
ফেসবুক সম্পর্কিত জটিল একটি ট্রিক আপনাদের সামনে হাজির হলাম। আজ কাল কম বেশি সবারই ফেসবুক পেজ আছে। পেজের লাইক বাড়াতে মানুষ কত কিছুই করে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে একসাথেই আপনার সব ফেসবুক ফ্রেন্ডদের আপনার পেজে ইনভাইট করতে পারেন।

● Google Chrome দিয়ে ফেসবুকে লগইন করুন।
● আপনার ফেসবুক পেজটিতে যান।
● ইনভাইট Invite Friends এ ক্লিক করে Search all friends এ ক্লিক করুন।
● এবার Ctrl+Shift+J চাপুন, একটি নতুন পপআপ বক্স ওপেন হবে। এবার পপআপ বক্সটিতে
নিচের কোডটি লিখে enter চেপে সাবমিটে ক্লিক করুন।
var inputs = document.getElementsByTagName("input");
for (var i=0; i < inputs.length; i++) {
if (inputs[i].getAttribute('type') == 'checkbox') {
inputs[i].click();
}
}
● 1st published at BDTechZone.comআমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi
কিছু দিন আগে এই বিষয় নিয়ে পোস্ট হয়েছিল। সেটা তো মজিলা’র ব্যাপারটার ও ছিল আপনি তো শুধু ক্রোম টা দিলেন। তবে এই ব্যাবস্থায় তেমন কাজ হয় নাহ 🙁