অন্যের পিসিতে ফেজবুক লগ-আউট করতে ভুলে গেছেন? নো টেনশন, নিন সমাধান (আমার একশতম পোষ্ট)

পোষ্টটি কার কাছে কেমন লাগে আমি জানিনা।  তবে আমার কাছে মনে হয় পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ।  অন্তত যারা এই জিনিসটি জানেন না তাদের জন্যতো অবশ্যই।  এটি কিন্তু ফেজবুকের সিকিউরিটি নিয়ে একটি পোষ্ট।  অনেক সময়  সাইবার ক্যাপে বা বন্ধুর পিসিতে ফেজবুক লগইন করে থাকেন কিন্তু কোন কারণে লগ-আউট করতে ভুলে গেলেন, তখন কি করবেন?? কি সাইবার ক্যাপে যাবেন? আবার বন্ধুর বাসায় যাবেন লগ আউট করতে? না ভয় পাবেন না ।  আপনি আপনার পিসি থেকেই লগআউট করে ফেলতে পারবেন।  তার জন্য নিচের ধাপ অনুস্বরণ করুন।

1. আপনার ফেজবুকে লগইন করুন।

2. একাউন্ট সেটিংসে যান।  নিচে দেখুন...................

3. security তে ক্লিক করুন, নিচে দেখুন........................

4.  active sessions এ ক্লিক করুন, নিচে দেখুন....................

5. এখন Current Session   এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি এডড্রেস কি, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।, নিচে দেখুন................

6. এবার আপনি End activity তে ক্লিক করুন।  ব্যাস আপনার কাজ শেষ।  মানে আপনাকে আর দুশ্চিন্তা করত হবেনা, আপনার ফেজবুক অন্যের পিসি থেকে লগআউট হয়ে গেছে।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্রাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.............................. 

আমার ব্লগে ঘুরে আসতে পারেন..................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

nice

Level 0

valo laglo

Level 0

nice

THANKS TO ALL FOR NICE COMMENTS

Level 0

kub valo laglo. thanks.

ধন্যবাদ

skytipsbd@ আপনার কমেন্টসটিও খুব ভাল লাগলো।

rasel japan আপনাকেও ধন্যবাদ্