facebook আর ব্লক হবেনা, photo ভেরিফাই এর মত মহা ঝামেলার দিনও শেষ, নিন চির মুক্তি, (মেগা টিউন)

সবার প্রতি শুভ কামনা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম, জানিনা পাঠক থেকে সাধুবাদ পাব কি না? সাধুবাদ দেন বা না দেন আপনাদের ব্যাপার,

আমি আমার পোস্ট শুরু করলাম। কি নিয়ে পোস্ট করতেছি আশা করি বুঝে ফেলেছেন। চার ধাপে শেষ করবো আজকের পোস্ট।

.............................................................................................১.............................................................................................

আমাদের ফেসবুক একাউনট ব্লক হওয়ার অন্যতম একটি কারন হল অতি মাত্রায় friend request পাঠানো, মানে আপনি friend request পাঠান

অথচ কেউ accept করেনা, এভাবে আপনার একাউনট থেকে ৫০-৬০ টি request চলে গেল, ঠিক তখনই ফেসবুক অথর শাস্তি স্বরূপ সাময়িক

একাউনট ব্লক করে দেয়। তাই এখনি আপনি আপনার পুরনো request গুলো cancel করে দিন। তার জন্য প্রথমে আপনার ফেসবুক log in করে

নিন, তারপর এখানে ক্লিক করুন। নিচের মত একটি ছবি দেখবেন..........................................

এবার আপনি bulk load এ ক্লিক করুন। নিচের মত দেখবেন.............................................

এবার আপনি get friend request data এ ক্লিক করুন। নিচের মত দেখবেন.......................................

দেখুন বেগুনি রঙ দিয়ে চিহ্নিত একটি বক্স দেখা যাচ্ছে , এবার ঐ বক্স থেকে লেখা গুলো কপি করে তির দিয়ে চিহ্নিত তিন নাম্বার বক্সে

পেস্ট করুন, তারপর load friend requests এ ক্লিক করুন, নিচের মত দেখবেন.......................................

এখন বেগুনি রঙ দিয়ে চিহ্নিত যা দেখতেছেন তাই হল আপনার পাঠানো friend request গুলো, এবার এখান থেকে বেছে বেছে

আপনার request গুলো cancel করে দিন। (এখানে cancel request এ ক্লিক করলে profile এ নিয়ে যাবে তারপর সেখান থেকে request cancel করুন)

১ম ধাপ এখানেই শেষ।

..........................................................................................২.............................................................................................

এবার আসুন photo ভেরিফাই এর মত মহা ঝামেলা থেকে কিভাবে পরিত্রান পাবেন। আমরা অনেক সময় দেখি যখন ফেসবুক log in করতে যাব

তখন দেখি ক্যাপচা কোড চেয়ে বসে, কিন্তু সমস্যা সেটানা, সমস্যা হল ক্যাপচা দেওয়ার পরে মহা ঝামেলা মানে photo ভেরিফাই করতে বলে

অর্থাৎ আমরা দেখি তিনটি ছবি আমাদের সামনে ভেসে আসে এবং নিচে ছয়জন ফ্রেন্ডের নাম আসে, তখন আমাদের কি করতে হয় তা কারও অজানা নয়।

মানে এই ছয় ফ্রেন্ড থেকে কে আমাকে এই ছবি গুলো tag করলো তা বের করতে হবে, কিন্তু আমরা অনেকেই এই পরিক্ষা থেকে উত্তীর্ণ হতে পারিনা,

যার ফল আমরা আমাদের ফেসবুক একাউনটটি হারিয়ে ফেলি। মুলত সমস্যাটি হল কিছু ফ্রেন্ড আমাদেরকে এমন কিছু photo, tag করে যা দেখে আমরা

চিনতে পারিনা যে কে আমাকে photo টি tag করলো? এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমে আপনি আপনার profile এ যান, তারপর photos এ ক্লিক করুন,

এবার photo of you তে যান (অনেক সময় এই ফোল্ডারটি নিচের দিকে থাকে) এখানে আপনি আপনার বন্ধুদের tag করা photo গুলো দেখতে পাবেন।

তারপর আপনি যে সব ছবি চিনতেছেননা সেগুলো remove করে দিন। নিচে দেখুন তাহলে আর বুঝতে সমস্যা হবেনা....................................

