ফেসবুক মনেটাইজেশন কী? কীভাবে সহজে এটা পাওয়া যায়

আসসালামু আলাইকুম। আজকে আমি খুব পরিচিত কিন্তু অনেকের কাছেই পরিষ্কার না এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ফেসবুক মনেটাইজেশন। অনেকেই ফেসবুকে নিয়মিত টিউন করে, ভিডিও দেয়, রিল বানায়, কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না এখান থেকে ইনকাম আসলে কীভাবে হয়। আজকের লেখায় আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করবো, যেন পড়েই একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়।

প্রথমে ফেসবুক মনেটাইজেশন বলতে আমরা কী বুঝি। সহজ করে বললে, ফেসবুক আপনার কনটেন্ট ব্যবহার করে আপনাকে টাকা দেওয়ার যে সিস্টেমটা চালু করেছে, সেটাকেই মনেটাইজেশন বলা হয়। আপনি ভিডিও বানান, রিল বানান, লাইভ করেন, বা ভালো রিচ পান এমন কনটেন্ট দেন, ফেসবুক সেখানে বিজ্ঞাপণ দেখায়। সেই বিজ্ঞাপণ থেকে যে আয় হয়, তার একটা অংশ আপনাকে দেয়।

এখন প্রশ্ন আসে, সবাই কি ফেসবুক মনেটাইজ করতে পারে। উত্তর হলো না, সবাই একসাথে পারে না। ফেসবুকের কিছু নিয়ম আছে। যেমন আপনার কনটেন্ট অবশ্যই অরিজিনাল হতে হবে। অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করলে মনেটাইজেশন পাওয়া যাবে না। এছাড়া কমিউনিটি স্ট্যান্ডার্ড ঠিক থাকতে হবে। কোনো কপিরাইট সমস্যা বা বারবার নিয়ম ভাঙলে মনেটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে।

ফেসবুক মনেটাইজেশনের সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ভিডিও কনটেন্ট। লং ভিডিওতে ইন স্ট্রিম অ্যাড আসে। মানে ভিডিওর মাঝখানে বা শুরুতে বিজ্ঞাপণ দেখানো হয়। আপনার ভিডিও যত বেশি মানুষ দেখবে, বিজ্ঞাপণ তত বেশি চলবে, আর আয়ও তত বাড়বে। এজন্যই এখন সবাই ভিডিও কনটেন্টের দিকে বেশি ঝুঁকছে।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রিলস। এখন ফেসবুক রিলসের উপর অনেক ফোকাস করছে। ভালো রিল বানাতে পারলে খুব অল্প সময়েই রিচ বাড়ে। কিছু কিছু ক্ষেত্রে রিলস থেকেও মনেটাইজেশনের সুযোগ পাওয়া যায়। তবে এখানেও কনটেন্ট অরিজিনাল হওয়া সবচেয়ে জরুরি।

অনেকে মনে করে শুধু ফলোয়ার বেশি থাকলেই মনেটাইজেশন পাওয়া যায়। এটা পুরোপুরি সত্য না। ফলোয়ার দরকার, কিন্তু তার চেয়েও বেশি দরকার এনগেজমেন্ট। মানুষ আপনার টিউনে লাইক দিচ্ছে কি না, টিউমেন্ট করছে কি না, ভিডিও পুরোটা দেখছে কি না, এগুলো ফেসবুক বেশি গুরুত্ব দেয়।

ফেসবুক মনেটাইজেশন চালু রাখতে হলে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো ধৈর্য। অনেকেই দুই তিনটা ভিডিও দিয়ে ভাবে এখনই টাকা আসবে। বাস্তবে এটা সময়ের ব্যাপার। নিয়মিত ভালো কনটেন্ট দিলে ধীরে ধীরে পেজ গ্রো করে, রিচ বাড়ে, তারপর মনেটাইজেশন স্টেবল হয়।

আরেকটা ভুল অনেকেই করে। তারা শুরুতেই ইনকামের কথা ভাবতে থাকে। এতে করে কনটেন্টের কোয়ালিটি নষ্ট হয়। প্রথম লক্ষ্য হওয়া উচিত মানুষের জন্য ভ্যালু দেওয়া। মানুষ যদি আপনার কনটেন্ট পছন্দ করে, ইনকাম এমনিতেই আসবে।

সবশেষে একটা কথা বলবো। ফেসবুক মনেটাইজেশন কোনো শর্টকাট ইনকাম না। এটা একটা স্কিল এবং ধৈর্যের খেলা। আপনি যদি নিয়ম মেনে, অরিজিনাল কনটেন্ট দিয়ে, সময় দিয়ে কাজ করেন, তাহলে ফেসবুক থেকে ইনকাম করা একদম সম্ভব।

আজকের লেখা এখানেই শেষ।
আশাকরি ফেসবুক মনেটাইজেশন নিয়ে আপনার ধারণা আগের চেয়ে পরিষ্কার হয়েছে।
ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি সামিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 ঘন্টা 47 মিনিট যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস