এবার ফেসবুক ব্যাবহারে ওয়েবেই নেন মেসেঞ্জারের স্বাদ ।

সুপ্রিয় টেকটিউন কমিউনিটি

আসসালামুআলাইকুম,

অনেক দিন পর টেকটিউনে টিউন করছি । আজকের টিউনে আপনাদের ফেসবুকের ওয়েব মেসেঞ্জারের সাথে পরিচয় করিয়ে দেব।

ফেসবুক সাইটে প্রবেশের জন্য http://www.facebook.com লিঙ্ক ব্যাবহার করতে হয়। আর এইভাবে ব্যবাহারকারীরা ওয়েবের মাধ্যমে ফেসবুকে লগিন করতে পারেন। তবে বর্তমানে ফেসবুক নিয়ে এসেছে শুধু মেসেজ আদানপ্রদানের জন্য একটি সাইট। এটা আমাদের মোবাইলে বা কম্পিউটারে ব্যাবহৃত ফেসবুক মেসেঞ্জারের মত। এ্ই ইটের ঠিকানা https://www.messenger.com।  এর সাথে ওয়েব ফেসবুকের পার্থক্য নিচে দিলাম।

ফেসবুক ওয়েবে:

1. নোটিফিকেশন শো করে।

2. নিউজ ফিড শো করে।

3. মোবইলে মেসেজ অটো শো করে না, রিলোড করলে দেখা যায়।

4. চ্যাটিং বার ছোট করে দেখায়

ফেসবুক মেসেঞ্জারে:

1. নোটিফিকেশন শো করে না।

2. নিউজ ফিড শো করে না।

3. মোবইলে মেসেজ অটো শো করে , রিলোডের প্রয়োজন নেই।

4. চ্যাটিং এরিয়া অসাধারণভাবে প্রদর্শিত হয়।

ফেসবুক মেসেঞ্জারের ব্যাবহার:

প্রথমে এই লিংকে যান - https://www.messenger.com
বি:দ্র: এটা কোন ফিশিং লিংক না, ফেসবুকেরই চ্যাটিং সিস্টেম. তাই নির্ভয়ে যান ।

নিচের মত পেইজ পাবেন-

এবার আপনার আইডি, পাসওয়য়ার্ড দিন এবং লগিনে ক্লিক করুণ।
নিচের মত করূণ-

এবা্র শুরু করে দিন হেপি মেসেঞ্জিং
উপকার হলে কমেন্ট করলে ভূলবেন না.
ধন্যবাদ

Level 0

আমি Tanzidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৭ মিনিটের ব্যবধানে একই পোস্ট করলেন? আমিতো আপনার ৭ মিনিট আগেই এব্যাপারে পোস্ট করলাম। যাক ধন্যবাদ

@ব্লগার মারুফ : আসলে আমি হোমপেইজে না ডুকেই পোষ্ট করেছি ৤ তাই আপনার পোষ্ট খেয়াল করিনি ৤ এই সম্ভাবনাটা হয়তো মিলিয়ন ইন ওয়ানে জায়গা করে নিতে পারে৤ তবে ধন্যবাদ আপনাকে পোষ্টটা করার জন্য

ধন্যবাদ

পোস্ট টা পড়ে ভালো লাগলো…

@ব্লগার মারুফ
&
@Tanzidul Islam
আপনাদের দুই জনকেই ধন্যবাদ।

@সাইফুর রাজা : আপনাকেও ধন্যবাদ

@জামিল খান : আপনাকেও ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য

@কাব্য : আশা করি আরও ভালেঅা পোষ্ট ইপহার দিতে পারব৤

ওয়েব পেইজ দিয়ে মেসেঞ্জ্যার use করে মজা নাই। যদি windows এর জন্য আলাদা soft বানায়তো তাহলে হইতো 🙂