ফেসবুক এর ই-মেইলে ইনবক্স ভরে যাচ্ছে? জেনে নিন আপনার ই-মেইল ইনবক্সে ফেসবুক থেকে আসা ইমেইল ঠেকানোর উপায়

আপনার ফেসবুক আইডি থেকে ইমেইল এসে আপনার ই-মেইল এর ইনবক্স ভরে যায়? অন্যান্য গুরুত্বপূর্ণ মেইল নিচে চাপা পরে অদেখাই থেকে যায়? ফেসবুকের মেইলগুলো থামানোর কথা ভাবছেন? তাহলে এই টিউন আপনারই জন্য। আপনার ইমেইল ইনবক্স এখন থেকে থাকবে ঝকঝকে। আসুন দেখে নিই, কীভাবে ব্লক করবেন ফেসবুক থেকে আগত ইমেইল।

এর দুটি উপায় আছে। যথাঃ

১। ফেসবুক থেকেঃ

এই উপায়ে আপনাকে ফেসবুকের কিছু সেটিংস পরিবর্তন করার মাধ্যমে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মেইলগুলোই [আপনার Account, Security & Privacy সম্পর্কিত] মেইল ইনবক্সে আসবে, এটা নির্ধারণ করে দিতে হবে। এতে আপনার ইনবক্সে অনেকটাই চাপ কমবে।

এটি করতে প্রথমে ফেসবুকে লগইন করে এই লিংকে ক্লিক করুন। এরপরে যে পেইজ আসবে, সেটা দেখতে এরকমঃ

এবার উপরের চিত্রে প্রথম অপশনটির বদলে শেষ অপশনটি মার্ক করে দিন। মার্ক করার পরে চিত্রটি এরকম হবেঃ

এবার একটি নতুন উইন্ডো আসবে। সেটা দেখতে ঠিক এরকমঃ

এতে Turn Off বাটন এ ক্লিক করুন। ব্যস আপনার কাজ শেষ!

২। ইমেইল থেকেঃ

এটি বিভিন্ন ইমেইল সেবায় বিভিন্ন হবে। যেমনঃ জিমেইল, ইয়াহু মেইল ইত্যাদি। তাই, কোন চিত্র দিচ্ছি না। এখানে মূলকথা হল Filtering. আপনাকে নতুন একটা ফিল্টার তৈরি করতে হবে।

আর সেখানে আগত এর ঘরে http://www.facebook.com বসিয়ে দিলেই আপনার ফেসবুক থেকে আগত সকল মেইল সেই নির্দিষ্ট ফিল্টারে একত্রিত হবে। আপনি ইচ্ছা করলে সেগুলো অটো ডিলিট করতে পারেন, অথবা ইনবক্স বাদে অন্য কোন ফোল্ডারে স্থানান্তরিত করতে পারেন।

তবে ১ নং পদ্ধতিটাই ভালো। কারণ, এটায় ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ ইমেইল আপনার ইনবক্সে আসবে, যা ২ নং এ আসবে না।

কোন সমস্যা হলে জানাবেন। ভালো থাকবেন।

ভালো লাগলে এরকম আরও টিপস পেতে ভিজিট করুন আমার ওয়েবসাইট HITBANGLA.COM

Level 0

আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks

Thanks.. Bro.. 🙂

Level 0

এই বিষয় নিয়ে এর আগে টিউন হইছিল তবে জারা জানে না ওদের কাজে লাগবে

মেইল থেকে ও তো Unsubscribe করলে ও তো এটা ঠেকানো যায়।

    @skynet: @রাহাতুল ইসলাম: হ্যাঁ। তবে গুরুত্বপূর্ণ মেইলগুলো তখন আসবে না।

Level 0

ধন্যবাদ।

ভাই এই বিষয়ে লেখার জন্য ধন্যবাদ . কাজে লাগবে আমার .

নতুনদের কাজে লাগবে।

Level 0

accha avi fb ar friend request asha bondho korta hole ki korta hoba?

কাজে লাগবে।

খুব ভাল কিন্তু সমস্যা আছে ।