ফেসবুকে [পর্ব-০৩] :: ফেসবুকে যুক্ত করুন রিপ্লাই বাটন।

কালে কালে কত কি যে দেখব। ফেসবুক ব্যবহার শুরু করেছিলাম সেই ২০০৭ সালের প্রথম দিকে। চিরচেনা ফেসবুক কতবার যে ভোল পাল্টালো তার ইয়ত্তা রাখিনি। ফেসবুকে কিছুদিন আগে নতুন একটা ফিচার চালু হয়েছে। রিপ্লাই অপশান। অনেকেই এটা একটিভেট করার কথা ভাবছেন। কিন্তু অপশান খুঁজে পাচ্ছেন না। যারা জানেন না তাদের জানাতে আজ আবার কিবোর্ড ধরলাম। কিবোর্ড ধরতে ধরতে তো কলম ধরার কথা ভূলতেই বসেছি। একদিন দেখব নিজের হাতের লেখা দেখে নিজেই আঁতকে উঠবো। আপাতত ফেসবুকে রিপ্লাই বাটনটি শুধু মাত্র ফেসবুক পেজে দেখা যায়। ব্যক্তিগত একাউন্ট হোল্ডারগণ তাই ফেসবুক রিপ্লাই বাটন চালুর আশা আপাতত পরিত্যাগ করুন। আর যারা ফেসবুক পেজ এবং ব্যক্তিগত একাউন্টের পার্থক্য জানেন না তারা ফেসবুক একাউন্টটা ডিলিট করে দেন। ফেসবুক একাউন্ট ডিলিট করার সিস্টেম জানা না থাকলে ফেবুর মালিক মার্ক জুকারবার্গকে চিঠি লিখে জেনে নিন।

  • আপনার পেজে যান।
  • ডান পাশের উপরের দিকে show details অপশানে ক্লিক করুন।
  • ম্যানেজ সেটিংস ক্লিক করুন।
  • ম্যানেজ পারমিশান পাতার নিচের দিকে খেয়াল করুন। reply বাটন বলে একটা অপশান আছে।
  • রিপ্লাই বাটনের আগের বক্সে টিক চিহ্ন বসিয়ে পরিবর্তন সংরক্ষন করুন।

এখন আপনার পেজের লাইকারগণ স্ট্যাটাস ফটো সব কিছুতে রিপ্লাই বাটন দেখতে পাবেন। আপনিও সহজে তাদের রিপ্লাই করতে পারবেন যখন খুশী।

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ato kicu akhn r kora lage na…..page e dhokar sathei reply button add er ktha ble dae….

    @docpol: ধন্যবাদ। আপনি অনেক কিছু বোঝেন। ফেসবুক যদি বিজ্ঞাপন না দেখায় তবে কি আপনি এক্টিভেট করবেন না?

Level 0

good post

” আর যারা ফেসবুক পেজ
এবং ব্যক্তিগত একাউন্টের পার্থক্য
জানেন না তারা ফেসবুক
একাউন্টটা ডিলিট করে দেন। ফেসবুক
একাউন্ট ডিলিট করার সিস্টেম
জানা না থাকলে ফেবুর মালিক মার্ক
জুকারবার্গকে চিঠি লিখে জেনে নিন।” – এই লাইন গুলোতে আপনি কি বোঝাতে চাইছেন, তা আমার বোধগম্য হয়নি।

    @ধূপছায়া: হা হা হা। এটা যদি বুঝতে না পারেন তবে আপনার সেন্স অফ হিউমার জিরো ফিগারের। ভাইজান বাজার থেকে একখান টিউব লাইট এনে ঘরে লাগান। দেখবেন ঘর সাদা আলোয় ফকফক করবে। জানি এটা দিয়ে কি বোঝাতে চাইলাম আপনি সেটাও ধরতে পারছেন না। তাইতো?

Level 0

F Rhman vai, আমাকে একটু হেল্প করেন, আমি ফেচবুক এ কাও কে ফ্রেন্ড রেকুএস্ট পাটাই না, ইবেন আমি অপরিচিত কাওকে একচেপ্ট ও করি না। যদি খুব বেশি পরিচিত কাওকে দেখি তখন রেকুএস্ট পাটাই। কিন্তু কিছু দিন দরে আমাকে ৩০দিন এর জন্য ব্লক করে দিসে, কেন ব্লক করল সেটা আজ পর্যন্ত বুজলাম না। এখন ও আমি ব্লক।

    @faysal: এটার একমাত্র কারণ হতে পারে আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তারা আপনাকে চিনতে না পেরে ফ্রেন্ড রিকোয়েস্ট ইগনোর করেছে