ফেসবুকে গণহারে রমনী এ্যাড করতে গিয়ে ব্লক খাইছেন ? রমনীগণ আপনার ফেন্দু রিকু এ্যাক্সেপ্ট করে নাহ ? এখন আর কাউকে ইনবক্সে ম্যাসেজ সেন্ড করতে পারেন নাহ ? ম্যাসেজ বাউন্স করে আপনার কাছেই ফিরে আসে ? হ্যাঁ তবে আপনি এই পোস্টটি পড়ুন ! কাজে না লাগলে জুতার বারি দিয়েন কেমন ?

গত টিউনে দেখিয়েছিলাম কি ভাবে ফোন Root না করে এ্যানড্রয়েড ফোনে অভ্র ফনেটিক ইস্টাইলে বাংলা লিখবেন ও দেখবেন। প্রতিদিন আমি আফনেগো নানা রকম ট্রিকস এবং টিপস দিয়া কত উপকার করে থাকি, আর আপনারা আমার ফেবু পেইজে লাইক দেন নাহ। আমার ফেবু প্রফাইল ফলো করেন নাহ ! এইটা ভারি অন্যায় ! যাই হোক ন্যায় এবং অন্যায় এর বিচার আমি আজকে করতে আসি নাই। আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি চমৎকার একটি ফেবু ট্রিক নিয়ে, যা আপনারা কেউই আগে জানতেন নাহ অথবা চেষ্টাই করেন নাই।

আগেই বলে রাখি এই টিউনটি হলো আমার মত লুচ্চা-লাফাঙ্গা পুলাপানের জন্য যারা ফেবুতে গনহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়ে ব্লক খাইছেন কেউ ২ দিন, কেউ ৪ দিন, কেউ ৭ দিন, কেউ ১৪ দিন আবার কেউ পুরা ১ মাস। এখন সমস্যা হইলো, একবার ফেবুতে ব্লক খাইলে নিজের ফ্রেন্ড লিস্ট বহির্ভূত কোন মানুষ কে ইনবক্সে ম্যাসেজ পাঠানো যায় নাহ। এই সমস্যার চির সমাধান আমি আজকে আপনাদের কে দিবো। আগেই বলে রাখি এই ট্রিকসটা এ্যাপ্লাই করতে কোন সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন হবে নাহ।  আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি নিজে খেটে স্ক্রিনশট তৈরি করেছি দেখলেই বুঝতে পারবেনঃ

 

এবার যে ম্যাসেজটি পাঠাবেন সেটি বাউন্স করবে, এবং হলুদ একটি নটিফিকেশন দেখাবে, যেহেতু আপনি ব্লকঃ

এবার ঠিক ছবির মত করুনঃ

এবার চ্যাট উইন্ডতে আবার সেই ম্যাসেজটি লিখুনঃ

আপনার ম্যাসেজটি সফল ভাবে ডেলিভারি হয়েছে, এখন যদি ইউজার অনলাইনে থাকে সে আপনার ম্যাসেজের জবাব দিবে এবং রেগুলার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের সাথে যেভাবে ফেসবুকে নিয়মিত চ্যাট করেন তার সাথেই সেই একই ভাবে চ্যাট করতে পারবেন, যদিও সেই ইউজার আপনার ফ্রেন্ড লিস্টেই নাই। আপনি ব্লক নাকি আনব্লক ইহা এই ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ  ফেবুতে আপনার ফ্রেন্ড রিকু ব্লক থাক আর না থাক এই সিস্টেমে যতবার কাউকে ম্যাসেজ দিবেন সে সেই ম্যাসেজ তার ইনবক্সে পাবে।

