ফেসবুক আনলক কোড কী? আর ফেসবুক লক হলে কেমনে তারাতাড়ি একাউন্টে ঢুকবেন—তার উপায় এখানে

আমরা যখন ফেসবুক লগইন করতে যাইয়া দেহি যে একাউন্ট লক হয়ে গেছে, তখন আমাগো মাথায় একটা চিন্তাই ঘোরে— "এই ফেসবুক আনলক কোডটা আসলে কী? আর কই পামু?" ভাইরে, আপনে একা না, আমাগো টাঙ্গাইলের বহুত মাইনষেরই এই ঝামেলা হয়। আসল কথা হইলো, ফেসবুকের "আনলক কোড" বলতে একটা কোনো কোড নাই। প্যাঁচটা লাগছে এইখানেই।

একেক জন একেক কামে কোড ব্যবহার করে। কেউ কয় পাসওয়ার্ড রিসেট কোড, কেউ কয় টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) কোড, আবার কেউ কয় আগে থিকা সেভ কইরা রাখা রিকভারি কোড। এই গাইডে আমি একদম সহজ ভাষায় পানির মতো বুঝায়া দিমু কোন কোড দিয়া কেমনে একাউন্ট উদ্ধার করবেন।

আসল ৪ প্রকারের "ফেসবুক আনলক কোড"

মানুষ যখন "আনলক কোড" কয়, তখন তারা আসলে এই ৪ পদের যেকোনো একটার কথা বুঝায়:

1. পাসওয়ার্ড রিসেট কোড: পাসওয়ার্ড ভুইলা গেলে ‘Forgot password’ টিপ দিলে ইমেইল বা মোবাইলে যে ৬ ডিজিটের কোড আহে।

2. টু-ফ্যাক্টর (2FA) কোড: যদি একাউন্টে বাড়তি সিকিউরিটি থাকে, তবে লগইন করার সময় অথেনটিকেটর অ্যাপ, ফেসবুক কোড জেনারেটর বা মোবাইলের এসএমএস-এ যে কোড আহে।

3. রিকভারি কোড: এইটা হইলো ১০টা কোডের একটা প্যাকেট, যা বিপদে পড়ার আগেই সেভ কইরা রাখতে হয়। ফোন কাছে না থাকলে এইগুলা দিয়া ঢোকা যায়।

4. এসএমএস-এর ওয়ান-অফ পাসওয়ার্ড: যদি আপনের সিমের কোম্পানি সাপোর্ট করে, তবে otp লিখে 32665 (FBOOK) নাম্বারে পাঠাইলে ফেসবুক একটা টেম্পোরারি কোড পাঠায়।

যদি পাসওয়ার্ড ভুইলা যান বা একাউন্ট লক হয়া থাহে

ধাপ ১: রিসেট করার চেষ্টা শুরু করেন

ফেসবুকের লগইন পেজে যাইয়া ‘Forgot password’ বাটনে একটা টিপ দ্যান। এরপর আপনের ইমেইল, মোবাইল নাম্বার (কান্ট্রি কোডসহ), ইউজারনেম বা পুরা নাম দিয়া আইডিটা খুইজা বাইর করেন। মনে রাইখেন, যে মোবাইল বা কম্পিউটার দিয়া আগে ফেসবুক চালাইছেন, হেইডা দিয়া ট্রাই করলে কাজ হওয়ার চান্স বেশি।

ধাপ ২: কোড কই নিবেন হেইডা ঠিক করেন

ফেসবুক আপনেরে জিগাইবো কোড কই পাঠাইবো—ইমেইলে না কি সিমে? একটা সিলেক্ট করেন। যদি কয়েক মিনিটেও কোড না আহে, তবে ইমেইল রিফ্রেশ দেন বা স্প্যাম ফোল্ডার দেহেন। মোবাইলের নেটওয়ার্ক ঠিক আছে কি না হেইডাও চেক করেন। তবে সাবধান, ঘনঘন কোড রিকোয়েস্ট দিয়েন না, তাইলে ফেসবুক আপনেরে সাময়িক ব্লক কইরা দিবো।

ধাপ ৩: কোড বসান আর নতুন পাসওয়ার্ড দ্যান

কোড আইলে হুবুহু বসায়া ‘Continue’ দ্যান। এরপর অন্তত ১২ অক্ষরের একটা কড়া দেইখা নতুন পাসওয়ার্ড সেট করেন। পাসওয়ার্ডে সংখ্যা আর চিহ্ন মিশায়া দিলে ভালো। এরপর ‘Log out of other devices’ অপশনটা বেছে লন যাতে অন্য কোথাও আপনের আইডি লগইন থাকলে কাইটা যায়।

পরামর্শ: যদি কোড না আহে, তবে মোবাইল নাম্বার বা ইমেইল ঠিক দিছেন কি না আরেকবার দেখেন। আর লিমিট শেষ হইয়া গেলে কিছুক্ষণ জিরান, পরে আবার ট্রাই করেন।

যদি টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) আটকায়া দেয় (স্ক্রিনে কোড চাইলে)

