এন্ড্রয়েডের জন্য নতুন ইন্টারফেস নিয়ে এলো ফেসবুক

screen-shot-2013-04-04-at-1-10-44-pm

ফেসবুক একটি নতুন এড নিয়ে এসেছে এন্ড্রয়েড ফোনের জন্য। এটির নামকরণ করা হয়েছে "ফেসবুক হোম",ফেসবুক এর সিইও মার্ক জাকারবার্গ এই তথ্য এবং এর প্রক্রিয়া প্রকাশ করেন। জাকারবার্গ বলেন- তুমি তোমার এন্ড্রয়েড ফোনকে দারুন একটি সামাজিক ডিভাইসে পরিনত করতে যাচ্ছ। আমাদের ফোনগুলো এপ্স দিয়ে সাজানো থাকবে,আমরা এসকল এপ্স দিয়ে চারপাশের সবার সাথে মজা করতে চাই।।

facebook-home

অনেকটা এইচটিসি ওয়ান এ তাদের হোম স্ক্রিনে যেভাবে ফ্লিপবোর্ড লাইভ থাকে সে রকম। ফেসবুক হোম সামাজিক নেটওয়ার্কের আপডেট দেখাবে হোম স্ক্রিনে কভার ফিড নামক ফিচারের মাধ্যমে। কোন নেভিগেশন অথবা ক্রোম ছাড়াই ফেসবুক সম্পূর্ন স্ক্রিন ধারণ করে। এটি ব্যবহারকারীরা সহজে পরিচালনা করতে পারবে সুইপিং এর মাধ্যমে ।সুইপিং আপ একটা এপ্স।এটার মাধ্যমে সহজে ফেসবুকের নিউজ ফিড,ওয়ালের ছবি, লেখা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে।
আরেকটি নতুন ফিচার হল চ্যাট হেডস এপ্স। এখান থেকে বন্ধুদের সাথে চ্যাট করা যাবে এবং বিভিন্ন  সেটিং ঠিক করা যাবে । এটি ফেসবুক মেসেঞ্জার এবং এসএমএস এই দুই ক্ষেত্রে কাজ করবে তবে কোন থার্ড পার্টির জন্য এই এপ্স কাজ করবে না।

ফেসবুক হোম সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন এখানে......

screen-shot-2013-04-04-at-1-28-31-pm

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

 প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

new apps namate hobe . . . ??

Level 0

new apps er name Facebok Home… 12 april google play te free paben … 😛