একটা বিষয়ঃ যদি ইউজার এর প্রফাইলে 'ম্যাসেজ' অপশন' থাকে অর্থাৎ  যদি দেখেন ইউজার আপনার ফ্রেন্ড লিস্টে নাই কিন্তু 'Message' অপশন আছে তবেই কেবল এই পদ্ধতি কার্যকর হবে। অর্থাৎ যেই ফেবু ব্যবহারকারীকে ইনবক্স ম্যাসেজ পাঠাবেন, সে যদি তার ফ্রেন্ড লিস্ট বহির্ভূত ইনবক্স ম্যাসেজ পাঠানোর সম্মতি দেন তবেই তা কাজ করবে। অনেক ফেবু প্রফাইলে দেখা যায় যে ম্যাসেজ অপশন ডিজেবলড সেই ক্ষেত্রে ইহা কার্যকর নাও হতে পারে।

যাকে ম্যাসেজ দিবেন তার যদি ফেসবুক সার্চ অপশন হাইড করা থাকে অর্থাৎ লিঙ্ক ছাড়া তাকে ফেবুতে পাওয়া যাবে নাহ, নাম লিখে সার্চ দিলে কোন ফলাফল আসে না সেই ক্ষেত্রে এইটা কাজ করবে নাহ 🙂

আর আপনি যাকে ইনবক্সে ম্যাসেজ পাঠাবেন তার সাথে আপনার অন্ততপক্ষে ১ জন মিউচুয়াল ফ্রেন্ড থাকতে হবে, নতুবা ব্যবহারকারী সেই ম্যাসেজ পাবেন

ঠিকই কিন্তু তা Facebook এর ইনবক্স ম্যাসেজের Others ফোল্ডারে চলে যাবে।

দেখুন প্রমান, আমার নিজর পঠানো ইনবক্স ম্যাসেজ গেছে কিনাঃ

সুতরাং, যতখুশি ফেবুতে ম্যাসেজ পাঠান। আর যদি ফ্রেন্ড রিকু না পাঠিয়েই চ্যাট করা যায় তবে আর বাঁধা কই ? মার্ক জুগারবার্ক আসলেই এক খানা আবুল ! কেননা আমরা হলাম বাঙ্গালী জাতি, দুই নম্বরী চিন্তা মোদের অন্তরে নিহিত 😉

ফেসবুকে আমার প্রফাইল

ফেসবুকে আমার পেইজ

এইবার যদি আমার ফেবু Follower আর ফ্যান লাইক না পাই তবে কিন্তু খবর আছে, আর টিউন করুম নাহ ! আপনারা মানুষ ভালা নাহ !!

Level 0

আমি জর্জ অলড্রিন ঘোষ (তুষার)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বলেন কী বস, এটা তো চরম ট্রিক, ব্লক না থাকায় অবশ্য টেস্ট করে দেখতে পারলাম না

কাজের জিনিস:-D আপনি সামুতে কি নামে লিখেন?

জ্বি লিখি 🙂

Level 0

balo laglo

ধন্যবাদ !

Thanks

Level 0

he he vai kam hoinai.

@Casanova: আমার কিন্তু ঠিকই হইছে ! প্রমান ও দিলাম ! আপনি কন যে আপনি পারেন নাই ! 😉

Level 0

কিচু কইতে পালুম না এক নিচ্চাচে পইলা লাইলাম! আপ্নালে পিলাচ++++++++++++++ লগে এক কেজি ধইন্নাপাতা দিলাম চাটনি বানাইয়া খাইয়েন!!! 😛

Level 0

ভাই আমি আমার ফেসবুক আকাউন্টে নোট লিখতে পারছি না । প্রাইভেসী সেটিংস এ সমস্যা দেখায় ।সমাধান দেন
আপনার ফোন নংটা দিবেন

Level 2

ভাই ফেসবুকে এখন পযন্ত নাম চেন্জ করিনাই, কিভাবে নাম চেন্জ করব। যেমন আমার আইডি https://www.facebook.com/emon.gazi.90 এটাকে সংক্ষেপে http://www.facebook.com/mdmhr করব কিভাবে।