উপায় ক: অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করেন

গুগল বা মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপ থাকলে হেইখানে ঢুকেন। ৩০ সেকেন্ড পর পর যে কোড পাল্টায়, হেইখান থিকা কারেন্ট কোডটা লন। কোড ভুল দেখাইলে ফোনের টাইম আর তারিখ ‘Automatic’ আছে কি না চেক করেন।

উপায় খ: ফেসবুক কোড জেনারেটর

যদি আপনের অন্য কোনো মোবাইলে ফেসবুক লগইন থাকে, তবে সেই অ্যাপের Menu → Settings & privacy → Code Generator-এ গিয়া কোডটা লন।

উপায় গ: সিকিউরিটি কি (Security Key)

যদি ইউএসবি বা এনএফসি কি সেট করা থাকে, তবে ফেসবুকের কথা মতো হেইডা মোবাইলে বা কম্পিউটারে লাগান।

উপায় ঘ: রিকভারি কোড

আগে থিকা রিকভারি কোড সেভ কইরা থাকলে, হেইখান থিকা একটা কোড দিয়া দেন। এক কোড কিন্তু একবারই কামে লাগে।

উপায় ঙ: এসএমএস-এ ওয়ান-অফ পাসওয়ার্ড

otp লিখে 32665 নাম্বারে পাঠান। কোড আইলে হেইডা দিয়া ঢুইকা পড়েন। (সব সিমে এইডা নাও হইতে পারে)।

যদি কিছুই কাজ না করে: আপনের পরিচিত কোনো ব্রাউজার বা ডিভাইস থিকা ঢোকার চেষ্টা করেন। ‘Having trouble?’ লিঙ্কে ক্লিক কইরা ফেসবুকের আইডেন্টেকটিউনস চেক পার করেন। একান্তই না পারলে facebook.com/hacked বা facebook.com/login/identify লিঙ্কে যান।

কোড কেন আইতাছে না? (ঝামেলা মিটানোর উপায়)

১. বেসিক জিনিস চেক করেন: ইমেইলের স্প্যাম চেক করেন, সিমে ব্যালেন্স বা নেটওয়ার্ক আছে কি না দেহেন।

২. ডিটেইলস চেক করেন: কান্ট্রি কোড (যেমন +880) ঠিকমতো দিছেন কি না দেখেন।

৩. এসএমএস সিগনেচার বন্ধ করেন: অটো-সিগনেচার থাকলে এসএমএস কোড ডেলিভারি হইতে ঝামেলা হয়। আর On বা Fb লিখে 32665 নাম্বারে পাঠিয়ে ফেসবুক টেক্সট সার্ভিস চালু করেন।

যদি ইমেইল বা সিমের এক্সেস না থাকে

মন খারাপ কইরেন না, পথ খোলা আছে। facebook.com/login/identify বা facebook.com/hacked লিঙ্কে যান। পরিচিত ডিভাইস দিয়া ট্রাই করলে ফেসবুক আপনেরে কিছু প্রশ্ন করবো বা আইডি কার্ড দেখাইতে কইবো। এরপর আপনেরে ইমেইল বা নাম্বার আপডেট করার সুযোগ দিবো।

সাবধান: বাটপার হইতে দূরে থাকেন!

যদি কেউ কয় যে "ফেসবুক আনলক কোড বিক্রি করি" বা "মাস্টার কোড আছে"—তবে বুঝবেন হেইডা বাটপার। ফেসবুকের সব কোড আপনের নিজের রিকোয়েস্টে জেনারেট হয়। কারো সাথে পাসওয়ার্ড বা কোড শেয়ার করবেন না।

ভবিষ্যতে লক খাওয়া থিকা বাঁচার টিপস

• ১০টা রিকভারি কোড জেনারেট কইরা নিরাপদ জায়গায় রাইখা দেন।

• শুধু এসএমএস-এর ওপর ভরসা না কইরা অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করেন।

• ব্যাকআপ হিসেবে অন্তত দুইটা ইমেইল আর দুইটা মোবাইল নাম্বার এড কইরা রাখেন।

• লগইন অ্যালার্ট চালু করেন যাতে কেউ ঢোকার চেষ্টা করলেই জানতে পারেন।

শেষ কথা : ফেসবুক আনলক কোড একেক সময় একেকটা হয়। পাসওয়ার্ড ভুইলা গেলে রিসেট কোড, সিকিউরিটি থাকলে 2FA কোড, আর বেশি বিপদে পড়লে রিকভারি কোড। সব হারায়া ফেললে ফেসবুকের হ্যাকড রিফোর্ট পেজই শেষ ভরসা।

Level 0

আমি সৈয়দ বায়েজীদ। CEO Funder, Connect with Bayezid, Tangail। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 23 ঘন্টা 7 মিনিট যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Sayad Md Bayezid Hosan is a Tech Provider and digital content creator based in Bangladesh. He is currently a final-year undergraduate student in the Department of English at Northern University Bangladesh (Expected Graduation: June 2026). As a professional within the Meta ecosystem, Bayezid operates as a Technical Expert with a...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস