ফেসবুক পেজের নতুন ফিচার! আপনার ফেসবুক পেজে তৈরি করে নিন Call To Action Button [ভিডিও টিউটোরিয়ালসহ]

ফেসবুক পেজে কিছুদিন আগে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে Call To Action Button নামে। এই Call To Action Button আবার কি? খায় নাকি মাথায় দেয়? লাইভ ডেমো হিসেবে দেখে আসুন আমার ফেসবুক ফ্যান পেজ। সেখানে Watch Video নামের একটি অতিরিক্ত বাটন দেখতে পারবেন আপনারা। যা পূর্বে ছিল না। আর এই বাটনে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল -এ নিয়ে যাবে। হুম, এটাই সেই Call To Action Button। এরকম পছন্দের বাটন তৈরি করতে পারেন আপনার ফেসবুক পেজেও। আসলে এটাকে নতুন ফিচার নাকি পুরাতন ফিচার বলব বুঝতে পারছিনা। নেট ঘেটে যা জানলাম তা হলো, আগে এই ফিচার শুধু বিজনেস পেজের জন্য ছিল। এখন এটি সকল ফেসবুক পেজের জন্যই চালু করা হয়েছে। আমি কিছুদিন আগে ফিচারটি হঠাত আমার পেজে দেখতে পেলাম এবং তৈরি করে ফেললাম। জানিনা কবে থেকে ফিচারটি এক্টিভ হয়েছে। অনেকের পেজেই ফিচারটি এক্টিভ হয়েছে। আবার হয়ত অনেকেরই এখনও হয়নি। তবে হয়ে যাবে। তাই ভাবলাম আপনার ফেসবুক পেজের জন্য কিভাবে একটি Call To Action Button তৈরি করা যায় সেটা শেয়ার করে ফেলি। একটি ভিডিও টিউটোরিয়ালও তৈরি করে ফেললাম। তাই সংক্ষেপে Call To Action Button তৈরি করার ধাপগুলো লিখি আর বিস্তারিত তো ভিডিও টিউটোরিয়ালে দেওয়াই আছে!
  • প্রথমে ফেসবুকে লগিন করুন এবং যেই পেজে Call To Action Button তৈরি করতে চান সেই পেজে যান।
  • যদি আপনার পেজে ফিচারটি এক্টিভ হয়ে যায় তবে দেখবেন Create A Call To Action Button নামের একটি অপশন। সেখানে ক্লিক করুন।
  • তারপর বাটনের ধরন সিলেক্ট করুন, বাটনের লিংক হিসেবে ওয়েব সাইটের এড্রেস দিন এবং Create ক্লিক করুন।
  • ব্যাস, আপনার পেজে তৈরি হয়ে যাবে Call To Action Button

বিস্তারিত দেখুন আমার ভিডিও টিউটোরিয়ালে। ফেসবুক পেজে Call To Action Button তৈরি করার বাংলা ভিডিও টিউটোরিয়াল লিংক। মতামত জানাবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ

আমাকে পেতে পারেনঃ বাংলা ব্লগ | ফেসবুক | টুইটার | গুগল প্লাস | ইউটিউব

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস