ফেসবুক সেফটি চেক আপনিও দেখুন নিরাপদ আছেন কিনা ফেসবুকে, সাথে আপনার বন্ধুদের সম্পর্কেও জেনে নিন

ফেসবুকে নিত্যনতুন ফিচার আসছে প্রতিনিয়ত।

সেইসাথে ফেসবুকে সেফটি নিয়ে অনেকে চিন্তিত। এজন্য এবার আপনি চেক করে নিন আপনার ফেসবুক সেফটি।

সেজন্য চালু করলো ফেসবুক নতুন ফিচার।

কিভাবে কি করবেন-

  • প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।
  • তারপর এই লিঙ্কে প্রবেশ করুন। (এটি ফেসবুক সেফটি চেকার)
  • তারপর কোন কোন বন্ধু আপনাকে সেফটি ভোট করছে। সাথে আপনিও আপনার নিরাপদ ফ্রেন্ডদের সেভ ভোট করুন।
  • আপনার বন্ধুদেরও আপনি নিরাপদ থাকলে সেভ ঘোষণা করতে বলুন।

আশা করি ফিচার দেখলে আরও ভালভাবে বুঝতে পারবেন।

-এভাবে আপডেট নিন  ফেসবুক এই পেজে লাইক দিয়ে, নিত্য-নতুন আপডেট নিন শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক।

আমার ব্লগ (সম্পূর্ণ বাংলায় ব্লগিং টিপস)। 🙂

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ভাল লাগলো।ভাই ফেসবুকে Photos of verifed খুলতে পারি এমন একটা টিউন করেন….না হয় কনো উপায় বলেন……..