ভাই সাধারণ, ধন্যবাদ শেয়ার করার জন্য।

MR. জর্জ অল্ড্রিন ঘোষঃ আপনার এই ”ফেসবুকে ফ্যান পেইজ তৈরি করেছেন কিন্তু Like পাচ্ছেন নাহ ? বন্ধুদেরকে শত কাকুতি মিনতি করছেন, আমার পেইজে লাইক দাও তবুও Like বাড়ছে নাহ ? আর চিন্তা নেই, এইবার আপনার বন্ধুদের লাইক দিতে বাধ্য করুন ! ফেইক রমণীর প্রফাইল দিয়ে তৈরি করুন আপনার ফ্যান পেইজের লাইক ! না দেখলে মিস করবেন !”.টিউনটি ডিলিট করা হয়েছে তাই ঐ খানে আপনার কমেন্টের উত্তর দিতে পারলাম না, তাই এই খানে আসলাম।
অনৈতিকতা অনৈতিকতাই যদিও তা সারা দুনিয়ার মানুষ ও করে। প্রথমে বুঝতে হবে কোন অনৈতিকতা তে কতটুকু নেতিবাচক প্রভাব পরবে। একটি প্রশ্নের উত্তর দিন, আপনি কি চান কেউ আপনার মায়ের বা বোনের বা স্ত্রীরির বা কোন নিকট আত্মীয়ের ছবি দিয়ে কেউ এরকম একটা কাজ করুক। উত্তর নিশ্চয় না। এটা যদি আপনি না চান তাহলে কিভাবে আপনি আর একজন রমনীর ছবি দিয়ে এরকম একটা কাজ করতে পারেন? কিভাবে আপনি আর একজনকে এই কাজে উৎসাহীত করেন?

    @মাসুদুর রহমান: আমি তো আপনারে কই নাই যে কারো মা-বোনের ছবি ডাউনলোড করে ফেবুতে ফেইক এ্যাকাউন্ট বানান ? গুগোলে গিয়া সার্চ দিলেই হাজার হাজার ছবি চলে আসে ! বুদ্ধি থাকলে বুঝবেন। যেই সব রমনী মডেলিং করে নিজদের নগ্ন ছবি আপলোড করতেও দ্বিধা বোধ করে নাহ, আমার কাছে তাদের ছবি দিয়ে ফেইক এ্যাকাউন্ট খোলা বিন্দু মাত্র অপরাধ মনে হয় নাহ ! মন্তব্য করার জন্য ধন্যবাদ… !

      @জর্জ অল্ড্রিন ঘোষ: আপনি যার ছবিটা ব্যবহার করবেন সেওতো কারো মা বা কারো বোন??? এটুকু বুঝার জন্য বুদ্ধি খাটাতে হয়না। মানুষ তার নিজের পরিবার থেকে এই নৈতিকতা টুকু পরিবারের সবার চাল চলন দেখেই শিখে আসে। আপনার বা যারা আপনার মত এসমস্ত কাজ করে আত্মতৃপ্তি পায় তাদের চরিত্রে নৈতিকতা নিয়ে কোন প্রশ্ন করবোনা কারন “নৈতিক” আর ”অনৈতিক” এই শব্দদুটির অর্থ আপনারা বুঝেন কিনা বা আপনাদের পরিবার থেকে এগুলির শিক্ষ পেয়েছেন কিনা তা যথেষ্ট সন্দেহ আছে। শুধু একটি কথাই মনে রাখবেন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন।

Level 0

ভাই,
ব্লক আকাউন্ট কে অথবা লকড আকাউন্ট কে আনব্লক করব কিভাবে ?

Level 2

জর্জ অল্ড্রিন ঘোষ@ ভাই আমার একটি fb আইডির পাসওয়াড ভুলেগেছি , এখন তা ফিরে পাবার কোন উপায় আছে কী…?

Level 2

সবাই কী রমনিদেরকে গনহারে এড করে, এর মাধ্যমে আপনার রুচিবোধ কতটা সুন্দর তা বোঝা গেল। আর একটি প্রশ্ন একদিনে সবোচ্চ কত জনকে ফেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে। বা এড করা যাবে

