
সুপ্রিয় ভাইয়েরা আমার, আশা করি আল্লাহ্র মেহেরবানিতে সবাই ভালই আছেন।
আমি আপনাদের সামনে আমার প্রথম টিউন্স নিয়ে হাজির হয়েছি, জানি না কার কেমন লাগবে ।
তো এবার কাজের কথা বলি,
আমি আপনাদেরকে আজকে শেখাব কিভাবে ফেসবুকে আপনি আপনার নিজের হাতে ব্লক করা ফ্রেন্ডকে আবার ফিরে পাবেন, আমরা হয়তো নানা কারনে নানা সমস্যায় পরে, আবার রাগের কারনে আমাদের নিজের কাছের আবার কখনো প্রয়োজনীয় মানুষদের ব্লক করে থাকি। তো যাই হোক আপনি যেভাবে আপনি আপনার ব্লক ফ্রেন্ডকে ফিরে পাবেন,
করণীয়ঃ আপনাকে প্রথমে Privacy Setting যেতে হবে, এখানে গিয়ে আপনি বাম সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবেন, খেয়াল করে থাকবেন সেখানে Blocking নামে একটি অপশন পাবেন, সেটি ক্লিক করুন, এটি ক্লিক করার পরে Block User এ আপনি আপনার ব্লক লিস্টটি দেখতে পাবেন ।
সেখান থেকে আপনার ব্লককীত মানুষটিকে Unblock করে , ব্লকটি ছাড়িয়ে নিন।
ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।
আমি Zahid.Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেইদিন হয়তো বেশি দূরে নাই, যেদিন ফেন্ড্র রিকোয়েস্ট পাঠানোর উপায় নিয়েও টিউন হবে 🙂