কখন যে ফেসবুকে ফটো ভ্যারিফিকেশন আসে ঠিক নাই । তাই এর সামাধাণ টা জেনে রাখলে দোষ কোথায়?

খুব কষ্ট লাগছিল যখন আমার ২ বসর বয়সি একটা ID এর ফটোভেরিফিকেশন এর কারনে অকাল মৃত্যু হয়েছিল । তাই আপনার জন্য আজকে একটা দারুণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনার ID কে ফিরিয়ে দিবেই । এটি এমন একটা
পদ্ধতি যার মাধ্যেমে আইডি ঠিক
হবেই।
আমি এই পদ্ধতিতে বেশ
কয়েকটা আইডি ঠিক করেছি ।
যদিও এটি অনেক ঝামেলাপূর্ণ &
সময় বহুল।
একটু
ঝামেলা করে যদি একটা প্রিয়
আইডি ঠিক
করা যায় তবে তাতে ক্ষতি কি? যাই
হোক এবার
কাজের কথায় আসি।
♣ভেরিফিকেশ করতে প্রয়োজনীয়

উপকরণঃ

  • আপনার মোবাইল।
  • একটি সাদা খাতা।
  • একটি কলম।

কার্যপদ্ধতিঃ

ক্যাপচা এন্ট্রি ক
যে ফটোটা আসবে তার নাম
খাতায় লিখে রাখুন।ধরুন
ধানের ক্ষেতে একটি কাকতাড়ুয়ার
একটি ছবি এসেছে।
আপনি খাতায় লিখুন""ধানের
মাঠে কাকতাড়ুয়া""। এরপর এর
পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব
লোকের
নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার
করে লিখে ফেলুন।
এভাবে প্রতিটা ফটোর নাম
এবং ফেসবুকের
দেয়া নামগুলো খাতায় লিখে রাখুন।
একবার ফটো ভেরিফিকেশন করার
চেষ্টা করার পর কমপক্ষে দশ
মিনিট পর
আবার ফটো ভেরিফিকেশন করার
চেষ্টা করবেন।
এবং উপরে উল্লেখিত
নিয়মে খাতায় সব
লিখে রাখুন।
এভাবে চেষ্টা করতে থাকলে দেখবে
যে ফেসবুক আবার সেই পূর্বের
ছবিগুলোই দিচ্ছে। ফেসবুকের
দেয়া লোকের নাম
এবং খাতায়
লেখা লোকের নামের
দিকে তাকালেই
বুঝতে পারবেন যে,
একটা অথবা দুইটা নাম
খাতা এবং ফেসবুকের সাথে মিল
আছে। খাতায়
লেখা বাকী নামগুলোতে অন্যা লো
নাম
আসছে। এখানেই
আপনি ধরতে পারবেন আসল
লোকটাকে। আইডি খুলে গেলে দুই
রাকাত নফল নামায পড়ে মহান
আল্লাহর
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করতে ভুলবেন না প্লিজ।

সৌজন্যঃ ziSan.me

Level 0

আমি zisanme। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফিকচার লোড কেন জানি হল না। আমার ব্লগ সাইট হতে ঘুরে আসুন । http://www.tareqbai.tk এবঙ নিজে এডমিন হয়ে যান। সাথে সাথে মিনু বার । ট্যাগ
পরিবতূন করুন । দেখুন আবার আমাকে ডিলিট করে দিবেন না। ধন্যবাদ

Level 0

Vai thanks apnake. Tobe kaj korbe ki na eta janina. Jodi kaj kore tahole abaro apnake thanks. 🙂

ইদানিং অনেকের ফেসবুকে ফটো ভ্যারিফিকেশন সমস্যা বেশি দেখা যাচ্ছে @ এটা অনেক ঝামেলা । আর আপনার টিউনের লেখাগুলো খুব ভাল লাগল। @ আপনার থেকে আরো ভালো টিউন চাই।

ভাই। যদি ওই Profile এর Photo of You List এ ১০০ ফোট থাকে তাইলে মনে হয় ১ মাস সময় লাগবো। জাই হোক আপনার টিউন এর জন্য ৫০ কেজি Thanks…

Namaj ar kotha gulo akon e bath dan…VAHI…amon kichu likar agy chinta korun…

Khub upokari tunes

<a href="<a href="http://zisan.me&quot; onclick="javascript:_gaq.push(['_trackEvent','outbound-article','ziSan.me
‘]);”>ziSan.me
” onclick=”javascript:_gaq.push([‘_trackEvent’,’outbound-article’,’http://zisan.me’]);”>এখানে আরো আছে

Level 0

ধুররররর! এত ঝামেলা না করে পিসি তে স্ক্রীন শর্ট নিলেই হয়।

Level 0

আমার একটা আইডি অকাল মৃত্যু ঘটেছে এই ফোট ভেরিফিকেশনের যাঁতাকলে পরে। তবে আশা করি আপনার পদ্ধতিতে রিকোভারী করতে পারবো। ধন্যবাদ…

dhonnobad. mone rakbo

http://www.pchelplinebd.com/archives/65849 দয়া করে একটু দেখে আসবেন।

ধন্যবাদ আপনাকে

Vai bortomane facebook e r 4joner naam disse na. direct naam likte boltese…

vai ato jamela na koira jadar upni cinan na tadar fn na banai lai hoi