shudu ay rokom post er jonno nosto hoye jabe. help me​