ব্লক ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্লক করা হয়েছে। আজ থেকে হঠাৎ করে কোন ঘোষণা ছাড়াই বাংলাদেশে ফেসবুক ব্লক করে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক সাইট অফিস থেকে অথবা ক্যাম্পাসে ফেসবুক সাইট দেখা যায় না। কিন্তু তাই বলে কি ফেসবুক তারা কেউ ব্যাবহার করে না? করে।

আপনি চাইলে খুব সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এখানে কয়েকটি উপায় বলে দেওয়া হলো।

  • ০১. ফেসবুকে ঢুকতে http://www.zfreez.com/ এই প্রক্সি লিংক ব্যবহার করতে পারবেন।
  • ০২. মোবাইলে ফেসবুক ব্যবহার করতে http://www.zfreez.com/index.php?q=aHR0cDovL20uZmFjZWJvb2suY29tLw%3D%3D এই লিংকে গেলেই হবে।
  • ০৩. অথবা প্রথমে http://www.proxy-server.at/ এই লিংকে গিয়ে বক্সে টাইপ করুন https://www.facebook.com/ তারপর এনটার প্রেস করুন। যদি কোন এড অপশন আসে তাহলে ডানদিকে কোনায় skip add এ click করেন। দেখবেন ঢুকতে পারছেন।
  • ০৪. কয়েক কিলোবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। প্রতিবার ফেসবুক ব্রাউজ করার আগে শুধু এটা ওপেন করে নেবেন, তাইলেই হবে। ডাউনলোড লিংক  http://www.filehippo.com/download_ultrasurf/এখানে
  • ০৫. এই সমস্যার আরেকটি সমাধান হল টর ব্রাউজার। প্রক্সি সাইট ব্যবহার করা থেকে এইটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। এইটা পোর্টেবল ফায়ারফক্স ও টর বান্ডেল মিলে একটা ব্রাউজার যা দিয়ে সাধারণ ফায়ারফক্স-এর মত করেই ব্রাউজ করা যাবে। আপনার মনেই থাকবে না যে আপনি ব্লকড সাইট ভিজিট করছেন নাকি আনব্লকড। আর এইটা অবশ্যই পোর্টেবল। https://www.torproject.org/download/download-easy.html.en এখান থেকে টর ব্রাউজারটি ডাউনলোড করুন।

Level 0

আমি এম. মিজানুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকেও ধন্যবাদ।

    @সুমন:
    নিউজ সাইট বা ব্লগ সাইটে আপনার বাপ দাদা চৌদ্দ গুষ্টি কোন দিন ঢোকেনি তো তাই আপনার নাকে মুখে কোন খবর পৌঁছেনে। যদিও একটু আগে বিটিআরসি ফেসবুক খুলে দিয়েছে।

      সুমইন্ন্যা!
      ক্যাডা যে ফাল পারতাছে তা সবাই দেখতাছে। নিজেকে কি মনে করিশ? কুকুর বিড়াল? নাকি অন্য কিছু? না বুঝেই যেখানে সেখানে ঘেউ ঘেউ করলে মানুষ তোদের মতো রাজাকারদের বয়কট করবে!!

      তোর মতো ছাগুরা শুধু হাঁসতেই জানে! আর কোন লেখা না পেয়ে এই লেখার এতো প্রেমে পড়ে গেছিস যে এখানে না ঢুকলে তোর ভালই লাগে না! হারামি কোথাকর!

অনেক ধন্যবাদ আপনাকে। সরকার আমাদের মুখের কথা বন্ধ করতে চাই। ধিক্কার সরকারকে ধন্যবাদ আপনাকে। আপনি কথা বলার পথ দেখিয়েছেন।

হুম, আপনাকেও ধন্যবাদ শহিদুল।

Level 0

@ shumon……facebook bondo cilo amio jani karon ami nijey dokte parini. ami hoyto ba janen na.
tasara kotakko kore comment kora mone hoy apnar obbash. ami apnake aro ekta poste comment korte dekesi tik ebabey……. what’s problem???

এন্ড্রয়েড এর জন্য কিছু আছে?

যেদিন তোর মায়ের মৃত্যু হবে ওই দিন পোস্ট দিয়ে জানিয়ে দিবো। খবরটা একটু আমাকে জানাইশ!

ধন্যবাদ পোস্ট এর জন্য । ভাল হয়েছে। আছে করি এমন পোস্ট আবার দেবেন