আসুন দেখে নেই ফেসবুক এ কে আমাকে Friend Requst করেছিল আর আমি কাকে Friend Requst করছিলাম !!

আসসালামুয়ালাইকুম ,

আশা করি সবাই ভাল আছেন ,

আলহামদুলিল্লাহ্‌ আমি ও আপনাদের দুয়ায় ভাল আছি ,

আমি এই ফাস্ট আজকে টিউন করলাম ,

টেকটিউন এ আমার আসার উদ্দেশ্য একটাই এখানে বড় বড় ভাইয়ারা আছে ,

আর তাদের কাছে কিছু শিখা ,

আশা করি ভাইয়ারা আমাকে অভহেলা করবে না ।

টেকটিউন থেকে অনেক কিছুই শিখছি ,

আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু শিখবো ,

যেহেতু এটা আমার ফাস্ট টিউন ,

এডমিন ভাইয়ারা প্লীজ এটা প্রকাশ কইরেন ,

আমার অনেক ভুল ও হতে পারে আশা করি ক্ষমা করে দিবেন ,

এই টিউন টি ফাস্ট এ এখানে  প্রকাশ হইছে ।

আজকে আপনাদের কাছে একটু বিন্ন বেপার নিয়ে আলাপ করবো ,

শিরোনাম টা একটু অবাক করা তাই না ?

চলুন বেশি কথা না বারিয়ে শুরু করা যাক ,

শিরোনাম টা এরকম ছিল আসুন দেখে নেই ফেসবুক এ কে আমাকে Friend Requst করেছিল আর আমি কাকে Friend Requst করেছিলাম !!

=> আমাদের অনেক সময় খুভ জানতে ইচ্ছা হয় কে কবে আমাকে ফেসবুক এ Friend Requst করছিলো

অথবা আমি কাকে কবে Friend Requst করছিলাম ,

=> অনেক সময় ভুলে ও যান কখন কাকে Friend Requst করছিলেন সব কিছুই পাবেন আজকে ,

ইন্সা আল্লাহ্‌ ।

=> যারা এটা জানেন তো ভাল আর যারা জানেন না এটা তাদের জন্য ,

=> আমি আশা করি এটা আপনাকে অনেক


হেল্প করবে।

(১) => পথমে আপনার ফেসবুক লগইন করেন ।

(২) => তারপর প্রোফাইল এ যান ।

(৩) => প্রোফাইলে যাওয়ার পর নিচের ছবিটার মত একটা ডান পাশে লিখা দেখবেন Activity Log

সেখানে ক্লিক করেন ।

(৪) => তারপর ঠিক নিচের ছবি টার মত একটা পেজ  দেখতে পাবেন ।

টার পর এখানে অনেক কিছু লিখা আছে সব কিছুই আপনার কাজে আসবে,

খুব প্রয়োজনীয় ।

যেমন =>

All

Timeline Review

Your Posts

Posts You're Tagged In

Photos

Likes

Comments

Friends

Etc

কিন্তু আমি আজকে আলাপ করবো সুদু

Likes

Comments

এবং

Friends নিয়ে ।

যার মদ্দে মুল হচ্ছে Friends

নিচের ছবি তে দেখেন লাইক বাটনে ক্লিক করা আছে ,

যার মাদ্দমে আপনি জানতে পারবেন ,

কাকে কাকে লাইক দিছেন ।

সব থেকে মজার বেপার হল আপনার সারা জীবন এর লাইক এখানে সংরক্ষিত আছে ।

(৫) => এবার আসুন শিরনামের আসল বেপার নিয়ে আলোচনা করি ,

নিচে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটাই হল টাইটেল ,

এখানে আপনি জানতে পারবেন আপনি কাকে কাকে Friend Requst করছেন আর আপনাকে কে কে Friend Requst করছে ।

যদি ভুলে যেয়ে থাকেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে Friend Requst করছিলো নাকি আপনি তাকে পথমে Friend Requst করছিলেন,

তাহলে এখান থেকে আপনি সত্যি টা জানতে পারবেন ,

এখানেও সব থেকে মজার বেপার হল ,

আপনি এখানে ফেসবুক লাইফ এর বন্দু বানানো আর বন্দু হওয়া সব তথ্য পাবেন ।

নিচের ছবি টাতে লক্ষ্য করুন ।

(৬) => নিচের ছবি টার দিকে লক্ষ্য করেন ,

এখানে আপনি জানতে পারবেন কে কে আপনাকে ফলো করছে ,

আপনি কাকে কাকে ফলো করছেন ,

এটাও একি সব ইতিহাস নোট করা আছে এখানে ।

(৭) => এখানে আপনি কতো গুলো গ্রপ এ আছেন সব জানতে পারবেন ,

কবে কোন গ্রপ এ অ্যাড হইছেন টাও জানতে পারবেন ,

এবং আপনি কবে কোন গ্রপ এ পোষ্ট দিছেন সেটাও জানতে পারবেন ।

(৮) => Comments ও আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সব পুরনো তথ্য ।

আজ এই পর্যন্ত আবার দেখা হবে ,

আর হে কেউ না বুজলে  Comment করবেন ,

আর ভুল কোন ভুল হলে ক্ষমা করে দিবেন ।

আমার সাইটে সময় পেলে একটু গুরে আসবেন প্লিজ ,

আমার সাইট এ যেতে এখানে আর এখানে এবং এখানে ক্লিক করুন ,

আল্লাহ্‌ হাফেজ ।

Level 0

আমি আবদুল হান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু শিখার এবং সেটা সবার মাজে ছরিয়ে দেয়ার , আমি মরার আগ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে , আমার জন্য সবাই দোয়া করবেন প্লীজ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @মোঃ আসাদউল্লাহ আসাদ: ওয়েলকাম আপনাকে ।

জানা থাকা সত্ত্বেও ভালো লাগলো ।

    @আলিফ: দন্নবাদ আপনাকে , আর হে আমি এখানে ফাস্ট টিউন করছি তাই জানি না কেমন লিখলাম , তবে আপনার মন্তব্বের জন্য অনেক খুশি হলাম ।

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।এরকম আরও অনেক টিউন আপনার থেকে আশা করছি আর খুব সুন্দর হইছে।

    @Redoy94: welcome apnake… R he amar jonno qua korben jate er theke onek sundor tune opohar dite pari…

Copy-Pest না করে টিউন করলে আর বেশি খুশি হোতাম। অভ্র দিয়ে টাইপ করার সময় বানানের দিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে টিউন Update করবেন। পদ্ধতিটা আমার জানা থাকলেও, টিউনটা বিস্তারিত ভাবে বর্ণনা করায় আমার বেশি ভাল লেগেছে। Well Done.

    @Saharia Rifat: bro… Jani ta kotota believe koren tobe ami Ektu o copy past kori ni………… R he language problem hote pare… Manus matro i vul… Apnar mottober jonno onek Donnobad…
    Next a language er opor jor debo………… Insa Allah

Level 2

Thanks

থাঙ্কস।

Level 0

Thank you…