ফেসবুক ইনবক্স ও ‘আদার’ অপশন নিয়ে কিছু কথা

আজ আপনাদের জন্য ছোট একটা টিউন। বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে 'ফেসবুক' অন্যতম। এলেক্সা র‍্যাংকিং অনু্যায়ী ওয়াল্ডে ২ এবং আমাদের বাংলাদেশে ১নং। আজ আপনাদের ফেসবুকের একটা অপশন 'ইনবক্স' ও 'আদার' নিয়ে কথা বলবো। অনেকে আছেন যারা ফেসবুকের নোটিফিকেশনগুলো চেক করেন না অথবা খেয়াল করেন না। এই নোটিফিকেশগুলো থাকে উপরে বাম পাশে একটু লাল রং এর ব্যজে। বাম থেকে ডানে এই আইকন গুলো থাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট, ইনবক্স এবং নোটিফিকেশন। আমাদের সবার উচিত এই তিন আইকন রেগুলার চেক করা, যখনই আমরা ফেসবুকে লগ ইন করি।

এখন আসুন আমরা 'ইনবক্স' নিয়ে কথা বলি। যখন আপনি ইনবক্সে ক্লিক করেন, তখন আপনি একটি ম্যসেজ এর লিস্ট দেখেন এবং এই লিস্ট হলো, যাদের আপনি চেনেন তাদের থেকে ম্যাসেজ এসেছে।

দেখুন এই ইনবক্সের পাশে আর একটি কথা লেখা আছে, তা হলো 'আদার' অপশন যখন ইনবক্সে থাকবেন তখন 'আদার' অপশন টা হালকা ধূসর রং হবে। আবার যখন 'আদার' অপশনে ক্লিক করবেন তখন 'ইনবক্স' হালকা ধূসর রং হবে।

সাধারণত আমরা এই 'আদার' অপশনটা দেখি না, কিন্তু এই আদার অপশনটাও এক ধরনের ইনবক্স। কারণ ফেসবুক কতৃপক্ষ বলে ‘আদার’ অপশনটায় আপনি সেই সব ম্যাসেজ এবং ই-মেইল পাবেন যেগুলো ইনবক্সে পাবেন না কারণ এইগুলো আপনার ফেসবুক বন্ধুরা দেন নাই। তারাই দিয়েছেন যারা আপনার অপরিচিত।

এখন আপনি আপনার 'আদার' এর ম্যাসেজ গুলো সব দেখতে পারেন। আবার না দেখে 'মার্ক অল এ্যাস রিড' করতে পারেন। আপনি আপনার এই 'আদার' অপশনের ফিল্টার পরিবর্তন করতে পারেন। 'এডিট পারফোম্যান্স' এ গিয়ে 'Basic' 'Strict' সিলেক্ট করতে পারেন।

'আদার' এর ম্যাসেজ গুলো চেক করার সময় সর্তকতা পালন করবেন, কারণ যে কেঊ আবার স্প্যাম এ্যপলিকেশন এর লিংক দিতে পারে।

যদি আমার এই টিউনটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সারর্থক। আর আমার লেখার ভূলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমাকে ফেসবুকে। আমার বাংলাদেশী দৈনিক সংবাদ পত্রের একটা নিঊজ ডাইরেক্টরী আছে আশা করি একবার দেখবেন। 'অল ডেইলী নিউজপেপার'

Level 0

আমি shamkabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো এবং সময় উপযোগী। কারন ইদানীং স্প্যাম এর হার শুধু বাড়ছেই। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

সুন্দর টিউন। নতুনদের কাজে লাগবে। ধন্যবাদ।