যারা ফেসবুক হ্যাকের ভয়ে আছেন, তারা এবার ফেসবুকে দিন এক্সট্রা সিকিউরিটি।

অনেকে এই নিয়ে জানতে চাচ্ছেন কয়েকদিন ধরে।

আসলে শখের ফেসবুক ডায়েরি যদি হ্যাক হয় এটা অনেক কষ্ট ও শ্রম দেয়।

যেকারনে একটু বাড়তি সিকিউরিটি দেওয়া প্রয়োজন আপনার ফেবুতে।

যাইহোক দিয়ে দিন আপনার ফেসবুকে এক্সট্রা সিকিউরিটি। 🙂

কীভাবে করবেন-

  • প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।
  • তারপর আপনার ফেসবুকে Setting অপশনে যান।
  • সেখান থেকে Security তে ক্লিক করুন।
  • দেখবেন নিচের ছবির মত পেজ আসবে।

  • সেখান থেকে Login Approvals এ ক্লিক  করুন।
  • তারপর নিচের ছবির মতো অপশনে টিক চিহ্ন দিন, মানে ওকে করুন।

  • তারপর আপনার ফোন নাম্বার দিন, আগে দেওয়া থাকলে আর দেওয়া লাগবে না।
  • আপনার ফোনে কোড জেনারেট করুন। তারপর সেই কোড আপনার ফেসবুকে দিন।
  • পরবর্তীতে আপনার ফেসবুকে নতুন কোন ব্রাউজার দিয়ে লগইন করতে চাইলে আপনার ফোনে একটি কোড আসবে, সেটা দিয়ে লগইন করতে হবে। অন্যথায় ফেসবুকে লগইন করতে পারবে কেউ।
  • ব্যাস হয়ে গেলো আপনার ফেসবুক নিরাপদ।
  • আরেকটা কথা আপনার ফেসবুকে ২ টি মেইল যোগ করবেন। অযথা অ্যাপে যাবেন না, রিকুয়েস্ট পাঠাবেন না।

কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

ফেসবুকে আমাকে ফলো করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস