[ মেগা পোষ্ট ] আপনার পেশার ধরন অনুযায়ী তৈরি করে নিন অসাধারন ফেসবুক কভার ফটো মাত্র ২ মিনিটে !

আজকের এই পোস্টটি কেন যানি আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে। আরও ভালো লাগছে আপনাদের সবার সাথে আকর্ষণীয় এই পোস্টটি শেয়ার করতে পেরে।

প্রোফেশন অনুযায়ী তৈরি করে নিন আকর্ষণীয় ফেসবুক কভার ফটো ফ্রি !
আপনি কি পেশায় একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা নাকি শিক্ষার্থী? আপনি পেশায় যেটাই হোন না কেন আপনার নিজ নিন পেশার ধরনের সাথে সঙ্গতিপূর্ণ আকর্ষণীয় ফেসবুক কভার ফটো তৈরি করতে চান? অবশ্যই, আজ সেজন্যই ব্লগার মারুফ আপনার সাথে শেয়ার করছে এই আকর্ষণীয় টিউটোরিয়াল। সবচেয়ে আকর্ষণীয় ব্যপার হল আপনার ফেসবুক কভার ফটোতে আপনার নাম আর পেশা লেখা থাকবে। যা আপনার ফেসবুক প্রোফাইলকে অনেক বেশি প্রোফেশনাল করে তুলবে। আর এ সব কিছু করতে আপনাকে সর্বোচ্চ ৫ মিনিট সময় ব্যয় করতে হবে। তো দেরি কেন? আমি নিচে প্রোফেশন এবং ধরন অনুযায়ী কভার ফটো তৈরির লিংক দিয়ে দিচ্ছি। আপনার কাংখিত কভার ফটো লিঙ্কে ক্লিক করুন। তাহলে একটি পেজ আসবে। সেখানে দুইটি ঘর পাবেন। একটি ঘরে আপনার নাম এবং অন্যটিতে আপনার প্রোফেশন বা পেশা লিখে  Generate Cover বাটন ক্লিক করলেই আপনার কভার ফটো তৈরি হয়ে যাবে।

আমি অনেক আশাবাদী যে, আপনাদের জন্য এই পোস্ট অনেক মজার এবং কাজের হবে। কভার ফটো বানিয়ে আপনি সেখানেই একটি বাটন পাবেন, তা ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টে কভার ফটোতে আপলোড করে দিতে পারবেন। আর আরও হরেক রকম টেক টিপস, ট্রিকস, টিউটোরিয়াল পেতে ভিজিট করুন আমার ছোট ব্লগ ব্লগার মারুফ ডট কম। আশা রাখছি আমার ব্লগটি খারাপ লাগবেনা। আর দয়া  করে আমাকে আপনার মন্তব্য জানাবেন। আল্লাহ হাফেজ ...

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

NICE bro !! 🙂

থেংক্স

সুন্দর

GOOD JOB

খুব সুন্দর হয়েছে ভাই।

ভাল লাগলো

ধন্যবাদ। ভালো লাগলো।

ফ্রিল্যান্সার কই ভাই?

    @astrolrubel: ভাই, এই ফেসবুক কভার ফটো বানানোর সাইটে যে কয়েকটি প্রোফেশনের ক্যাটাগরি ছিল সেগুলোই দিয়েছি। আর ফ্রিল্যান্সিং এর ভিতরে যে বিষয়ে কাজ করেন সেটি বেছে নেন।

ভালোই।। ধন্যবাদ…

Level 0

চমৎকার।
ধন্যবাদ।

Level 0

thanks