ফেসবুকে এবার একের ভেতর তিন। একটি অ্যান্ড্রোয়েড অ্যাপস দিয়ে ফেসবুক ব্যবহার করুন তিনটি ভিন্ন স্টাইলে।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

আমরা যখন মোবাইলে কোন ব্রাউজার দিয়ে ফেসবুকে ব্যবহার করি তখন ফেসবুক সয়ংক্রিয় ভাবে মোবাইল সাইটে কনভার্ট হয়ে যায়। আমরা চাইলেই মোবাইলে ডেস্কটপ এর মতো ফেসবুক পেজ দেখতে পাইনা। আবার অনেকেই এখন ফেসবুক জিরো বা ফ্রি ফেসবুকের পাগল (আমি নিজেও একজন) কিন্তু ওপেরা ছাড়া বাকি ব্রাউজার গুলো জিরো ফেসবুকের ফিচারটি দেয় কিনা সন্দেহ আছে। যাহোক, এখন যদি এমন একটা অ্যাপস থাকতো যার সাহায্যে আমরা ফেসবুক ব্রাউজিংয়ের তিনটি পদ্ধতিতেই আমাদের মোবাইলে ফেসবুক ব্রাউজ করতে পারবো তাহলে কেমন হতো?

আপনাদের কথা ভেবেই আজ আমি নিয়ে আসলাম ফেসবুক ব্রাউজিংয়ের ম্যাজিকেল অ্যাপস। যার সাহায্যে অনায়াসেই আপনি মোবাইলে পাবেন ডেস্কটপের স্বাদ। তবে আর দেরী কেন চলুন জেনে নেই কী আছে এতে?

Versions of Facebook: 3 in 1

এক নজরে জেনে নিন এক আছে এতে।

  • ডেস্কটপ ভার্সন ফেসবুক। হুবহু ডেস্কটপ ভার্সনটি কোন প্রকার পরিবর্তন ছাড়ায় ব্যবহার করতে পারবেন।
  • মোবাইল ভার্সন। মোবাইলই যদি ব্যবহার করেন তাহলে মোবাইল ভার্সন কী দরকার? তারপরও এখানে মোবাইল ভার্সনটি ব্যবহার করতে পারবেন।
  • যদি আপনার ফোনে কোন ব্যালান্স না থাকে তাহলে আপনার রয়েছে ফ্রি ভার্সন। কোন প্রকার চার্জ ছাড়ায় আপনি এই অ্যাপস এর মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড

অ্যাপসটি সম্পর্কে তো বিস্তারিত জানলেন। যদি ভালো লেগে থাকে তাহলে ডাউনলোড বাটনে একটা খোঁচা দিয়ে ডাউনলোড করে নিন। সাইজ দেখে চমকে উঠবেন না যেন, জানেন তো ছোট মরিচের ঝাল একটু বেশিই।

Downlaod Versions of Facebook | Size 547KB

ব্রাউজারে ফেসবুকে দেখতে কেমন লাগে এটা আমরা সকলেই জানি। একারনে অহেতুক স্ক্রিন শট দিয়ে টিউনটি বড় করলাম না। টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি লিংক দিতেই তো ভুলে গেছেন !

    @সাহেব বিশ্বাস: আমি আন্তরিক ভাবে দুঃখিত ভুলক্রমে লিংক না দিতে পারার জন্য। আজ টিউনটি করার পর থেকে আমার ইন্টারনেট কানেশনে সমস্যার কারনে আমি টিউমেন্টগুলো দেখতে পারিনি। এই মাত্র আমি জানতে পারলাম। আশা করি আমার এই অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এতো কিছু বললেন কিন্তু লিংকটাই দিলেন না। 😀

    @মেহেদী হাসান আকাশ: আমি আন্তরিক ভাবে দুঃখিত ভুলক্রমে লিংক না দিতে পারার জন্য। আজ টিউনটি করার পর থেকে আমার ইন্টারনেট কানেশনে সমস্যার কারনে আমি টিউমেন্টগুলো দেখতে পারিনি। এই মাত্র আমি জানতে পারলাম। আশা করি আমার এই অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এটা কিছু হইলো। দেওয়ার ইচ্ছা থাকলে সরাসরি দেন। নাইলে খামাখা হয়রানী করেন কেন?

    @মোঃ মাসুদ রানা: আমি আন্তরিক ভাবে দুঃখিত ভুলক্রমে লিংক না দিতে পারার জন্য। আজ টিউনটি করার পর থেকে আমার ইন্টারনেট কানেশনে সমস্যার কারনে আমি টিউমেন্টগুলো দেখতে পারিনি। এই মাত্র আমি জানতে পারলাম। আশা করি আমার এই অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।