ফেসবুকে নতুন ফিচারঃঃ জানতে পারবেন আপনার বন্ধু এই মুহূর্তে কোথায় আছেন। দেখুন কীভাবে জানবেন?

ফেসবুক আমাদের সবসময় মুভি, ছবি, জীবনের বিভিন্ন ঘটনা শেয়ার করার সুযোগ করে দিছে।

তারই ধারাবাহিকতায় ফেসবুক এবার নিয়ে আসল-আপনার আশেপাশের বন্ধুদের লোকেশন জানার দারুন একটা ফিচার।

নতুন ফিচারটা আসলে কেমনঃ

এই ফিচার আপনার স্মার্টফোনে পাবেন, আপনার আশেপাশে যেসব ফ্রেন্ড অবস্থান করছেন, তাদের সঠিক অবস্থান পাবেন এই ফিচারটির মাধ্যমে।

কীভাবে ব্যবহার করবেন এবং সুবিধাঃ

আপনার ফেসবুকে মোবাইল অ্যাপের সেটিং অপশনে Turn On Nearby একটিভ করুন। তারপর থেকে আশেপাশের বন্ধুদের লোকেশন জানতে পারবেন।

তবে একটা কথা আপনি কেবল জানাতে চাইলেই আপনার বন্ধুরা আপনার লোকেশন জানতে পারবে বা আপনি জানতে পারবেন।

ফেসবুক অটোমেটিকালি আপনার লোকেশন জানিয়ে দিবে আপনার বন্ধুদের বা আপনি জানতে পারবেন।

ফেসবুক আপনাকে এভাবে ম্যাসেজ দিবে যে-আপনার এই বন্ধু আপনার ২কিমি এর ভেতরে আছেন। কারণ এই ফিচার ১/২ কিমি এর বাইরে এক্সাট লোকেশন জানাতে পারবে না।

তবে আপনি যদি এক্সাট লোকেশন ম্যাপ দ্বারা সিলেক্ট করে দেন, তখন সবাই আপনার এক্সাট লোকেশন জানতে পারবে।

নতুন ফিচার আপনাকে ফেসবুকে OFF LINE এ থাকলেও যোগাযোগ করতে সাহায্য করবে।

তবে মজার বিষয় হল আপনি যে যে লোকেশনে বেশির ভাগ সময় কাটান, সেই লোকেশনের ম্যাসেজ ফেসবুক কাউকে দিবে না।

ফিচারটা আসলেই অসাধারণ কিনা?

কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। দেখা হবে টেকটিউনসের মাধ্যমে অন্য টপিকে।

ধন্যবাদ।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

chorom tip

    Level 2

    @apu.milon: ধন্যবাদ ভাই।

facebook jindabad

    Level 2

    @SAHEB BISWAS: টেক জিন্দাবাদ। ধন্যবাদ।

Level 0

ata ki now bd te available?? fb messengr e o ki ai subida ase??

    Level 2

    @smn: সবার জন্য আভেলেবল যত টুকো জানি, কারণ এই সম্পর্কিত কোন তথ্য পাওয়া যায় নাই। অ্যাপে পাবেন। ধন্যবাদ।

Level 0

এফবি ভাল ফিচার যুগ করেছে

    Level 2

    @skynet: হ্যাঁ ভাই, ধন্যবাদ।