    @mahmudkoli: আমার ফেইক আইডি আছে ২টা। ২টাই রমনীর। সুতরাং আমি জানি কি পরিমান মানুষ রমনীদের ফ্রেন্ড রিকু পাঠায়। না জানলে আর এই পোস্ট দিতাম নাহ। আপনার বোধ হয় এই সম্পর্কে ধারণা কম আছে, অথবা ফেবু আপনি নতুন নতুন চালাচ্ছেন, আমি ২০০৬ থেকে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী। আমার নিজের এ্যাকাউন্টে ১ মাসে সর্বোচ্চ ৪০-৪৫টা ফ্রেন্ড রিকোয়েস্ট জমা পড়ে। আর যে ফেইক রমনীর এ্যাকাউণ্ট আছে তাতে মাসে ৩০০-৩৫০টা ফ্রেন্ড রিকোয়েস্ট জমা পড়ে। যদি প্রমাণ চান তবে তাও দেখাতে পারবো, স্ক্রিনশট আমার কাছেই আছে।

    সুতরাং কার রূচীবোধ কেমন সেইটা দিয়া খোচাখুচি কইরেন নাহ, খোচাখুচি তখনই করবেন যখন আমার চেয়ে ভাল কিছু টেকটিউন পরিবারকে উপহার দিতে পারবেন। আজিরা ফাউ কমেন্ট করবেন নাহ ।

    একদিনে সর্বোচ্চ ৫০টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। কিন্তু যদি ১/৩ লোক আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ২৪ ঘন্টার মধ্যে এ্যাক্সেপ্ট না করে তবে আপনি প্রথম বার ২ দিন এর ব্লক, ২য় বার ৪ দিন এইভাবে সর্বোচ্চ ১ মাসের ব্লক হবেন। কিন্তু ভাল মানু্য যেমন আমি, ১ দিনে ৫০টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাহ। সুতরাং আপনার রূচিবোধও যে কেমন তাও হারে হারে টের পাচ্ছি !

Level 2

জর্জ ভাই, তোমার টিউনে ফেসবুকের সম্বন্ধে কতো কিছু যে জানলাম, তার জন্য অনেক ধন্যবাদ। যে যাই বলুক ওদিকে কান দিও না। একটা কথা সব সময় মনে রেখো ভাই- সমালোচনা না শুনলে ‘বড়ো’ হওয়া যায় না।

ভাই e-mail এ facebook notification কিভাবে বন্ধ করবো? জানা থাকলে দয়া করে জানাবেন। বড় কষ্টে আছি।

আমার মেইল address হল ( [email protected] )
সম্ভব হলে এ সম্পর্কিত কোনও লিঙ্ক থক্লে জানাবেন।

valo lagse thanks

Level 0

@জর্জ অল্ড্রিন ঘোষ :
vai আমার সমস্যা টা অন্য খানে। আজকাল ফেসবুক এর নতুন নিয়ম অনুযায়ী ওরা কোনো ফেসবুক ফেক আইডি খুজে পেলে বলে অ্যাকাউন্ট ভেরিফিকেসন করতে, সেই নিয়ম অনুযায়ী আমার অই প্রফাইলে যারা যারা ফ্রিএন্ড ছিল তাদের ট্যাগ করা ছবি দেখিয়ে বলে এই এই ছবি কাদের কাদের ট্যাগ করা হইসে, সেই ফ্রেন্ড এর নাম সিলেক্ট করে সাবমিট করতে, এখন আমি দেখে রাখসি যে কোন কোণ ফ্রেন্ড কোন কোন ছবিতে ট্যাগ হইসে, তায় এটা সমসময় ঠিক মতন সাবমিট করা যায়না, তায় অ্যাকাউন্ট ভেরিফিকাসন না হওয়াই অই আইডী তেও আর ধুকা জায় না 🙁 🙁 🙁 এর কি কোনো সমাধান আছে?
( উল্লেখ্য অইটা আমার একটা ফেক আইডি ছিল )

Level 0

উপরের পদ্ধতি এখন আর কাজ করে নাহ, ফেসবুক এই চালাকি বুঝে ফেলেছে। 😀 হা হা! বোধ হয় দেশে লুচ্চা লোক বেশি হয়ে গেছে, মেয়ে মানুষ এখন তাদের জ্বালায় ফেসবুক চালাতে পারে নাহ 😛 লোল !