এই পদ্ধতি গ্রহন করার পর আশা করি আর এই সমসসায় পড়বেননা।

২য় ধাপ এখানেই শেষ

................................................................................................৩..........................................................................................

যদি ২য় পদ্ধতি গ্রহন করার আগেই photo ভেরিফাই এর ঝামেলায় পড়ে যান তখন আর কি করবেন, একটু কষ্টতো করতেই হবে...

তখন আপনি গুগুলে যান, তারপর facebook প্লাস উল্লেখিত ছয় ফ্রেন্ড থেকে যে কারও একজনের নাম লিখে সার্চ করুন,

যেমন facebook+kamrulislam. এবার সেখান থেকে দেখুন উল্লেখিত তিনটি ছবির মত কোন ছবি দেখেন কি না? যদি দেখেন

তাহলে বুঝবেন ছবিটি ঐ ফ্রেন্ডেরই, আর যদি না দেখেন তাহলে বাকি ৫ জনের নাম দিয়ে সার্চ করে দেখতে থাকুন, আশা করি পেয়ে যাবেন।

এই পদ্ধতিটি একটু কষ্টকর, একটু ঝামেলাও, তারপরও নিজের একাউনট বাঁচানো বলে কথা...............।

  ৩য় ধাপ এখানেই শেষ

................................................................................................৪..........................................................................................

** Review posts Friends Tag >ON করে রাখুন, কারন বেশী Tag হলে Photo verification চায় । ON রাখলে যারা আপনার পরিচিত না তদের গুলো Ignore/Tag Remove করে Save করতে পারেন । যদি ON করতে না জানেন তাহলে Log in করে নিচের নিয়ম দেখুন   Setting>Privacy>Timeline and Tagging> Edit Settings>Review Posts Friends Tag You In Before They Appear On Your Timeline>Edit>Turn On Timeline Review.

এই গুলো ঠিকমতো করলে আপনার কাছে ফেইসবুক কর্তৃপক্ষ কখনো Photo Verification অথবা Conformation কোড চাইবে না ।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

পোস্টটি অনেক কষ্ট করে লিখলাম আপনাদের আমাদের সবার স্বার্থে, ভাল লাগলো, না লাগলোনা অবশ্যই জানাবেন..................

 

 

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকের কাজে ‍দিবে আপনার এই টিপস……………..

thank’s brother… but amar akta problem hoy selo… ame naton id open karselam friend 70+ haba
id ar boyos 10/15 den.. amar kono friend amaka..tag kara nai.. kento.. amar ai account ta photo
verification chai ame ke karbo….please help….

Level 0

thanks

Cancel Request Click করলে সোজা তাকে ফ্রেন্ড রেকুয়েস্ট করা হয়। আমার মনে হয় এখানে চালাকি আছে। কারণ আমি কয়েকটা একাউন্ট দিয়ে চেক করেছি, যেটা আমি আজ-কাল বা পরশু রিকোয়েস্ট দেই নাই,,,, সেগুলোও দেখাচ্ছে এবং আমি যাকে চিনি না, তাকে দেখাচ্ছে রিকোয়েস্ট করেছি। এটা আমার মনে হয় চালাকির আশ্রয় নেয়া হয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অটোমেটিক পাওয়ার জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য ।
আর পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্ট এর এই পদ্ধতিটা আমি কিছু দিন আগের থেকেই ব্যবহার করছি ।
কিন্তু কখনই আমি পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্ট পাই না ।
আথচ আমার মনে হয় আমার পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ।
কারন যত গুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সব গুলো তো আর একসেপ্ট হয় না !

valo tune. thanks

Level 0

It’s really helpful post thank your so much brother. Just keep it up.

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, খুবই উপকারি একটি পোস্ট।

Level 0

are vi agula korbo ki vabe ami to id te dukte parsi na … please help

ভাই কয়েক মাস ধরে ফেসবুকে আমার ১টা সমস্যা হচ্ছে ।
৫-১০ জনকে ফ্রেন্ড রেকুএস্ট পাঠালেই ১ মাসের জন্য ব্লক করে দেয়। এখন ও ব্লক করা ।
কি করতে পারি, ১টা সলুয়েসন দিবেন ।

awsm post. Bt amio evb pendng frnd rqst paini,bt now i’m blocked.ki krbo plz bolun