কিভাবে আপনি ফেসবুকে আপনার Block Friend কে Unblock করবেন।

সুপ্রিয় ভাইয়েরা আমার, আশা করি আল্লাহ্‌র মেহেরবানিতে সবাই ভালই আছেন।

আমি আপনাদের সামনে আমার প্রথম টিউন্স নিয়ে হাজির হয়েছি, জানি না কার কেমন লাগবে ।

তো এবার কাজের কথা বলি,

আমি আপনাদেরকে আজকে শেখাব কিভাবে ফেসবুকে আপনি আপনার নিজের হাতে ব্লক করা ফ্রেন্ডকে আবার ফিরে পাবেন, আমরা হয়তো নানা কারনে নানা সমস্যায় পরে, আবার রাগের কারনে আমাদের নিজের কাছের আবার কখনো প্রয়োজনীয় মানুষদের ব্লক করে থাকি। তো যাই হোক আপনি যেভাবে আপনি আপনার ব্লক ফ্রেন্ডকে ফিরে পাবেন,

করণীয়ঃ আপনাকে প্রথমে Privacy Setting যেতে হবে, এখানে গিয়ে আপনি বাম সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবেন, খেয়াল করে থাকবেন সেখানে Blocking নামে একটি অপশন পাবেন, সেটি ক্লিক করুন, এটি ক্লিক করার পরে Block User এ   আপনি আপনার ব্লক লিস্টটি দেখতে পাবেন ।

সেখান থেকে আপনার ব্লককীত মানুষটিকে Unblock করে , ব্লকটি ছাড়িয়ে নিন।

ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।

Level 0

আমি Zahid.Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেইদিন হয়তো বেশি দূরে নাই, যেদিন ফেন্ড্র রিকোয়েস্ট পাঠানোর উপায় নিয়েও টিউন হবে 🙂

Level 0

😛

vai eita sobai jane. karon jara facebook calay tader kache eta ojana bisoy noy.

ভাইয়া, পরেরবার ফেবুতে ম্যাসেজ কিভাবে পাঠানো হয় তা নিয়ে টিউন কইরেন….. :p

vai, khubi sundor tune. techtunes e eto mansommoto tune khub kom dekesi. amar ekta gmail account ase… doya kore ki bolben gmail e kivabe message “compose” korte hoy? ei bapar ta nie TT te ekta screenshot soho bistarito tune korben plz. ami sure apnar tune ‘mega tune’ hisabe nirbachito hobe.

Level 0

ও বাই কেম্বায় Facebook এ Login করতাম কনে Email আর Password দিতাম কিছুই বুঝতাম পারতাসি না……………………………… দুগাহানি হিগাইয়া দেন চাই।

Level 0

joke of the day

ফোসবুক কি ভাই? এটা দিয়ে কি করতে হয় পরের পোস্টে কিন্তু চাই!!!

আমাকে যদি কেও ব্লক করে তাহলে আমি কি করব

নতুনদের জন্য এটা অনেক ভালো টিউন। কপি-পেস্ট না হলেই হল। যেকোনো টিউন সবার কাছেই যে আনকমন হবে- এটা আশা করা ঠিক না। এমন অনেকেই আছেন, যারা আপনাদের টিউন দেখেও এরকম বিদ্রুপের হাসি হাসেন। কিন্তু এটা কমেন্টে না বলে বরং আপনাদের উৎসাহ দেন। যাতে করে আপনারা ভবিষ্যতে আরও ভালো ও আনকমন টিউন উপহার দিতে পারেন।
টিউনারকে ধন্যবাদ। এই বিষয়ে এর আগে টিউন হয়েছে কি না, জানি না। না হলে এটা অনেক ভালো একটা টিউন। ভবিষ্যতে স্ক্রিনশট সহকারে টিউন করবেন। বুঝতে সুবিধা হবে।

সুজন পাল@ ধন্যবাদ ভাইয়া, আপনার কথাগুলো একদম ঠিক।
ভবিষ্যতে ইনশাল্লাহ স্ক্রিনশট সহকারে টিউন করব।
যারা নিউ ফেসবুক ইউজার তাদের জানা হয়তো নাও জানা থাকতে পারে, এই টিউন্স শুধুমাত্র পন্ডিতদের জন্যে
তা এখানে মনে হয় উল্লেখ করে দেয়া হয় নি।

এরকম লুলায়িত পোস্ট আরো চাই ;P

Zahid.Hasan ভাই এগিয়ে চল, আমরা আছি(!) তোমার সাথে ;|

ফেসবুক হচ্চে টাইম কিলার। তারপরে ও সবাই ফেসবুক ব্যাবহার করে।