কিভাবে ফেসবুকে Blue Text দিয়ে স্টেটাস অথবা Wall Post লিখবেন ?

যদি কেউ এই টপিক নিয়ে পূর্বে পোস্ট দিয়ে থাকে তবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, এখন অনেকেই ফেসবুকে নানা পেজ দেখতে পাই, যারা হরেক রকম পোস্ট দেন কিন্তু মাঝে মাঝে তাদের লেখায় হাইপার লিঙ্ক ব্লু টেক্সট দেখা যায়, আজ আমরা জানবো কিভাবে ফেসবুকে নীল লিখতে হয়।

আপনাকে প্রথমে যা যা করতে হবে তা হলোঃ

  • যে লেখাটি ওয়ালে পোস্ট দিবেন তা লিখুন।
  • লেখা শেষ হয়ে গেলে যেখানটিতে আপনি নীল বা ব্লু টেক্সট এ্যাপ্লাই করতে চান সেই লেখার শুরুতে যান।
  • এইবার ইহা @[1: ]@@[1:[0:1:  পেস্ট করুন, এবং যেখানে নীল লেখা শেষ করতে চান সেই লেখার শেষ প্রান্তে যান, এবং ]] পেস্ট করুন এবার আপনার স্টেটাস পোস্ট করুন। আর দেখুন মজা !

ছোট বেলায় স্যার একটা কথা বলেছিল, ‘সবাই যখন পরীক্ষা লিখতে আসে তখন সবাই একই জিনিস লিখে, কেউ একটু ঘুরিয়ে লিখে আবার কেউ একটু সোজা করে লিখে, কিন্তু সবাই লিখে কেবল একই প্রশ্নের উত্তর। তাই বলে কিন্তু কেউ কারোটা কপি করে নাহ। একজন উওম শিক্ষক পারেন সেই একই জাতীয় লেখা গুলো থেকে ভাল এবং খারাপটা আলাদা করতে’। -- কথা গুলো আমি না বললেও পারতাম, আমার লেখার বিষয় নিয়ে অন্য যে কেউ লিখতেই পারে, বিষয় বস্তু একই হলে যে কেউ কারোটা কপিপেস্ট করে লিখেছে এই ধারনাটা পোষন করা অনুচিত। তবে আমাদের সবার উচিত, একই বিষয় বস্তুর উপর লেখা গুলো থেকে সবচেয়ে ভাল মানের লেখাটি খূঁজে বের করা ।

আমার লেখা আপনাদের কেমন লাগে তার প্রতিক্রিয়া আমাকে জানান, টেকটিউনে আমি তেমন রেগুলার নই, কেবল নতুন পোস্ট মাইক্রোসফট ওয়ার্ডে লিখে তা টেকটিউন্স রাইটিং প্যানেলে কপি-পেস্ট দিয়ে পোস্ট করে আবার লগ আউট হয়ে যাই। আমার ইন্টারনেট অতি মাত্রায় ধীর গতির, তাই এই কাজ করতে হয়। আমার ল্যাপটপের ব্যাটারী খানার আয়ু শেষ হয়ে গেছে। বিদ্যুৎ হঠাৎ চলে গেলেই সাথে সাথে অফ হয়ে যায়, গত কাল একটা লেখা লিখতে বসেছি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, মাইক্রোসফট ওয়ার্ডে লিখতেছিলাম। সেইভ করতে মনে  ছিল নাহ। ব্যাস সব পরিশ্রম পন্ড শ্রম হলো !

যেহেতু আমি টেকটিউনে রেগুলার নই, আমার লেখা কেমন লাগে তা আমাকে ফেসবুকে ইনবক্স করে জানাতে পারেন এবং যদি কোন সমস্যা অথবা সাহায্যের প্রয়োজন হয় তবেও ইনবক্স করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করবো সাহায্য করতে। ইদানিং কিছু টেকটিউনার ভাই আমাকে বলেছেন যে আমি যেন তাদের কে তাদের গ্রুপে আমার সব বন্ধু এ্যাড করে দিয়ে সাহায্য করি, ফেসবুকে ইনবক্স করে একেবারে সয়লাব করে ফেলেছেন অনেকেই। খুব বিরক্তিকর আবদার। এই ভাবে কেউ আপনার গ্রুপে বন্ধু এ্যাড করার জন্য অনুরোধ নিয়ে আসবেন নাহ। আমার বন্ধুদের কে না জিজ্ঞাসা করে আমি অহেতুক আপনার কোন গ্রুপে কাউকে এ্যাড করতে পারি নাহ।

আমাকে ফেসবুকে Follow/Inbox করতে যোগাযোগ করুনঃ

ফেসবুকে আমার প্রফাইল

ফেসবুকে আমার পেইজ

Level 0

আমি জর্জ অলড্রিন ঘোষ (তুষার)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Blue Text er eita ami jani..but ami onek fan page e deksi……. text er modhe onno link thake. mone koren likha ase facebook ..kintu facebook text er modhe onno kono link add kora thake,,,eita ki vabe kora jai jana takle amak pls ektu janaben. thanks

Level 0

G bhai amar o dorkar oita.

kaj hoi na vai comments e……….