ফেসবুক থেকে নিয়মিত পান মসজিদ আল হারাম এবং মসজিদ এ নভবি এর সালাত(নামাজ) রেকরডিংস !!

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন ।

আশা করি আল্লাহ্‌র রহমতে ভালই আছেন।

পোস্টের প্রথমে আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাই।

নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচাইতে লঘু শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এই যে, তার দুই পায়ের তালুর নিচে আগুনের দু’টি অংগার রাখা হবে এবং তাতে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। সে মনে করবে, তার চাইতে কঠিন শাস্তির মুখোমুখি আর কেউ হয়নি। অথচ সে-ই জাহান্নামীদের মধ্যে সবচাইতে হালকা শাস্তিপ্রাপ্ত।
_____________________________
[أخرجه : البخاري 8/144 ( 6562 ) ، ومسلم 1/135 ( 213 ) ( 363 )و( 364 )]
[বুখারী: 8/144 ( ৬৫৬২ ), মুসলিম: 1/135 ( ২১৩ ) ( 363 ) ও ( 364 )]

আপনি এই পেজে লাইক দিতে পারেন। এবং আপনি নিয়মিত পান মসজিদ আল হারাম এবং মসজিদ এ নভবি এর সালাত(নামাজ) রেকরডিংস ।

হারামাইনের অফিসিয়াল ওয়েবসাইট-এর এডমিন নিয়মিত মসজিদ এ নভবি এর সালাত(নামাজ) রেকরডিংস আপডেট করে থাকে……

আর আমি তা ফেসবুক পেজে-হারামাইনের অফিসিয়াল ওয়েবসাইট-ফীড RSS FEED অ্যাপ্লিকেসানের মাধ্যমে অটোম্যাটিক আপডেট দিয়ে রেখেছি

তাই-হারামাইনের অফিসিয়াল ওয়েবসাইট-এ যখন আপডেট করা হয়। তখন এই ফেসবুক পেজেও অটোম্যাটিক আপডেট হয়।

 

তাই আপনি চাইলে পেজটি লাইক দিতে পারেন_এইখানে। 

http://facebook.com/mecca.live

 

 

 

Level 0

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হারামির বাচ্চা সরকার সাইটে ঢুকতে দিচ্ছেনা ।
টিউনটির জন্য ধন্যবাদ

ভাই আপনাকেও ধন্যবাদ…
ভাই কোন সাইটে দুক্তে দিচ্ছে না ???

nice.